*প্রত্যাশার প্রহর! *
লিখেছেন লিখেছেন জোছনার আলো ২০ জানুয়ারি, ২০১৪, ০৫:১৩:১২ বিকাল
চা৺দর গায়ে জড়িয়ে ব্যালকনীতে বসে আছে প্রত্যাশা। হাতে এককাপ ধোয়া ছড়ানো কফি। গভীর রাতের পাখিরা সব ঘুমে বিভোর। সুদুর বিস্তৃত চা বাগানের সবুজ কচি পাতাগুলোও ঘুম কাতরে পড়ে আছে। মহুয়া বনের জোনাকীরাও বেতাল ঘুমের সাথে তাল মিলিয়ে ঘুমিয়ে পরেছে।ঝি ঝি পোকার ডাক শোনা যাচ্ছে না কোথাও । নীলাভ আকাশের গায়ে দু'একটি তারা দেখা যাচ্ছে।
শুধু প্রত্যাশা জেগে আছে।সাথে জেগে আছে ওর মনে লুকানো অভিমানে এক বিশাল পাহাড়।যার কিছুটা গড়িয়ে পরছে প্রত্যাশার কপোলে বিন্দু বিন্দু জলকনা হয়ে। কফির কাপ থেকে ধোয়াগুলো মিশে যাচ্ছে রাতের নিস্তব্ধতায়।
কোনো দিকেই ওর খেয়াল নেই।হাতের কফি ঠান্ডা হয়ে বরফ হবার পথে। শীতের ঝিরিঝিরি হাওয়া ওর সামনের অবাধ্য চুলগুলোকে বারেবার দোলা দিয়ে যাচ্ছে।
প্রত্যাশার বারবার মনে পড়ছে ওদের বাড়ির ছোট্ট উঠোনটির কথা। যার বুকে ছোট ছোট পা'য়ে হাটিহাটি করে ঘুরে বেড়াতো সারা বেলা। কখনো মামণির হাত ধরে,কখনো বাবার হাত ধরে, কখনোবা ভাইয়ার হাত ধরে।
উঠনের পাশেই বেলী ফুল,গা৺দা ফুল,গোলাপ ফুল, ছোট ঘাস ফুলের ছোট্ট বাগানটাকে।যেটা বড় আপুর পরম যত্নে দিনকে দিন আরো চির যৌবনা হয়ে উঠছিলো।
পুকুরপাড়ে মাছের লুকোচুরি খেলা,বটের ছায়ায় সবাই মিলে পুতুল খেলা,সকালের স্নিগ্ধ আলোয় কোরআন শিখতে যাওয়া,স্কুল ব্যাগ কাধে দু'টি ঝুটি করে মেঠো পথে ছুটে বেড়ানর দিনগুলো যে কি করে পেড়িয়ে গেলো!
এরপর সবার বন্ধন ছিন্ন করে কলেজ জীবনে পা দেয়া।নতুন স্থান,নতুন বন্ধন, নতুন পরিবেশ।সবই আবার নতুন গড়ে উঠলো।হোস্টেলের বারান্দা ,জানালার কা৺চ,খাবার টেবিল সবই কি যে আপন হয়ে উঠেছিলো। বছর দু' না পেরুতেই আবার সেগুলো ছাড়তে হলো।
মহাবিদ্যালয়ের পথে পা বাড়াতে হলো এবার প্রত্যাশাকে। ক্যাম্পাস চত্বর,বইয়ের পাতা,টিচারের বকুনী, চায়ের কাপ,পাকোড়ার দোকান,বিকেলের আড্ডা সবাইকেই আপন করে নিলো সে। ভালোই তো চলছিলো দিনগুলো।
আবারো ঘটলো তাঁর ছন্দ-পতন। আজ বাবার ফোন পেয়েই প্রত্যাশার অবুঝ মনে অভিমানী ঝড়গুলো দুমরে-মোচকে দিচ্ছে ওকে।
কিছুদিন পড়েই অন্যের বাড়ির বধুয়া হয়ে আপন করে নিতে হবে কিছু অচেনা-অজানা মানুষকে। শোবার রুমটা ভাগাভাগি করে নিতে হবে এক নতুন জীবন সাথীর সাথে। কেমন হবে মানুষগুলো ভাবতেই এলোমেলো হয়ে যাচ্ছে । আপনজন ছেড়ে যাবার ভাবনাগুলো অগোছালো করে দিচ্ছে প্রত্যাশার প্রত্যাশিত স্বপ্নের প্রহর!
বিষয়: বিবিধ
১৮০৮ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো থাকবেন!
মেয়ে থেকে মা হওয়া...
আবার আপনজনকে দুরে পাঠানর আয়োজনে উঠেপড়ে লাগা...
এইতো যাযাবর জীবন
তবুও অভিমান হয় এই নিয়মের প্রতি । ভালো থাকবেন।
প্রত্যাশিত সেপ্নের মাঝে মুখ লুকাই।
দোয়া করো আপুমনি প্রত্যাশার জন্য
হতে যেনো পারে এমন অমুল্য
যাকে পেয়ে মনের সাথী হবে ধন্য
বাহ, কি ফিলসফার মার্কা কথাবার্তা বলে ফেললাম!
আপুটার জন্য দু’আ রইল
ফিলসফার রা ফিলসফি টাইপের কথা বলবে না তো কি আমি বলবো।
কিভাবে এই পোষ্ট আমাকে ফাঁকি দিলো?
মন্তব্য করতে লগইন করুন