"ডাক"
লিখেছেন লিখেছেন খালেদ সাইফুল্লাহ ২১ এপ্রিল, ২০১৪, ০৮:৩২:৫২ রাত
নয়া জামানার এসেছে ডাক
জাগরে প্রাণ, ভাঙাও ঘুম,
দেখরে নাবিক দিচ্ছে ডাক
কাপছে আকাশ কাপছে ভুম ।
সুপ্ত বাসি লুপ্ত প্রাণ
উঠিস যদি আবার জেগে,
উঠাও নিশান দে আজান
জোরছে জীবন জোরছে রেগে ।
জঙ্গী যুবক হও আগুয়ান
কন্ঠে তোল হায়দারী হাক,
বাচাও ধরা, বাচাও মান
জড়তা সব যাক মুছে যাক ।
নবীন যুবা ভাঙরে গরাদ
হাতে হাত, কাধেতে কাধ,
দেখরে ওরা গুনছে প্রমাদ
কাপছে বাতিল রাজপ্রাসাদ ।
করতে আজ বন্দী মুক্তি
ভাঙরে যত জেলের তালা,
আসুক শত বাধা বিপত্তি
পড়বে গলায় ফুলের মালা ।
বিষয়: সাহিত্য
১১৮৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন