এরশাদ খাড়ায়া গেছেন। আশরাফ সাহেব তারে বসায়া দিচ্ছেন কবে!!
লিখেছেন লিখেছেন আশিক রহমান ২১ অক্টোবর, ২০১৩, ০৫:২৪:২০ বিকাল
এরশাদের তড়িঘড়ি সংবাদ সম্মেলন । আপনার 'প্রতিক্রিয়া' ?
- আমি খাড়ায়া যামু আপনি বসায়া দিবেন। ![]()
কারণ এই সংবাদ সম্মেলন যদি তিনি ক'দিন বাদে করতেন তাহলে হয়ত আওয়ামীলীগের অধীনে নির্বাচন করলে লীগ তাকে আসন 'দিতে' চাইলেও জনগণ লীগকে ভোট দিলেও তাকে দিত না । অতএব ......
আওয়ামীলীগ অবশ্যই গণতন্ত্র চায় O
। তবে, দলগুলো হতে হবে 'আওয়ামীলীগের বিএনপি, আওয়ামীলীগের জাতীয় পার্টি, আওয়ামীলীগের ...............'। এই ধারায় আওয়ামীলীগের জামায়াত খুললেও জনতা খাইবেনা তাই জামায়াত বলে কোন দলই সেই গণতান্ত্রিক রাষ্ট্রে থাকবেনা ।
বিএনপি কি করবে ? সেটা বলে দেবে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক । জাপার সিদ্ধান্ত কি ? সেটাও বয়ান করবে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক । জাসদ(ইনু)
চলছেই তো লীগের বয়ান অনুযায়ী । ওয়ার্কার্স পার্টি ? সেটাও সে ধারায় । সিপিবি...... কে বলে তারাও লীগে নাই । ![]()
তবে কথা হচ্ছে, একসময় এতেও তৃপ্তি থাকবেনা । তখন ঘোষণা করা হবে, আওয়ামীলীগের বিএনপি, জাপা, কোপা, 'ওপা', সাপা, নামে অন্যকোন শাখা নেই । এখন থেকে সবাই ............
। এই খায়েশ নিয়েই যত আয়েশি আয়োজন ।।
বিষয়: বিবিধ
১৬০৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন