কালেরকন্ঠের মানসিকতার নমুনা !!!
লিখেছেন লিখেছেন আমি আহমেদ মুসা বলছি ১১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:০১:০৪ সকাল
এ কেমন সাংবাদিকতা ???
লিপোডিসট্রফি নামের একটা রোগ আছে যে রোগ হলে একধরণের প্রোটিনের প্রভাবে মানুষ চামড়া বৃদ্ধের মত কুচকে যায়, বয়সের ছাপই না শুধু এক প্রকার বৃদ্ধই হয়ে যায়, মানুষ তাড়াতাড়ি মারা যায়ও। এই রোগ আমার মতে সবচেয়ে দুঃখজনক পরিণতি একটা মানুষের জন্যে!
এবার একই রোগে আক্রান্ত এক ছেলে দাখিল পরীক্ষা দিচ্ছে কোন এক মাদ্রাসা কেন্দ্রে, খুব ভালো লাগলো মনোবল, ইচ্ছে দেখে (দেখতে হয়তো বিদঘুটে লাগতে পারে এই রোগীকে!) কালের কন্ঠ নিউজ করেছে " এসএসসি পরীক্ষা দিচ্ছে এলিয়েন " কতবড় অমানুষ হলে আপনি এই কথা বলতে পারেন বলুনতো যেখানে সেই শিক্ষার্থীকে দেখে খুব সহানুভূতি জাগার কথা?
বসুন্ধরা গ্রুপের কাছে প্রশ্ন ছিলো, আপনারা মাস শেষে রিপোর্টারদের বেতনের বদলে ঐ টাকা দরে গাঁজার বস্তা ধরিয়ে দেন? খুব জানতে ইচ্ছে করে এসব শূকর কিসের মাধ্যমে সাংবাদিক হয়েছে, তার কোন পড়াশোনা আছে বলে বিশ্বাস করিনা।
নিউজ এর লিঙ্কঃClick this link
বিষয়: বিবিধ
১১৫৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিরের বিশেষত্ব হলো, কোনো বিষয়ে একবার ধারণা নিলে তা পরে সে হুবহু তুলে ধরতে পারে।
এলাকাবাসী জানায়, আমির ছোট থেকেই খুব মেধাবী। তবে তার সঙ্গে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করতে ভয় পেত। এ কারণে আমির সব সময় বাড়িতেই থাকত। তাকে সবাই এলিয়ন বলে চেনে।
আমিরের মা বলেন, ‘আমির আমাদের পরিবারের লক্ষ্মী। আমরা পরিবারের কোনো সিদ্ধান্ত নিতে আমিরের সঙ্গে কথা বলি আগে। কারণ আমির সব সময় সঠিক সিদ্ধান্ত দিত।’
তিনি আরও জানান, ছোটবেলায় আমির অনেক অসুস্থ ছিল। এখনো সে অসুস্থ। তবে আমিরের পরিবারের অন্য সদস্যরা সুস্থ।
রওশনপুর দাখিল মাদ্রাসার সুপার আ. রাজ্জাক জানান, আমির হামজা প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ের কৃতী ছাত্র হিসেবে বরাবরই প্রথম স্থান লাভ করেছে। পরে শারীরিক বিভিন্ন রোগের কারণে সে পিছিয়ে পড়ে। তার পরও সে কৃতিত্বের সঙ্গে দাখিল পরীক্ষা পাস করার প্রত্যয় ব্যক্ত করেছে।
https://www.facebook.com/photo.php?fbid=627315367316644&set=a.454611931253656.99613.454605674587615&type=1&stream_ref=10
মন্তব্য করতে লগইন করুন