তিস্তা অভিমুখে বি এন পির লং মার্চ কে স্বাগত জানাই
লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তক্ষরণ ০ ২১ এপ্রিল, ২০১৪, ০৮:৪০:০৬ রাত
বাংলাদেশের কম বেশ প্রত্যেকটি দল তাদের নিজ নিজ স্বার্থ কেন্দ্রিক আন্দোলন করে থাকে। আপামর জনগনের জন্য খুব কম দল আন্দোলন করে। নিজদের স্বার্থে যখন তখন আন্দোলনে ঝাপিয়ে পড়ে, সাধারণ মানুষের অধিকার, দাবী দাওয়া নিয়ে কিছু জ্বালাময়ী বক্তৃতা বিবৃতি দেয়াতে সীমাবদ্ধ থাকে। এই বৃত্ত থেকে রাজনৈতিক দল বেরিয়ে আসা উচিত।
নাম কা ওয়াস্তা কিছু দল, যেমন- বাম পন্থী সঙ্গঠন গুলো সাধারণ জনগনের সাথে সম্পৃক্ত ইস্যু গুলো নিয়ে সবসময় সোচ্চার থাকে। যদিও তাদের উদ্দেশ্য মোটেও ভাল নয়। মানুষের দুর্বল জায়গায় প্রবেশ করে জনকল্যান মুখী আন্দোলনের নামে বিপথ গামী করার কৌশল মাত্র। বিশ্ববিদ্যালয় নতুন এসে অনেকেই না বুঝে তাদের সুন্দর সুন্দর আশার বাণী শোনে মুগ্ধ হয়ে তাদের সাথে মিশে যায়। কেও তাদের দূরবিসন্ধি বুঝতে পেরে ফিরে আসে আর কেও চিরতরে হারিয়ে যায়।
অপরাজেও বাংলার পাদদেশে আট দশ লোক দাঁড়িয়ে ভে ভে করলে পত্রিকায় ফলাও করে ছাপানো হয়, বিশাল সমাবেশ! আসলে আমরাতো জানি কত বড় সমাবেশ! যাই হোক তারা যদি আট দশ লোক দিয়ে বিশাল সমাবেশ করতে পারে, বড়ো রাজনৈতিক দল গুলো কি পারেনা তার চেয়ে লক্ষ কোটি গুন বড় সমাবেশ করতে, যাতে নিজেদের রাজনৈতিক বিষয়গুলো যেমন থাকবে, তেমনি সমানভাবে সাধারণ জনগনের সাথে সম্পৃক্ত বিষয়গুলো থাকবে? অবশ্যই পারে। তার জন্য দরকার শুধু আন্তরিকতা আর আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসা।
যদি তা করা যায় তাহলে আন্দোলনে জনগনের সম্পৃক্ততা বাড়বে, যা এখন দেখা যায়না, কর্মসুচী দেয়া হয় কিন্তু ময়দানে লোক থাকেনা। কেন থাকবে? মানুষ বুঝে গেছে, তাদের প্রয়োজন আন্দোলনের সময়, আন্দোলন সফল হলে সফলতার একশভাগ ভাগীদার হবে নেতা খেতা গন, আর সাধারণের ভাগ্যে ছিটে ফোটাও ঝুটবেনা।
আশা করি রাজনৈতিক দল এই সহজ সত্য গুলো অনুধাবন করবে।
বিষয়: বিবিধ
১১১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন