কষ্টের সমীকরণ
লিখেছেন লিখেছেন সায়েম খান ২১ নভেম্বর, ২০১৩, ০৮:০১:০৫ রাত
হে সাগর...
কত ব্যথা তোমার বুকে?
বেদনার রঙে
কেন রাঙিয়েছ নিজেকে?
কেন হয়ে গেছ নীল?
বড় বড় ঢেউগুলো গর্জন করে
আছড়ে পড়ে তোমার তীরে,
তা কি তোমার বুকফাঁটা আর্তনাদ?
তোমার বুকে যে শেওলা জমে
তা কি তোমার সুখ নাকি বিষাদ?
হে সুবিশাল আকাশ...
তুমি কেন নীল?
আমার জীবনের সাথে কি
তোমারও রয়েছে মিল?
ছেড়া ছেড়া মেঘগুলোর
বিরামহীন ছুটে চলা,
তা কি তোমার সুখের চিহ্ন,
নাকি কষ্টের আলপনা?
ধরণীর বুকে মাথা উচুঁ করে
দাড়িয়ে থাকা হে পাহাড়,
বলো আমাকে সত্যি করে
কি ব্যথা রয়েছে বুকে তোমার?
কেন তুমি ঝর্ণা ঝড়াও
তোমার বুকের মধ্যি থেকে?
সত্যিই একি তোমার কান্না,
নাকি সাজাও প্রকৃতিকে?
হে সাগর... তোমার সব জল,
হে আকাশ... তোমার বিশালতা,
হে পাহাড়...
তোমার ঝর্ণাবেশী ক্রন্দন,
এর কোনটাই
আমার কষ্টের সমতূল্য না।
তবুও তোমাদের নিয়ে
হয়েছে কত কাব্য,
কত সাহিত্য রচনা।
কিন্তু আমি এমনই এক হতভাগা
যার কষ্ট কখনও কেউ বোঝেনা।
----------------------------------------
রচনাকাল: ১৫/০৪/২০০৯ ইং।
=°°=°°=°°=°°=°°=°°=°°=°°=
বিষয়: সাহিত্য
১৩৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন