°° তবুও ভালবাসি °°

লিখেছেন লিখেছেন সায়েম খান ০৭ নভেম্বর, ২০১৩, ১০:২৬:৩৫ সকাল

বৈশাখী ঝড়ের মত

এসেছিলে তুমি মোর জীবনে,

হঠাৎ করে আবির্ভাব হলে

ধুমকেতুর মত মোর গগনে।

গোলাপ হয়ে ফুটলে তুমি

আমার মনের প্রেম কাননে,

মহারাণী হয়ে বসেছিলে তুমি

এই হৃদয়ের সিংহাসনে।

চলে গেলে আবার ঝড়ের মত

লন্ডভন্ড করে দিয়ে সব,

প্রতারণা তুমি করেছিলে শুধু

একথা জেনেও থেকেছি নীরব।

তোমায় নিয়ে লেখা কবিতাগুলো

পড়ি আর ভাবি তোমার স্মৃতি,

আজো বেঁচে আছে মোর সেই প্রেম

তুমি যে প্রেমের টেনেছ ইতি।

রাত জেগে আর তোমায় নিয়ে

হয়তো হবেনা কবিতা লেখা,

সারা জীবন সাধনা করেও

হয়তো পাবোনা তোমার দেখা।

স্বপ্নগুলো গড়বো তবু

নব উদ্যোমে চোখের জলে,

ঐ চাদটাকে দেখে নেব আমি

তোমায় দেখার ইচ্ছে হলে।

------------------------------

রচনাকাল: ০১/০৬/২০০৭ ইং

*****************

বিষয়: সাহিত্য

১৩২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File