অপ্রত্যাশিত বেদনা....
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:০১:৪৩ সকাল
একজন সৎ মহিলা। সবাই ডাকে তাকে ‘আমলের মা‘‘ বলে। আমাদের এলাকার উল্লেখযোগ্য সবার বাসায় তিনি যান, সবাই তাকে অত্যন্ত ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন।
আমাদের বাসায় আসলে ‘ ফুফু ফুফু‘ করে বাসা তোলপার করে তুলি। আম্মু কোথাও যাওয়ার সময় নিশ্চিন্তে তাঁকে বাসায় রেখে যান।
একদিন সকালে নাস্তা করার সময় তিনি উপস্থিত হলেন। তাই তিনিও আমাদের সাথে শরিক হলেন। তারপর সারাদিন আম্মুর বিভিন্ন কাজে সহযোগিতা করলেন। আমাদের সাথে দুপুরে খাওয়া-দাওয়াও করলেন ।
হঠাৎ তিনি আমার আম্মুকে বললেন- ভাবী ! আমার বড় ছেলেটা ইদানীং নেশা করে। বউটাও সুবিধার না। ছেলেকে বলেছি, “জীবনের শেষ খাবারটা যেন আল্লাহ তোর ঘরে না খাওয়ায়ে আমার ভাবির ঘরে খাওয়ায়। আচ্ছা ভাবী! ভাত খেয়েছি একটু পান দেন , চলে যাই।
পরদিন সকালে ফুফুর অপেক্ষায় আছেন আম্মু। কিন্তু তিনি আসছেন না। ইতিমধ্যে একজন লোক বাসায় এসে আব্বুর কাছে বললেন, আমলের মা” মারা গেছেন। আমরা শুনেই হতবাক।
দু‘চোখ ভরে তপ্ত অশ্রু ঝরছে। অন্তরটা খান খান হয়ে যাচ্ছে। ঠিকই তিনি বোধহয় আমাদের বাসায়ই শেষ খানা খেয়ে চলে গেলেন। তিনি আমাদের হৃদয়ের মণি কোঠায় চির অম্লান হয়ে আছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমিন
বিষয়: বিবিধ
৯৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন