বিয়া করতাম, সবাই পাত্রী দেখেন।

লিখেছেন লিখেছেন খালেদ সাইফুল্লাহ ২১ নভেম্বর, ২০১৩, ০৮:২০:৪৪ রাত

হায় হায়! এখন কি করি? আফসোসে আমার

চুল ছিড়তে ইচ্ছা করছে। বিরাট

একটা সুযোগ মিস করলাম। কেন

আমি রংপুরে থাকলাম? কেন

আমি ঢাকায় থাকলাম না?

ঢাকার সমস্ত ব্যাচেলরদের সাত দিনের

ভিতরে ঢাকা ত্যাগ করতে আদেশ

দিয়েছে হাসিনা। ঢাকায় থাকলে এই

সুযোগে বাড়ি বলে কয়ে একটা বিয়ে করে ফেলতাম।

ইস..স....স

দোয়া করি এই আইন যেন রংপুরেও চালু হয়।

সেই আশাই বুক বেধে থাকলাম।

জয় বাংলা,

বিয়ে করে বউ সামলা।

বিষয়: রাজনীতি

১৪১০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371699
১১ জুন ২০১৬ দুপুর ০২:০০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File