সীমান্তে আরো একটি প্রদীপের নিবে যাওয়া

লিখেছেন লিখেছেন ম্যাজিক মুনসি ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৪৫:৪৭ দুপুর

লেখার টাইটেল খুজে পাচ্ছিলাম না। ব্লগে লিখতে হলে একটা টাইলেল আবশ্যক।

আর কত দিন, আর কত বার লিখতে হবে বিএসএফ এর গুলিতে সীমান্তে বাংলাদেশী নিহত। এটা কে কি নিহত বলা চলে নাকি সীমান্তে ক্রমাগত গনহত্যা বলা চলে?এটা গনহত্যাই। এটা কে নিহত বলা কোনো ভাবেই সমীচিন নয়।

কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ হতে কখনোই এই গনহত্যার জরালো প্রতিবাদ দেখতে পাইনি। একে একে মারছে মেরে কাটা তারে আথবা বাঁশে করে ঝুলিয়ে বাংলাদেশ সীমান্তে ফেলে যাচ্ছে।কল্পনা করতে চাইলে হরোর মুভির দৃশ্য চোখে ভেসে উঠে কি চমতকার তাই না?

বারবার বিএসএফ আমাদের কে হরোর মুভির দৃশ্য উপহার দিয়ে চলেছে।দিন দিন আমরা কৃতজ্ঞ হয়ে যাচ্ছি তাদের কাছে।

লাল সবুজ পতাকা তো আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতারই প্রতিক।তাই না?

কোনো সন্দেহ আছে?সন্দেহ থাকলেই আপনি রাজাকার।

আমি সাধারন বাংলাদেশি কিবা আর করতে পারি? বড়জোর ওই সব বিএসএফ এর জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে পারি।

উল্লেখ্য:বুধবার ভোররাতে জয়পুরহাট পাঁচবিবি উপজেলা সীমান্তে বিসএফ আজিজুল ইসলাম নামে এক বাংলাদেশি কে হত্যা করেছে।

বিষয়: বিবিধ

১১২৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183207
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫০
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : বাংলাদেশ সরকার মনে হয় এসব হত্যা কান্ডকে বৈধতা দিচ্ছে!!
183211
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : চলো রেন্ডিয়া যাই
183224
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১০
ম্যাজিক মুনসি লিখেছেন : মৌন বৈধতা তো সেই ৭১ থেকেই দিয়ে এসেছে
183227
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমাদের এই কীনকণ্ঠের প্রতিবাদ তো তাদের চোখে পড়ছে না...
183228
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১৯
ম্যাজিক মুনসি লিখেছেন : আমরা সাধারন বাঙালি বড়জোর ঐ সব বিএসএফ এর জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে পারি।
183376
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
সজল আহমেদ লিখেছেন : শিরোনামটা এডিট করে নিবেন।ধন্যবাদ।
183860
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৬
ম্যাজিক মুনসি লিখেছেন : ভুলটা ধরিয়ে দিলে ভাল হত। কৃতজ্ঞ থাকতাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File