হে পথিক! তুমি কি অমর?
লিখেছেন লিখেছেন জোছনার আলো ০৮ জুলাই, ২০১৪, ০৩:২২:০৯ দুপুর
অকাজের আবরণে,
শুধু দুনিয়ার স্বপ্ন বুনে,
অবহেলায় কাটিয়ে বেলা
খেলাঘরে করে খেলা।
শিশির নিশি চোখে
পৃথিবীর মায়া দেখে,
কেটে যায় জীবন ঘড়ি
মায়াবী মোহে পরি।
কিন্তু আর কতদূর?
বেজে উঠলো সে সুর!
ডেকে যায় বারেবারে
এসো এবার নীড়ে ফিরে।
কীসের নেশায় এ ছুটে চলা
কীসের আশায় এ রঙ্গিন ডানা মেলা?
শুধাই তোমায়,কোথায় তোমার ঘর?
হে পথিক, তুমি কি অমর?
নেই কি জবাব?তবে কেনো চুপ?
অসহায়ের সুর শুনছো কি খুব?
শুনো,মাটিতে কান পেতে,
হবে তোমায় এবার সেথায় যেতে।
পাচ্ছো শুনতে,হাজারো রুদ্ধ কান্নার গোঙ্গানী?
নেই সেথায় কোনো সান্তনার সঙ্গিনী।
পৃথিবীর পথিক, আজ থমকে যাবে জীবন তরী
অনন্ত পথের পথিক হবার জন্য এবার হও তৈরী।
একী!তোমার চোখ বেদনায়-বিধুর!
তুমি শুননি কখনো মিনারের সুর?
রাত শেষে আসবে অনন্ত রঙ্গিন দিন
এখনো কি পাওনি সময় হতে বিশ্বাসে বিলীন!
অনেক তো ভিজেছো রঙ্গিন জলে
এবার ডুবে দেখ অতলান্তিক অতলে।
করেছো যে মোহের আগুনের পাহাড়,
এবার তোমায় দিতে হবে পার।
ভয় পেয়েছো?কাঁদছ মৃত্যু ভয়ে?
করনি খেয়াল যে সময় যাচ্ছিলো বয়ে!
চেয়ে দেখো,ঐ নীলাকাশ,আর ছুট্ট ঘাস ফুল
মৃত্যুর শীতল স্পর্শ পেতে কেমন ব্যকুল।
ওরা জানে ওদের জন্ম শুধু ইবাদতের জন্যে
তাই ওরা ছুটে গিয়ে বাঁধেনি ঘর মহা শুন্যে।
মরুর ঝিকিমিকি মরিচায় বেধেছো তুমি বালুচর
এবার অন্ধকার মাটির অতলাচলে হবে তোমার ঘর।
বিষয়: বিবিধ
১৬৮৮ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেকদিন পর মনে পড়লো আমাদের?! যাক, তবুও শুকরিয়া অনেক ওন্নেক! ভালো থাকবেন! জাযাকাল্লাহ খাইরান!
মন্তব্য করতে লগইন করুন