ইসলামী কবির অভাব কেন?
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৪০:৫৯ সকাল
বর্তমান সমাজে অনেক কিছুর দাম কমে যাচ্ছে। যেমন- মানুষের দাম, টাকার দাম,মুসলমানের দাম , আরো কত কিছুর দাম যে কমছে,তা বলে শেষ করা যাবেনা। কিন্তু দেখা যাচ্ছে- ইতিমধ্যে আরো একটি জিনিসের দাম কমে যাচ্ছে, সেটা কি হতে পারে? হ্যাঁ সেটি হচ্ছে ইসলামি কবির দাম। ইসলামী কবি দেখলেই তাদের বলা হচ্ছে মৌলবাদী,জঙ্গীবাদী। কেন আজ এ অবস্থা কবিদের? কেন? তার থেকে বের হবার কি কোন পথ নেই? কেন ইসলামী কবিরা আজ অপমানিত? কেন অন্যায়ের বিরুদ্ধে হক কথা বললেই ফাঁসির কাষ্টে ঝুলতে হবে? তাহলে কি আজ ইসলামী কবিরা জেগে উঠতে পারবেনা? তারা কি সেই কবি হাসসানের ঐতিহ্য ধরে রাখতে পারবেনা? কেন? কেন তারা পারবেনা?
এর থেকে মুক্তির পথ খোঁজা দরকার এবং কবিদের অবশ্যই ইসলামের পথে সোচ্চার হওয়া প্রয়োজন। না হলে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে।
অপরদিকে হিসাব করলে দেখা যাবে, মৌলবাদীরাই এ সমাজকে সঠিক ইসলামী ধাঁচে গড়ার চেষ্টা করছে। তাই সমাজ গড়ার জন্য মৌলবাদী কবি হতেই এগিয়ে আসা দরকার নবীনদের । এজন্য অবশ্যই আল্লাহর কাছে এর প্রতিদান পাওয়া যাবে।
বিষয়: সাহিত্য
১২৫১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য। সাথে থাকুন
ভালই বলেছেন , অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন