মেঘ-বৃষ্টি
লিখেছেন লিখেছেন জোছনার আলো ২৮ মে, ২০১৪, ০৬:১১:৫৭ সন্ধ্যা
টিপটিপ বৃষ্টি টিনের চালে,নাচছে তা থৈ থৈ
উঠোন জুড়ে জলের নাচন পদ্ম দিঘীর জল অথৈ।
কদম তলায় খুকীর নাচন সাথে তাহার সই,
ছোটন ছোটে পুকুড় ধারে করে হৈ চৈ।
মেঘ গুড়গুড় মেঘের বাড়ি ,হাড়িয়া মেঘের দল
কয় না কথা ,শুনেনা মানা ঝরায় আঁখি জল।
দমকা হাওয়া ছুটছে ঐ হারিয়ে দিক বে-দিক
জল কণার সাথে মিশে বালু করছে ঝিকমিক।
নৌকো নিয়ে নবীন মাঝি যাচ্ছে দুরের পথ
হাওয়ার তালে ঢেউয়ের মাঝে,বইছে জলের রথ।
বিলের ধারে হাঁসের ছানা করছে ডাকাডাকি
ছোট্ট খুকী ছোট্টছে সেথায় পাতায় মাথা ঢাকি।
মেঘের বাড়ি ছুটলো মেঘ থামলো জলের ধারা
তাই না দেখে সুঁর্যিমামা আনন্দে আত্মহারা।
অবুঝ বালিকার চোখে শুধু মেঘের বাড়ি ভাসে
সুঁর্যের আড়ালে মেঘটা যে তাই মিটমিটিয়ে হাসে।
বিষয়: বিবিধ
২৩৫৯ বার পঠিত, ৪৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বেশি ভিজবেন না, সর্দি লাগবে কিন্তু!
কবিতা অনেক সুন্দর হয়েছে
মন চায় মন চায়
যেদিকে চোখ যায়
সেখানে যাবো হারিয়ে
হারিকেন দিয়ে আমার সূর্য্যি (হারিকেন)খালামনি আপনাকে খোজ করছিলো
ধন্যবাদ আরো চাই।
রাহ'বার ভাইয়া ,হারিকেন আপু আরো দু'তিন জনের ঝগড়ার মাথামুন্ড কিচ্ছু বুঝি না ।
কবিতা অনেক সুন্দর হয়েছে।
ভাল লাগল । শুভেচ্ছা নিবেন-
সুন্দর সুন্দর সুন্দর হয়েছে লেখা
এখন টিনের চালের বৃষ্টির শব্দ যায় নাতো দেখা,
দালান-কোটায় ছেয়ে গেছে চারদিক
বিলের ধারে হাঁসের ছানাও হাসে না ফিক ফিক!
বাঙালি নারী দিয়েছে তোকে প্রান, তার মন আনন্দে"
আর পারিনা।
কবিতাটা
মন্তব্য করতে লগইন করুন