একজন হ্যামিলনের বাশীওয়ালা দাড়িয়ে গেলেই আমরা প্রস্তুত...।।।
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২১ অক্টোবর, ২০১৩, ০৫:১১:৪৪ বিকাল
৫২ সালে ভাষার অধিকারের জন্য ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্ররা রাস্তায় নেমেছিল।
৬২,৬৯ এ নিস্পেষণের বিরুদ্ধে মানুষ ঘরে বসে থাকেনি, বেরিয়ে এসেছিল রাস্তায়।
৭১ এ সর্বস্ব বিলানো জীবন-মরণ সংগ্রামে স্বাধীনতার ফায়সালা হয়েছিল রাজপথেই।
৯০ এ কেউ আমরা ঘরে ছিলাম না।
অক্টোবর-২০১৩' আবার রাজপথ সবাইকে ডাকছে।
শেয়ার বাজার থেকে যাদের রক্তঘামে জড়ানো অর্থ শুষে নেয়া হয়েছে...কণ্ঠ-কলম-জীবিকা'র পথ যাদের রুদ্ধ হয়েছে...রাতের রাজপথে ক্লান্ত-শ্রান্ত-ঘুমন্ত দের বুলেট জর্জরিত বিলাপ যাদের স্পর্শ করেছে...গুম হয়েছে যার স্বজন....পুলিশ ও মাস্তানের আঘাতে রক্তে ভেসেছে যাদের বুক... কারাগারে দিনের পর দিন অশ্রু ঝরিয়েছেন যারা...যারা মেধা থাকা সত্ত্বেও চাকুরী পাননি... দূবৃত্তের দূর্নীতিতে যারা অধিকার হারা হয়েছেন... চাদাবীজীতে অতিষ্ঠ হয়ে যারা দমবন্ধ হয়ে একটি দিনের প্রত্যাশায় এতদিন দিন গুনেছেন...যারা অন্যায়ভাবে ওএসডি ছিলেন... ১০ টাকায় চাল যারা পাননি...বিনামূল্যে সার পাননি...যোগ্যতা থাকা সত্বেও যারা হয়েছেন বঞ্চিত... পদে পদে যারা নিগৃহীত হয়েছেন, হয়েছেন নির্যাতিত...দিনের পর দিন মিথ্যা শুনতে শুনতে যারা ত্যাক্ত-বিরক্ত....
আসুন একটি দিনের জন্য সবাই রাজপথে নেমে আসুন।
একজন হ্যামিলনের বাশীওয়ালা দাড়িয়ে গেলেই আমরা প্রস্তুত...।।।MOjibur Rahman Monju।
আসছে আরেকটি কাল ২৫। এই ২৫ এ আপনি থাকছেন তো? নাকি অনলাইনই আপনার রাজপথ?২৫ অক্টোবরের পরে সরকারের বৈধতা থাকবে না : জামায়াত
২৫ শে অক্টোবরে যদি বিরোধী জোট জনতার ঢল
নামাতে পারে তাহলে প্রশাসন নিষ্ক্রিয়
অবস্থানে চলে যাবে এবং জনতা জনতার দাবী আদায় করে ঘরে ফিরবে।
আর যদি বিরোধী জোট তা না করতে পারে সেক্ষেত্রে প্রশাসন
ক্ষমতাসীনদের পদলেহন করবে এবং শোষন দীর্ঘায়িত হবে। অনেকে একটা আতঙ্কে রয়েছেন যে ২৫শে অক্টোবর
কি হবে এনিয়ে এবং অনেকেই রাজপথ থেকে,
রাজধানী থেকে দূরে থাকতে চাচ্ছেন। এধরনের মানুষদেরকে বলছি,
আমি এরশাদের পতন দেখেছি টগবগে রক্ত নিয়ে, মোটামুটি বুঝ যখন
হয়েছে তখন দেখেছি লগি-বৈঠার তান্ডব। দেশে গনতন্ত্রের
যে কাচাপাকা একটা কাঠামো আছে তার শুরু থেকে এপর্যন্ত মোটামুটিভাবে আমার চেনা আছে। সেই অভিজ্ঞতা থেকে বলছি,
যদি আপনি পালিয়ে না বেরিয়ে রাজপথে নেমে আসেন তবে পুলিশ
একটি ফাঁকা গুলি পর্যন্ত ছুঁড়বে না, বিন্দুমাত্র রক্তপাত হবে না। আর
যদি তা না করেন তবে নিশ্চিত থাকুন পলাতক অবস্থাতেই আপনার
মৃত্যুও হতে পারে। যেসব সংগ্রামী ভাইয়েরা রাজপথে থাকবেন ২৫শে অক্টোবর তাঁদের
প্রতি আহ্বান, আতঙ্ক না ছড়িয়ে জনমানুষকে সম্পৃক্ত করুন।
বিষয়: বিবিধ
১১৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন