* আগে কি সুন্দর দিন কাটাইতাম .....*

লিখেছেন লিখেছেন জোছনার আলো ২১ ডিসেম্বর, ২০১৩, ০৪:৫৯:২৬ বিকাল



ছোট বেলাতেই ভালো ছিলাম।সারা এলাকা জুড়ে টই টই করে ঘুরে বেড়াতাম।নির্বাচন কে ঘিরে গ্রামে টানটান উত্তেজনা। রাস্তা-ঘাট, চায়ের দোকান সব জায়গাতেই প্রার্থীদের পোষ্টার । মাইকের আওয়াজের কান ঝালা-পালা । চায়ের দোকানে চা বিস্কুট খাওয়ার ধুম! আর আমরা কাজিনরা মিলে অযথাই স্লোগান দেই 'তোমার ভাই আমার ভাই..... ভাই ......ভাই। ......ভাইয়ের মার্কা........ মার্কা ।....... মার্কায় দিলে ভোট , শান্তি পাবে দেশের লোক। অমুক ভাইয়ের চরিত্র , ফুলের মত পবিত্র । প্রার্থিরা ভোট চাইতে বাসায় আসতো। কি অনুনয় করেই না ভোট দেয়ার জন্য বলতো।তাদের আপ্যায়ন করা হতো। ভোট শেষে তাদের দেখা নাই।

তাদের দেখা পাই আর না পাই, আমাদের শিশু মনে নির্বাচন মানেই ছিলো আনন্দের আরেকটি প্রধান উৎস। নৌকা,ধানের শিষ, লাঙ্গল, দাড়িপাল্লা কে জিতবে এসব নিয়ে আমাদের মাথা ব্যথা ছিলো না। নির্বাচন মানেই আনন্দ ব্যস।

আর এখন? হাতে গোনা মাত্র ক'টা দিন পরেই নির্বাচন। কতো স্বপ্ন ছিলো জীবনের প্রথম ভোট টা ভেবে চিন্তে দিবো। সে আশা গুড়েবালি। আমাদের বাসার বাচ্চারা আমার মুখে নির্বাচনের কাহিনী শুনে কত্তো আশায় ছিলো।এবার গ্রামে যাবো, ভোট দিবো। শেষ, সব শেষ।

মনে মনে তাই গাইতেছি,আর দীর্ঘশ্বাস ছাড়তেছি ''আগে কি সুন্দর দিন কাটাইতাম ........।''

বিষয়: বিবিধ

২৪৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File