হে পথিক! তুমি কি অমর?

লিখেছেন লিখেছেন জোছনার আলো ০৮ জুলাই, ২০১৪, ০৩:২২:০৯ দুপুর



অকাজের আবরণে,

শুধু দুনিয়ার স্বপ্ন বুনে,

অবহেলায় কাটিয়ে বেলা

খেলাঘরে করে খেলা।

শিশির নিশি চোখে

পৃথিবীর মায়া দেখে,

কেটে যায় জীবন ঘড়ি

মায়াবী মোহে পরি।

কিন্তু আর কতদূর?

বেজে উঠলো সে সুর!

ডেকে যায় বারেবারে

এসো এবার নীড়ে ফিরে।

কীসের নেশায় এ ছুটে চলা

কীসের আশায় এ রঙ্গিন ডানা মেলা?

শুধাই তোমায়,কোথায় তোমার ঘর?

হে পথিক, তুমি কি অমর?

নেই কি জবাব?তবে কেনো চুপ?

অসহায়ের সুর শুনছো কি খুব?

শুনো,মাটিতে কান পেতে,

হবে তোমায় এবার সেথায় যেতে।

পাচ্ছো শুনতে,হাজারো রুদ্ধ কান্নার গোঙ্গানী?

নেই সেথায় কোনো সান্তনার সঙ্গিনী।

পৃথিবীর পথিক, আজ থমকে যাবে জীবন তরী

অনন্ত পথের পথিক হবার জন্য এবার হও তৈরী।

একী!তোমার চোখ বেদনায়-বিধুর!

তুমি শুননি কখনো মিনারের সুর?

রাত শেষে আসবে অনন্ত রঙ্গিন দিন

এখনো কি পাওনি সময় হতে বিশ্বাসে বিলীন!

অনেক তো ভিজেছো রঙ্গিন জলে

এবার ডুবে দেখ অতলান্তিক অতলে।

করেছো যে মোহের আগুনের পাহাড়,

এবার তোমায় দিতে হবে পার।

ভয় পেয়েছো?কাঁদছ মৃত্যু ভয়ে?

করনি খেয়াল যে সময় যাচ্ছিলো বয়ে!

চেয়ে দেখো,ঐ নীলাকাশ,আর ছুট্ট ঘাস ফুল

মৃত্যুর শীতল স্পর্শ পেতে কেমন ব্যকুল।

ওরা জানে ওদের জন্ম শুধু ইবাদতের জন্যে

তাই ওরা ছুটে গিয়ে বাঁধেনি ঘর মহা শুন্যে।

মরুর ঝিকিমিকি মরিচায় বেধেছো তুমি বালুচর

এবার অন্ধকার মাটির অতলাচলে হবে তোমার ঘর।

বিষয়: বিবিধ

১৬৮৮ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242883
০৮ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩৩
আফরা লিখেছেন : অন্ধকার মাটির ঘরে একদিন যেতেই হবে । আমরা যেন দুনিয়া থেকে আমাদের কর্ম দিয়ে আলো নিয়ে যেতে পারি অন্ধকার সেই ঘরের জন্য ।
০৮ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪২
188605
জোছনার আলো লিখেছেন : আমীন! Happy Praying
242884
০৮ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩৯
নীল জোছনা লিখেছেন : সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ
০৮ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪৩
188606
জোছনার আলো লিখেছেন : আপনাকেও ধন্যবাদ নীল জোছনা Happy
242899
০৮ জুলাই ২০১৪ বিকাল ০৪:৪২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৯ জুলাই ২০১৪ সকাল ০৯:৪৯
188801
জোছনার আলো লিখেছেন : শুকরিয়া Happy
242926
০৮ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫৮
সন্ধাতারা লিখেছেন : Wonderful writing apuni... Plz continue. Ramjanul Mubarak.
০৯ জুলাই ২০১৪ সকাল ০৯:৫০
188802
জোছনার আলো লিখেছেন : ধন্যবাদ Happy আপনাকেও রমজানের অনেক অনেক শুভ কামনা রইলো। Happy
243045
০৯ জুলাই ২০১৪ রাত ০৪:৫৪
ভিশু লিখেছেন : অসাধারণ! মৃত্যু-চিন্তা এবং ভয়ের পাশাপাশি জীবনকে গুছিয়ে নেয়া, সাফল্যের কামনা নিয়ে, করুণা-প্রাপ্তির বাসনা নিয়ে - সামনে ছুটে চলার উদাত্ত আহবান! দারুণ!
অনেকদিন পর মনে পড়লো আমাদের?! যাক, তবুও শুকরিয়া অনেক ওন্নেক! ভালো থাকবেন! জাযাকাল্লাহ খাইরান!
০৯ জুলাই ২০১৪ সকাল ০৯:৫১
188803
জোছনার আলো লিখেছেন : আপনাকেও ওন্নেক ওন্নেক ধন্যবাদ ভিশুদা। Happy
262897
০৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৮
সায়িদ মাহমুদ লিখেছেন : ওয়াও ওয়াও, পরকালের কথা গুলো এত স্মোথলি স্মরণ করাইদিচ্ছেন এখানে কোন খুত নাই, আমিতো এখনি জীবনের ব্যলেন্সশিট তৈরি করতে শুরুকরে দিয়েছি ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File