>>চলে_যাও_বিদায়_হও >>ক্ষমতা_ছেড়ে_বিদায়_নাও_শেখ_হাসিনা
লিখেছেন লিখেছেন আশিক রহমান ২৫ অক্টোবর, ২০১৩, ১২:০৮:৩৮ রাত
পুলিশের 'অনুমতি' না পাওয়ায় সমাবেশ করছেনা ঢাকা মহানগর আওয়ামীলীগ O :v :v :v :v :v :v :v :v :v :v :v আহা আইনের প্রতি কি শ্রদ্ধা ......... লীগের 'মহানুভবতায়' জাতি আবেগে এক্কারে কাইন্দা হালাইছে ।
তা বলি কেউ কি শুনেছেন, কে ? কবে ? কোথায় ? কার কাছে ঢাকায় লীগের পক্ষে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছিল ? আমি তো জানি তারা কেবল একটা পাল্টা সমাবেশের হুঙ্কার ছেড়েছিল আর তাতেই পুলিশ ............ কোন আবেদন নিবেদনের কথা তো জানা ছিল না । :/ ওহ ! লীগের নেতাকর্মীরা নাকি মসজিদে যাইবে আগামীকাল ? তা জুমার নামাযের জন্য নাকি 'জানাজার' জন্য ? মসজিদে ছিলাম আছি এবং থাকব ইনশাআল্লাহ্ । কোন রূপ বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করা হলে দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে ইনশাআল্লাহ্ ।
আইনের প্রতি যদি এতই শ্রদ্ধাশীল হয়ে থাকেন, তাহলে আগামীকাল (আপনাদের প্রোগ্রাম নেই) রাস্তায় নামবেন না । যদিও টাকলু কামরুল রাস্তায় না আসলে টিভিতেও দেখাবে না ; আর লোকেরা ......... পারবে না ।
'নিয়তি' টেনে আনলে তো আর ঘরে বসে থাকতে পারবেন না ; কি আর করা :/ আল্লাহ্ ভরসা ।।
>>চলে_যাও_বিদায়_হও
>>ক্ষমতা_ছেড়ে_বিদায়_নাও_শেখ_হাসিনা
বিষয়: বিবিধ
৯৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন