অশ্রুসিক্ত প্রতিদান
লিখেছেন লিখেছেন ম্যাজিক মুনসি ০৫ অক্টোবর, ২০১৩, ০৯:০৭:০৭ রাত
চোখ বন্ধ করে থাকতে পারছেন না আজীজ মিয়া,চোখ বন্ধ করলে-ই ছেলের কথা গুলো শাখা প্রশাখা মেলতে থাকে কানের মাঝে ঠক ঠক করে বেজে উঠে।
চোখ খুলেও দৃস্টি টা কে বেশি দুর প্রসারিত করতে পারছেন না ঘরের সেলিং এ সীমাবদ্ধ থেকে যাচ্ছে।
অসয্য লাগছে।
একটু কাদতে পারলে ভালো হত কিন্তু পারছে না।কান্না কাটি করার একটা বয়স থাকে,উনি সেই বয়স টা অনেক আগে-ই পার করে ফেলেছেন।
আজ ছেলের কথা গুলো হাসি মুখে-ই হজম করেছেন।
একটা প্রাইভেট কোম্পানি তে কাজ করতেন ত্রিশ হাজার টাকা মাইনে ছিল তার।এই টাকা দিয়ে সংসার চালাতেই হিম সিম খেতে হত,তার-উপর ছেলে মেয়ে দের পড়ার খরচ,বছর বছর বাড়ি ওয়ালা দের ভয়ংকর রুপ সামলাতে হত।
তবুও তিনি সুখি ছিলেন।
বাজে অভ্যাস ছেড়ে দিয়েছেন টাকা বাচানোর জন্য।ছেলের একটু সুখের জন্য।
সব সময় কস্ট আড়াল করে ছেলে মেয়ে দের আবদার মিটিয়েছেন,কখনো নিজের কস্ট তাদের কে বুঝ্তে দেন নি।
কি পেয়েছেন প্রতিদানে??
আজ ছেলে তাকে বলেছে কি করেছ আমার জন্য?তোমার মত বাবা থাকার চেয়ে না থাকাটাই ভাল ছিল।
তুমি মরছ না কেন?তুমি মরো,মরে আমাদের মুক্তি দাও।
বুকের ব্যাথা তা বেড়ে গেছে আজীজ মিয়ার। ঔষুধ শেষ হয়ে গেছে গত কাল।
চোখের কোনে এক ফোটা অশ্রু গাল বেয়ে ঝরে পড়ার অপেক্ষা করছে।বুকের ব্যাথা নাকি মনের ব্যাথার কারনে এই অশ্রু জমেছে আজীজ মিয়া বুঝতে পারছেন না!
বিষয়: বিবিধ
১১৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন