=• তোমারই প্রতীক্ষায় •=

লিখেছেন লিখেছেন সায়েম খান ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৫৯:০৬ সকাল

বসে আছি আমি তোমারই প্রতীক্ষায়

ধুলোভরা সেই পথটির পানে চেয়ে,

গোধূলি লগ্নে আসবে তুমি হেথা

আমারই কাছে আলতা রাঙ্গা পায়ে।

নিঃশব্দে চুপিচুপি পা ফেলে

এসে তুমি ঢেকে ধরবে মোর আঁখিদুটি,

পিছনে ফিরে যেইনা তাকাব আমি

তুমি হেসে হেসে হবে যেন কুটিকুটি।

হাতে হাত রেখে হাঁটবো তেপান্তরে

তুমি-আমি ছাড়া থাকবেনা কেউ যেথা,

আধফালি চাঁদ উকি দেবে গগনেতে

শুধু আলো দেবে কইবেনা কোন কথা।

ফুলবাগিচায় বসবো দু'জনে মিলে

সুবাস ছড়াবে বেলী ও হাসনাহেনা,

রাখবো মাথা আমি তোমারই কোলে

দু'জনের হবে ভালবাসা লেনাদেনা।

আজ থেকে প্রায় বছর তিনেক আগে

কত কথা ক'তে বসে তুমি এই স্থানে,

আজ শুধু তুমি নেই আমারই পাশে

সেই কথাগুলো বাঁজছে আজও এ কানে।

ভুল বুঝে চলে গিয়েছিলে বহুদূরে

বলে গিয়েছিলে আর কভূ ফিরবেনা,

জানি একদিন আসবেই ফিরে তুমি

সব ভুল ছিল যেদিন হবে তা জানা।

তাইতো তোমারই প্রতীক্ষায় আছি বসে

নেইনি তো খুঁজে অন্যকোন সাথী,

ধুলোভরা সেই পথটির পানে চেয়ে

আজও কাটে মোর নির্ঘুম দিবারাতি।

বিষয়: সাহিত্য

১৪৪৭ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177700
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৮
নূর আল আমিন লিখেছেন : ভালো লাখছে
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫১
130865
সায়েম খান লিখেছেন : ধন্যবাদ।
177726
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৫
ফেরারী মন লিখেছেন : বসে আছি আমি তোমারই প্রতীক্ষায়
ধুলোভরা সেই পথটির পানে চেয়ে,
গোধূলি লগ্নে আসবে তুমি হেথা
আমারই কাছে আলতা রাঙ্গা পায়ে।

Sad Sad Sad Sad
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৪
130872
সায়েম খান লিখেছেন : এইকথা শুনে মুখটা অমন বাংলার ৫ এর মতো হয়ে গেল কেন?
177734
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩৪
বিন হারুন লিখেছেন : Rose Rose অনেক সুন্দর Rose Rose
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৩
130889
সায়েম খান লিখেছেন : অনেক ধন্যবাদ।
177770
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দারুন কিছু মুহুর্ত সুন্দর ভাষায় বর্ণিত হয়েছে। কবির জন্য শুভ কামনা। রোমান্টিক কবিতাগুলো গদ্য ছন্দে লিখতে চেষ্টা করুন, স্বাধীন শব্দ ব্যবহার করুন...কবিতা পাঠকদের কাছে কতট‍া উপভোগের হবে বুঝানো মুশকিল...আপনিও লিখে আনন্দ পাবেন! চালিয়ে যান দ্রুত গতিতে...
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৮
130963
সায়েম খান লিখেছেন : কবিতার প্রশংসা ও গঠনমূলক পরামর্শ দেয়ার জন্য ধন্যবাদ।
177782
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০২
আওণ রাহ'বার লিখেছেন : কবি ভাইয়ের জন্য রইলো শুভকামনা ।
Good Luck Good Luck Good Luck Good Luck
নদীর পাশে বসে থাকা আমার খুউব ভালো লাগে।
একা একা নদীর পাড়ে বসে নদীর স্রোত দেখে সুখী মনে ঘন্টার পড় ঘন্টা কাটিয়ে দিতে পারি আমি আলহামদুলিল্লাহ ।
কবি ভাই অনেক সুন্দর কবিতা ধন্যবাদ।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
131065
সায়েম খান লিখেছেন : একা একা নদীর পাড়ে বসে কার কথা ভাবেন ...?
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৯
131119
আওণ রাহ'বার লিখেছেন : সত্যি বলতে কি নদীর স্রোত দেখতে খুউব ভালো লাগে আমার।
তার মধ্যে কচুরীপানা এবং ভেসে যাওয়া ইত্যাদি খুউব ভালো লাগে। আলহামদুলিল্লাহ।
আর আমি নদীর পাশে গেলে যখন শরীরে বাতাস লাগে তখন ভালোবাসার আধার আমার রব আল্লাহর কথাই মনে করি ভাবি চিন্তা করি।
ও প্রেমময় ভালোবাসার আধার হে মহান আরশের মালিক হে রব তুমি তোমার ভালোবাসায় এ মনটাকে হেদায়েতের নুর দিয়ে পূর্ণ করে দাও।
ও আমার আল্লাহ।
177784
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৪
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া ঐ হারিকেনটার মন খুউব খারাপ ওকে নিয়ে একটি কবিতা লিখেন প্লিজ দাবি করলাম ভাইয়ার কাছে।
আপনার কবিতায় হারিকেনের মন ভালো হয়ে যাবে।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
131067
সায়েম খান লিখেছেন : জানিনা পারব কিনা, তবে চেষ্টা করব ইনশাআল্লাহ্ ...
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৫
133122
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : লাভ ইউ মাই ডিয়ার রাহিক Love Struck Tongue Big Hug Big Hug
177874
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৭
আফরা লিখেছেন : বসে থাকেন ভুল ভাংলেই চলে আসবে ।ধন্যবাদ সুন্দর কবিতার জন্য ।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৩
131168
সায়েম খান লিখেছেন : ধন্যবাদ, কবিতাটি হৃদয় দিয়ে উপলব্ধি করবার জন্য। তবে সব কবিতাকে বাস্তব ভাবলে ভুল করবেন। আমার বেশিরভাগ কবিতাই ছন্দে ছন্দে গভীর আবেগে কল্পনার বহিঃপ্রকাশ ...।বিচারের দায়িত্ব আপনাদের।
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৮
133123
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : হা হা হা Big Grin Big Grin
দুষ্ট আফরামিণ Love Struck Tongue Big Grin আপনার কমেন্টটা পড়ে বেশ মজা পেলাম Love Struck Big Grin
২১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৪
133199
আফরা লিখেছেন : কেন ভাইয়া আমি কি ভুল বলেছি ?সুর্যের পাশে হারিকেন @
177974
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০০
স্বপ্নকন্যা লিখেছেন : সত্যিই অসাধারণ একটি কবিতা। একেবারে প্রতিষ্ঠিত কবিদের মতো লেখা। অনেক অনেক শুভকামনা রইলো।
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৩২
131365
সায়েম খান লিখেছেন : অনেক ধন্যবাদ কবিতার প্রশংসা করার জন্য। আপনার জন্যও শুভকামনা রইলো।
177989
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১২
শেখের পোলা লিখেছেন : চমৎকার! চালিয়ে যান৷
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৫১
131372
সায়েম খান লিখেছেন : আমার আঙ্গিনায় স্বাগতম। অনেক ধন্যবাদ।
১০
178031
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৮
ডাক্তার রিফাত লিখেছেন : বাহ বেশতো Happy
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪১
131666
সায়েম খান লিখেছেন : ধন্যবাদ, সেইসাথে আমার আঙ্গিনায় স্বাগতম।
১১
178144
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:০২
আলোর আভা লিখেছেন : প্রতীক্ষায় থাকা অনেক কঠিন একটা প্রহর মনে হয় একটা বছর ।ধন্যবাদ সুন্দর কবিতা ।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৯
132086
সায়েম খান লিখেছেন : কবি বলেছেন,
'কি যাতনা বিষে বুঝিবে সে কিসে
কভু আশীবিষে দংশেনি যারে '
তার মানে আপনি নিশ্চয়ই কারও জন্য এভাবে অপেক্ষা করেছিলেন, তাই এই কষ্টটা উপলব্ধি করতে পারছেন। ঠিক তো...?
১২
178309
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:২৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : সুন্দর কবিতা Rose
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:২৬
132246
সায়েম খান লিখেছেন : অনেক ধন্যবাদ।
১৩
180166
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খুব কষ্টে কবিতা Sad বিরহে ভরপূর Broken Heart তবে কবির প্রোমোশ্যান হচ্ছে দিন দিন Loser
২১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৯
133195
সায়েম খান লিখেছেন : একি? হারিকেন যে! আমি তো ভেবেছিলাম হারিকেন হরতাল পালন করছে ...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File