মরণ ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত 'নাজিফা'র পাশে এবার মিডিয়া

লিখেছেন লিখেছেন নীলসালু ২১ এপ্রিল, ২০১৪, ০৯:০৫:৩৭ রাত

অবশেষে, ইনকিলাব, নয়া দিগন্ত ও একুশে টিভির (ETV) রিপোর্টার ব্লাড ক্যান্সারে আক্রান্ত 'নাজিফা'র বাসায়!!!



ব্লাড ক্যান্সারের থাবার শিকার নাজিফা

হ্যাঁ,

পেরেছি নাজিফার বিষয়টিকে মিডিয়া পর্যন্ত পৌঁছাতে।

কাল সকাল ১১ টার দিকে ফেসবুকে নাজিফার ব্যাপারে পোস্ট দেওয়ার পর বেশ কয়টি অনলাইন নিউজের রিপোর্টার এবং টিভি রিপোর্টার আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে নাজিফার ব্যাপারে। আমি তাদের বিষয়টি অবহিত করি। তারই ধারাবাহিকতায় আজ নাজিফা বিষয়ে রিপোর্ট করতে নাজিফার বাসায় গেছেন ETV রিপোর্টার। রিপোর্টটি প্রচারের সময় পরবর্তিতে জানানো হবে।

নাম :- নাজিফা আক্তার

বয়স :- ৮

ক্লাশ :- ৩য় পড়ুয়া

বাবা :- আবুল হোসেন শাহিন (মাদক আসক্ত)

মা :- নাজিরা বেগম (গৃহিণী)

দাদা :- আমিনুল হক

ফোন: 01670291092 (দাদা)

২১৬/সি ব্লক, খিলগাঁও-১২১৯, ঢাকা

খুব দরিদ্র ঘরের বাচ্চা মেয়েটির মরণ ব্যাধি ব্লাড ক্যান্সার ঘায়েল করেছে। মেয়েটি এখন পিজি হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ড: আতিকুল ইসলামের আওতাধীন রয়েছে। ডাক্তার বলেছে যথা সময় চিকিৎসা করতে পারলে নাজিফা আবার স্কুলে যেতে পারবে।

কিন্তু চিকিৎসার জন্য ৮ লক্ষ টাকা প্রয়োজন হলেও তাদের সাধ্য নেই। কোনো ভাবে জমিজমা বিক্রি করে মাত্র ২.৫ লক্ষ টাকা জোগার হয়েছে। আরো দরকার প্রায় ৬ লক্ষ টাকা।

আর তাই আমরা নেমেছি ছোট্ট নাজিফাকে বাচানোর যুদ্ধে!!!

আপনিও চাইলে এই যুদ্ধে সামিল হতে পারেন!!

যোগাযোগ ও টাকা পাঠানোর বিকাশ নাম্বার (৩ টিই পার্সেনাল) :-

০১৬৭২৬২৯১৯৩ (নিষাদ)

অথবা,

আমিনুল হক

সঞ্চয়ী হিসাব নং: ১-৯৬৭৫

সোনালী ব্যাংক লিমিটেড

খিলগাঁও ব্রাঞ্চ, ঢাকা

নিছে নাজিফার কিছু ছবি শেয়ার করা হলো:



নাজিফার মায়ের বক্তব্য নিচ্ছে একুশে টিভির রিপোর্টার



নাজিফার বাবার বক্তব্য নিচ্ছে একুশে টিভির রিপোর্টার



নাজিফার ভাইয়ের বক্তব্য নিচ্ছে একুশে টিভির রিপোর্টার



নাজিফার সাথে একুশে টিভির রিপোর্টার পূর্ণতা



নিজের দাদার সাথে নাজিফা

বিষয়: বিবিধ

৩১১৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211609
২২ এপ্রিল ২০১৪ সকাল ০৮:২৭
আওণ রাহ'বার লিখেছেন : আল্লাহ আপনার নেক প্রচেষ্টা কবুল করুন। আমিন।
211820
২২ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
আল্লাহ নাজিফাকে সুস্থতা দিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File