তোমাকে শ্রদ্ধা করি
লিখেছেন লিখেছেন বিন হারুন ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৩০:১১ সকাল
তুমি অন্যায় করো
আমি করি ক্ষমা,
হৃদয় উজাড় করে
ভালবাসতে চাইলেও
বিনিময় দাও যন্ত্রণা.
তুমি ভালবাস অহংকার
অহংকারই তোমার সাথি,
আমি ভালবাসি বিনয়
তাইতো অহংকার-বিনয়
বসবাস করি পাশা-পাশি.
আমি বিনয়ের আলো পেয়েছি
তোমার অহংকারে,
আমি ন্যায় শিখেছি
তোমার অন্যায়ের মাঝে
তাই তোমাকে শ্রদ্ধা করি
আমার গুরু ভেবে.
বিষয়: বিবিধ
১২৯৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন