সীমান্তে আরো একটি প্রদীপের নিবে যাওয়া
লিখেছেন লিখেছেন ম্যাজিক মুনসি ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৪৫:৪৭ দুপুর
লেখার টাইটেল খুজে পাচ্ছিলাম না। ব্লগে লিখতে হলে একটা টাইলেল আবশ্যক।
আর কত দিন, আর কত বার লিখতে হবে বিএসএফ এর গুলিতে সীমান্তে বাংলাদেশী নিহত। এটা কে কি নিহত বলা চলে নাকি সীমান্তে ক্রমাগত গনহত্যা বলা চলে?এটা গনহত্যাই। এটা কে নিহত বলা কোনো ভাবেই সমীচিন নয়।
কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ হতে কখনোই এই গনহত্যার জরালো প্রতিবাদ দেখতে পাইনি। একে একে মারছে মেরে কাটা তারে আথবা বাঁশে করে ঝুলিয়ে বাংলাদেশ সীমান্তে ফেলে যাচ্ছে।কল্পনা করতে চাইলে হরোর মুভির দৃশ্য চোখে ভেসে উঠে কি চমতকার তাই না?
বারবার বিএসএফ আমাদের কে হরোর মুভির দৃশ্য উপহার দিয়ে চলেছে।দিন দিন আমরা কৃতজ্ঞ হয়ে যাচ্ছি তাদের কাছে।
লাল সবুজ পতাকা তো আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতারই প্রতিক।তাই না?
কোনো সন্দেহ আছে?সন্দেহ থাকলেই আপনি রাজাকার।
আমি সাধারন বাংলাদেশি কিবা আর করতে পারি? বড়জোর ওই সব বিএসএফ এর জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে পারি।
উল্লেখ্য:বুধবার ভোররাতে জয়পুরহাট পাঁচবিবি উপজেলা সীমান্তে বিসএফ আজিজুল ইসলাম নামে এক বাংলাদেশি কে হত্যা করেছে।
বিষয়: বিবিধ
১১২৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন