ধন্যবাদ ব্লগার, প্রবাসী আব্দুল্লাহ শাহীন এবং গতকালের পোষ্টের প্রতিক্রিয়া

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২৩ জানুয়ারি, ২০১৪, ০৫:১৯:২১ বিকাল



ব্লগার আমরা সবাই একাকার Rose Good Luck লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন

আমার মত সাধারণ মানের একজন মানুষের জন্য আপনার প্রতিক্রিয়াটা বেশ বড় মাপের আমি দ্বায়িত্ব নিয়ে বলছি আমি আসলে অত বড় মাপের ব্লগার নই। সেই যোগ্যতাও নেই।

তাই যারা আপনার ব্লগে এসে আমার উপর তাদের রাগ ঝেড়েছে তাদের আচরণ আমাকে পুলকিত করেছে।

আমি বেশ আনন্দ পেয়েছি। তাদের আলাদা করে জবাব দিলাম না। সবাইকে অভিনন্দন দিলাম। বাশের কেল্লায় আমার রেশমা সংকান্ত পোষ্টিট প্রকাশ হবার পর প্রায় তিন হাজার কমেন্ট এসেছিল যার অর্ধেকেই গালি! আমাকে জামায়াত বলা হয়ে ছিল কেননা আমিই প্রথম রেসমা নাটক নিয়ে প্রমান সহ লিখ ছিলাম এই ব্লগে। যাই হোক পরে আমার সাংবাদিক বন্ধু মাহমুদা ডলি আমার দেশ পত্রিকায় একটা রির্পোট লিখে ছিল। যাইহোক।

আমার ব্লগে কারো কমেন্ট ডিলেট করার ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে কারণ আমি যাতে অপছন্দের কথা ডিলেট করতে পারি।

আমার ইসলাম জ্ঞান নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের জন্য আমার কিছুই যায় আসে না। কারণ আমি কি সেটা আমার স্রষ্টা জানে। তার কাছেই আমি জবাব দিবো।

আর আমি নিজের পয়সা খরচ করে ব্লগে আসি। তাই আমি অধিকার রাখি কোথায় কারে কমেন্ট দিবো। আমার ভালো না লাগলে কেন দিবো?

আমাকে যারা অহংঙ্কারী বলছেন তার জবাবে বলবো ভাই আমাকে কতটুকু জানেন? আপনার কত দিন আমাকে চিনেন? এই সব হাস্যকর অভিযোগ করাটা কি উচিৎ হয়েছে!!

তারপরো অনেক সময় ব্যস্ততার জন্য পড়েও কমেন্ট দিতে পারিনা। কেননা বাংলালায়ন কোং এই সাইট প্রায়ই ব্লক করে রাখে। তখন পক্সি দিয়ে ঢুকতে হয়

আর আমি ৬৫ বিঘা জমিন আর পাচ হাজার শ্রমিকের একটি গামেন্ট কারখানার ইউটিলিটি ব্যাবস্থাপক। একটি মেডিশিন শপ। ফ্যাশন হাউজ আর একটি প্রকাশনি দেখি। এত কিছুর পর সময় তেমন পাই না।

সবাই ভাল থাকুন। রাগ থাকলে ঝেড়ে ফেলুন। শুভ ব্লগিং

বিষয়: বিবিধ

১৩৮১ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166347
২৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৪
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৭
120454
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : আপনাকেও Good Luck
২৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
120504
লোকমান বিন ইউসুপ লিখেছেন : ব্লগারদের পক্ষ থেকে ভাবীরে একটা থ্রেড দিতে পারলে সময় পাওয়া যাইবে হয়ত।
২৩ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৪
120532
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : ভাই সময় দ্রুত বদলে যায়। রুটি রোজগারের জন্য অনেক কিছুতে ছাড় দিতে হয়

166350
২৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : কাউকে পুরোপুরি না চিনে না জেনে মন্তব্য করাটা ঠিক নয়। আপনার সম্পর্কে যে ভুল ধারণা পোষণ করে মন্তব্য দিয়েছে সে হয়তো ব্যক্তিগতভাবে আপনাকে চিনে না । তাই আমি মনে করি তাকে ক্ষমা করে দেওয়াই হবে উত্তম। আর যিনি মন্তব্য দিয়েছেন তাকেও বলবো জেনেশুনে বুঝে মন্তব্য করাটা বুদ্ধিমানের কাজ।
২৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
120506
লোকমান বিন ইউসুপ লিখেছেন : হুম। ব্লগ আসার পরে যারা ব্লগ জগতকে মাতিয়ে রেখেছিল ওবায়েদ ভাই তাদের একজন। আই স্যালিউট টু ওবায়েদ ভাই।
২৩ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৫
120534
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : আমি এক সময় খুব অভিমানি ছিলাম। এখন বয়স বাড়ছে। তাই এসব নিয়ে ভাবি না। ব্লগ আমাকে অনেক কিছু দিছে। অসাধারণ সব বন্ধু পেয়েছি। আপনার সহমর্মিতা ভালো লাগলো
166357
২৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৬
আবু ফারিহা লিখেছেন : আপনার আরো কিছু জানলাম। তাই ভাল লাগলো। ধন্যবাদ।
২৩ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৬
120536
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : আপনার কেমন্ট ও আমার ভাল লাগলো। যদি ও আজ থেকে বাংলাদেশে এই সাইট বন্ধ
166368
২৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
মোঃজুলফিকার আলী লিখেছেন : এম ওবায়দুর রহমান ভাই। কে কি বলেছে। এ সব নিয়ে মাথা না ঘামানোই উচিত। আপনি এগিয়ে আছেন.।এগিয়ে যান। এটাই কামনা। ধন্যবাদ।
২৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
120507
লোকমান বিন ইউসুপ লিখেছেন : ওবায়েদ ভাই জিন্দাবাদ
নিন্দুকেরা চুপবাদ।
২৩ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৭
120537
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : অনেক ভালো লাগলো ভাই। আমার জন্য দোয়া করবেন । আল্লাহ যেন সৎ পথে আর সত্য লিখতে সামর্থ্য দেয়।
166379
২৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ ,ব্লগে আমরা যারা আছি সবাই কিন্তু ভালো লেখক নয় তবে লিখার চেষ্টা করে সবাই। ভালো লেখক নেই বলে আপনি ব্লগে আসেন না সেটা কেমন লেগেছে তাই আমি লিখাটি লিখেছে।
২৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২১
120509
লোকমান বিন ইউসুপ লিখেছেন : ডাঃ লুৎফর রহমানের শিক্ষা বেশী ছিলনা। বহুত জাতীয় পত্রিকার সম্পাদক আছেন নন মেট্রিক। মাওলানা মওদুদী রঃ এর সার্টিফিকেট বেশী ছিলনা। রাসুল সাঃ এর কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিলনা। নজরুলের অনেক শিক্ষা ছিলনা।

সুতরাং শিক্ষা মানে সার্টিফিকেট নয়। পড়তে থাকুন অনেক অনেক । ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অনেক বড় করবে। কুরআন পড়ুন কুরআন বুঝুন আলকুরআনের সমাজ গড়ুন।
২৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
120511
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : লোকমান বিন ইউসুপ ভাই দুয়া করবেন ।
২৩ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৯
120538
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : শফিক রেহমান আমাদের এখন বলে দিছে তার পত্রিকায় যেন আমরা না লিখি। কারণ তিনি নবীনদের সুযোগ দিতে চান। আপনারা অবশ্যই একদিন আরো ভাল লিখবেন। যেকোন সময় যে কোন ব্যাপারে ডাকলে পাশে পাবেন ভাই। যতটুকু জানি সহযোগীতা করবো
166397
২৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
সিকদারর লিখেছেন : আপনার ঐ পোষ্ট আমি পড়েছিলাম । প্রথমে আমিও কিছুটা হতবাক হয়ে গিয়েছিলাম !!! পড়ে আমি মন্তব্য করা থেকে বিরত থাকলাম। কারন আপনার সাথে ব্লগে বা বাইরে ব্যাক্তিগত পরিচয় না থাকলেও কেন জানি মনে হয়েছে পোষ্টের সাথে আপনি মানুষটার কোথায় যেন মিলছে না। যাই হোক একটা পোষ্ট দিয়ে সম্পূর্ন একটা মানুষকে বিচার করাটা বোকামী । তাই আপনার মত গুনি ব্লগারদের পদচারনায় ব্লগ পাড়া আবার সরব হয়ে উঠুক এই কামনায় আপনাকে শুভেছ্ছা ও স্বাগতম।
২৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
120524
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকুন ভাই
166447
২৩ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমার প্রিয় ব্লগারদের একজন হচ্ছেন আপনি ভাইয়া, আপনাদের অনুপ্যেরনায় ব্লগে আসা, এবং আজও ব্লগের সাথে আছি, ভাইয়া কোন চিন্তা করবেন না, রতনে রতন, যারা আপনার লেখা নিয়মিত পড়ে তারা জানে আপনার সম্পর্কে জানে।
২৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৪
120825
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : অনেক ধন্যবাদ
166642
২৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৫৯
সাইদ লিখেছেন : ব্লগ আসলে বন্ধুতের জায়গা।বিভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক।আল্লাহ যেনো আপনাকে ভালো ভালো লেখার তৌফিক দেন.
২৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৫
120826
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : অনেক ধন্যবাদ
274971
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০২
অজানা পথিক লিখেছেন : শুভ ব্লগিং
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫১
219625
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File