=o তুমি বড় পাষাণী o=
লিখেছেন লিখেছেন সায়েম খান ২০ জানুয়ারি, ২০১৪, ০৫:২৮:০৭ বিকাল
কতটা পানি ঝড়েছে শুধু
আমার দু'চোখ বেয়ে
দেখিনি আমি তা মেপে,
তবে আকাশ দেখেছে
পাথর দেখেছে
তারাও উঠেছে কেঁপে।
কতটা আঘাত সয়েছে আমার
ছোট্ট এই হৃদয়...
আমার নেই তা জানা,
তবে অনেক মায়াবীর
চোখের জলও
তা দেখে মানেনি মানা।
কতটা শোকে আজকে আমি
হয়েছি কঠিন পাথর,
তুলবোনা সেইকথা ...
তবে অনেক সীমার
আমার কষ্টে
পেয়েছে কঠিন ব্যথা।
এতটা নিষ্ঠুর প্রেয়সী তুমি
গলেনা তোমার মন
শুধু এটাই আমি জানি,
তবে তোমার কথা
সকলে বলেছে
তুমি বড় পাষাণী।
বিষয়: সাহিত্য
১৬২০ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার সবিতা
হৃদয় ভাঙার গান
কবি সায়েম খান।
ওরা থাক ওদের ছলনা নিয়ে, আমাদের এগিয়ে যেতে হবে নতুন ললনার দিকে ...
তবে রাহবার যেটা বলেছে, তা সত্যই।
তোমার জন্যে মিছেমিছি রাত জাগিনা ,
এখন তোমার জন্য আমার কোন সময় নেই
এখন আমি ভালবাসি শুধু আমাকেই ...।
সব প্রেমিকের উচিৎ হবে পাষাণীদের উদ্দেশ্যে এই গান গাওয়া। ঠিক তো?
মন্তব্য করতে লগইন করুন