হারিয়ে যাওয়া ভালবাসার সাথে নির্জনতায় কিছুক্ষন…

লিখেছেন লিখেছেন ম্যাজিক মুনসি ০৭ নভেম্বর, ২০১৩, ১০:০৫:২৯ সকাল

-- তুমি কি এখন সব সময়-ই নিরব থাকো?কথা কম বলো?

-- তোমাকে হারিয়ে ফেলার পর থেকে অবসর সময় তোমাকে না ভেবে কিছু লেখার চেষ্টা করি…

তাই মুখ কম চলে,চিন্তা বেশি করি,কলম খুব ভাল চলে…

-- মিথ্যে কথা এটা তোমার পুরনো স্বভাব…

তুমি আগেও এমন ছিলে,নিরব থেকে কল্পনার রাজ্য থেকে গল্প লেখার চেষ্টা করতে।

তুমি কাপুরুষ,আর কাপুরুষের একমাত্র অস্র হচ্ছে তার কলম…

কলম ছাড়া তারা তাদের মনের কথা ফুটিয়ে তুলতে পারে না…

-- ঠিক-ই বলেছ,আমি কাপুরুষ।

যেই দিন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে সেই দিন-ও তোমাকে কিছু বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি,কেন পারিনি সেটা আজো আমার কাছে অজানা,

হয়ত আমি হেরে গিয়েছিলাম আমার কাপুরুষত্তের কাছে,আমার নিরবতার কাছে…

কিন্তু আজ আমি হারবো না,নিরবতা ভেঙ্গে,কাপুরুষত্তের বাধা ঠেলে আজ আমি বলবই…

ভালবাসা আজো খুব ভালবাসি তোকে…

বিষয়: বিবিধ

১২৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File