প্লিজ বসন্ত! এখনো ২৪ ঘন্টা পেরিয়ে যায়নি-
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:০৪:৩৮ সকাল
হে প্রিয় বসন্ত!
তুমি করেছ গাছ গাছালিকে নতুন রঙ্গে আবির্ভাব
তুমি আকাশকে করেছ নতুন রঙ্গিন ভুবন
তুমি কোকিলের কন্ঠে দিয়েছ নতুন সুর
গাছে নতুন নতুন রাঙ্গিয়ে দিয়েছ ফুলে ফুলে
হে প্রিয় বসন্ত!
কিন্তু আমার মনের মাঝে নতুন রুপে রাঙ্গিয়ে দিলেনামনের কোকিলকে করেছ স্তমিত, যৌবনকে করেছ অসহায়,
আমার সময়কে করেছ বিদঘুটে ফ্যাকাশে
প্লিজ বসন্ত! এখনো ২৪ ঘন্টা পেরিয়ে যায়নি-
এখনো সময়টা তোমারই আছে
আমাকে তোমার পরশে নতুন রুপে রাঙ্গিয়ে দাও প্লিজ
বিষয়: বিবিধ
৯৬৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন