তিন দিন অনলাইন হরতাল

লিখেছেন লিখেছেন খালেদ সাইফুল্লাহ ২৭ নভেম্বর, ২০১৩, ০১:০৭:২৫ রাত



আগামী তিন দিনের জন্য গুগোল ও ইউটিউব ব্রাউজ

করা থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ

করছি!!

"""""""""""""""

# মূলঘটনা

মুহাম্মদ (সাঃ) ব্যাঙ্গ করা সেই মুভিটা আগে ১৩

মিনিটের একটা থ্রিলার ছিল যা ইউটিউবে রিলিজ

হয়েছিল কিন্তু এখন পুরা ৭৪ মিনিট ইসলাম

বিরোধী মুভি "ইনুসেনস অব মুসলিম" রিলিজ

হইছে ইউটিউবে...

বিশ্বের প্রায় 2বিলিয়ন মুসলিম এটার

বিরোদ্ধে প্রতিবাদ করেছিল এবং প্রায়১০০ মুসলিম

নিহতও হয়েছিল...

# এলার্ট

আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, এটা খুব

গুরুত্বপূর্ন খবর...

আলেম উলামারা বিশ্বের সব মুসলিমদের অনুরোধ

করেছেন যেন আজ থেকে আগামী ৩ দিন গুগল

এবং ইউটিউব ব্যাবহার না করা হয়...

কারন গুগল ঘোষনা দিয়েছে তারা এই বিতর্কিত

মুভিটিকে ব্লক করবে না যা কিনা আমাদের প্রিয়

নবী হজরত মুহাম্মদ (সাঃ)কে অপমান করে নির্মিত

হয়েছে...

আর যদি আমরা ৩ দিন গুগল ব্যবহার

না করি তাহলে তাদের লোকসান হবে প্রায়

২১০মিলিয়ন ডলার... কারন বিশ্বব্যাপি প্রায়

১বিলিয়ন মুসলিম গুগল ব্যাবহার করে।

যদি আপনি নিজেকে একজন মুসলিম এবং রাসূল

(সাঃ) এর খাটি উম্মত মনে করেন তাহলে আপনিও

উপরোক্ত ব্রাউজারগুলো থেকে সাময়িক

বিরতে থেকে এই প্রতিবাদে অংশ নিতে পারেন।

এর জন্য হাতে মাত্র ২ মিনিট সময় নেন আর

ম্যাসেজটি শেয়ার করেন।

আল্লাহ যখন আমাদের প্রশ্ন করবেন তোমরা তখন

কি করেছিলে যখন আমার

বন্ধুকে মুহাম্মদকে অপমান করেছিলো ?

তখন যেন আমরা এটুকু বলতে পারি যে আমরা এর

প্রতিবাদে কিছু সময় বিরত থেকেছি । তাহলে হয়ত

আমরা কিছুটা উত্তর দিতে পারব।

প্লিজ কেউ এড়িয়ে যাবেন না, আপনার হোম

পেজে শেয়ার করুন, এটা সামান্য

একটা প্রচেষ্টা মাত্র...

লেখাটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেয়ার

অনুরোধ রইল

বিষয়: বিবিধ

১৩২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File