এরশাদ খাড়ায়া গেছেন। আশরাফ সাহেব তারে বসায়া দিচ্ছেন কবে!!

লিখেছেন লিখেছেন আশিক রহমান ২১ অক্টোবর, ২০১৩, ০৫:২৪:২০ বিকাল

এরশাদের তড়িঘড়ি সংবাদ সম্মেলন । আপনার 'প্রতিক্রিয়া' ?

- আমি খাড়ায়া যামু আপনি বসায়া দিবেন। Winking

কারণ এই সংবাদ সম্মেলন যদি তিনি ক'দিন বাদে করতেন তাহলে হয়ত আওয়ামীলীগের অধীনে নির্বাচন করলে লীগ তাকে আসন 'দিতে' চাইলেও জনগণ লীগকে ভোট দিলেও তাকে দিত না । অতএব ......

আওয়ামীলীগ অবশ্যই গণতন্ত্র চায় OHappy। তবে, দলগুলো হতে হবে 'আওয়ামীলীগের বিএনপি, আওয়ামীলীগের জাতীয় পার্টি, আওয়ামীলীগের ...............'। এই ধারায় আওয়ামীলীগের জামায়াত খুললেও জনতা খাইবেনা তাই জামায়াত বলে কোন দলই সেই গণতান্ত্রিক রাষ্ট্রে থাকবেনা ।

বিএনপি কি করবে ? সেটা বলে দেবে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক । জাপার সিদ্ধান্ত কি ? সেটাও বয়ান করবে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক । জাসদ(ইনু) Surprised চলছেই তো লীগের বয়ান অনুযায়ী । ওয়ার্কার্স পার্টি ? সেটাও সে ধারায় । সিপিবি...... কে বলে তারাও লীগে নাই । Winking

তবে কথা হচ্ছে, একসময় এতেও তৃপ্তি থাকবেনা । তখন ঘোষণা করা হবে, আওয়ামীলীগের বিএনপি, জাপা, কোপা, 'ওপা', সাপা, নামে অন্যকোন শাখা নেই । এখন থেকে সবাই ............ Winking । এই খায়েশ নিয়েই যত আয়েশি আয়োজন ।।

বিষয়: বিবিধ

১৫৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File