স্যালুট খালেদা জিয়া আপনাকে!!
লিখেছেন লিখেছেন অপ্রিয় সত্য কথা ০৩ নভেম্বর, ২০১৩, ০৩:৪১:১৩ দুপুর
স্যালুট খালেদা জিয়া আপনাকে!!আপনি একজন সামন্য শিক্ষিতি মহিলা হয়েও আমাদের দেশের আলেমদেরকে বার বার আপনার ক্ষমতা যাওয়ার পথ সুগম করেছেন।আর আমাদের কতিপয় আলেমেরাও নির্বাচন আসলে ইসলাম ও মুসলমানদের দুশমন জালিম আ,লীগকে ঠেকানের জন্য আপনাকেই উপযুক্ত নেতা মনে করে।সে জন্যই বিনা শর্তে দু'চার টি আসনে এমপি আর মন্ত্রী দেওয়ার লোভ পেলে তাদের আপনার প্রতি আর কোন দাবি দাওয়া থাকেনা। তখন তারা বিনা শর্তেই অভিশপ্ত নারী নেতৃত্ব জায়েয করে মেনে নেয়।
খালেদা জিয়া!আপনাকে এ জন্য স্যালূট যে,আপনি বার বার আমাদের আলেমদেরকে আপনার স্বার্থে ব্যাবহার করতে সক্ষম হয়েছেন কিন্তু আমাদের আলেম সমাজ একবারও দ্বীনের স্বার্থে আপনাকে ব্যাবহার করতে পারে নাই। সামন্য লোভে তারা কাবু হয় কিন্তু তারা দ্বীনের স্বার্থে আপনাকে কাবু করতে পারে না।
অথচ আমাদের আলেম সমাজের প্রতি আছে তাওহীদি জনতার আকুন্ঠ সমর্থন। যে সমর্থনকে আপনি আপনার স্বার্থে বার বার ব্যাবহার করে সফল হয়েছেন।
যদি আলেমরা নিজেদের প্লাটফর্মে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতো, তাহলে আপনার মত এমন ডজন খানেক খালেদাকে আমাদের আলেমদের পিছনেই দৌড়ানে লাগতো।
ভাগ্যিস আপনার জন্য যে,আমাদের আলেমরা সেই সত্য উপলব্দি করতে বার বার ব্যার্থ।
বিষয়: বিবিধ
১০৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন