বাঁচিবার সাধ নাহি জাগে
লিখেছেন লিখেছেন সায়েম খান ১৪ জানুয়ারি, ২০১৪, ১০:২০:৩০ সকাল
বাঁচিবার সাধ নাহি জাগে আজি
এই ধরণীর পরে,
কি সুখে বাঁচিব?
একবিন্দুও সুখ নাই মোর ঘরে।
একটি কথাই বারেবারে আজি
জানিতে ইচ্ছে হয়,
হৃদয় যখন দিয়াছ বিধি
কেন ভাঙ্গো সে হৃদয়?
চলিতে চলিতে ক্লান্ত হইয়া
হইয়াছি পথহারা,
বাকি পথ পাড়ি কি করিয়া দিব
দয়াল তোমায় ছাড়া...?
জীবন জুড়িয়া দেখিয়াছি শুধু
বেঈমান প্রতারক,
কাছেতে আসিয়া শান্তনা কভূ
দেয়নাই কোন লোক।
বিতৃষ্ণা যে জীবনে আমার
আসিয়া গিয়াছে বিধি,
বাঁচিবার সাধ কি করিয়া জাগে
সুখ না থাকে যদি...?
বিষয়: সাহিত্য
১১৯৪ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান আল্লাহ বাদে অন্য কোথাও সুখ খোজ করলে সেখানে শুধুই দুঃখ আর দুঃখ।
এগিয়ে চলুন বিরহের কবিতা নিয়ে ..........
জন্য একটি মাত্র একটি কবিতা চাহিতেছি...... কাউকে এখনো বিয়ে প্রতিযোগীতায় কবিতা লিখতে দেখিনাই।
সেই দুনিয়া নাই...
চেয়েছিলাম
দুঃখ-কষ্ট থেকে অব্যাহতি।
অথচ; কি দুর্ভাগ্য আমার,
দুঃখই হলো শেষ পরিণতি।
মন্তব্য করতে লগইন করুন