প্রত্যাশা এবং প্রাপ্তি

লিখেছেন লিখেছেন সায়েম খান ০৩ নভেম্বর, ২০১৩, ০৪:১৩:১২ বিকাল

চাইনি তো কারো ভালবাসা,

চেয়েছিলাম

ঘৃণা থেকে পরিত্রাণ।

অথচ; কি কপাল আমার,

পেয়েছি শুধুই অপমান।

চাইনি তো অপার সৌন্দর্য্য,

চেয়েছিলাম

কুৎসিত থেকে থাকতে দূরে।

অথচ; কি হতভাগা আমি,

কুৎসিত থাকে আমায় ঘিরে।

চাইনি তো সুখ আমি,

চেয়েছিলাম

দুঃখ-কষ্ট থেকে অব্যাহতি।

অথচ; কি দুর্ভাগ্য আমার,

দুঃখই হলো শেষ পরিণতি।

------------------------------

১০/১০/২০০২ তারিখে রচিত।

----০০০-----০০০-----০০০----

বিষয়: সাহিত্য

৯৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File