✘ভাললাগা ও অসহায়ত্ব✘
লিখেছেন লিখেছেন সায়েম খান ২৩ জানুয়ারি, ২০১৪, ০৬:০১:৪০ সন্ধ্যা
১৬ ই ডিসেম্বর ২০০৩
দিনটি ছিল বিজয়ের দিন,
কুচকাওয়াজ আর শরীরচর্চা
দেখতে মাঠে গেলাম।
অনেকগুলি মুখের ভিড়ে
একটি মেয়ে আমাকে ঘিরে,
স্বপ্নজাল বুনছে তা
অনুভবে বুঝলাম।
জানলাম মন বলেছিল যা
একশত ভাগ সত্যি কথা
আসলেই সেই মেয়েটি আমায়
করেছে পছন্দ,
ব্যবহার নাকি খুব ভাল তার
দেখতেও নয় মন্দ।
বুঝি সে বড়ই একা...
আনন্দে সে দিশেহারা হয়
যদি পায় মোর দেখা,
আজকের এই কবিতা আমার
তারই উদ্দেশ্যে লেখা।
এই মনও তাকে পেতে চায়
কিন্তু ফ্যামিলি নেবেনা মেনে,
কি করে তাকে বাসবো ভাল
আমি এইকথা জেনে?
কষ্ট পেওনা সোমা ...
পারিনি তোমাকে করতে আপন
করে দিও মোরে ক্ষমা।
=•=•=•=•=•=•=•=•=•=•=•=
রচনাকাল: ১৯.১২.২০০৩ ইং।
বিষয়: সাহিত্য
১৪৩৭ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এত অভিমান!!!!!!
আমার অভিমান শব্দটা নাই বললেই চলে।
কিন্তু আমি যেনো কেমন কারো অভিমান সহ্য করতে পারিনা।
এবং কারো অভিমান ভাংতেও পারিনা।
মন্তব্য করতে লগইন করুন