প্রথম হাজি কে এবং তিনি কখন হজ করেছেন? ইব্রাহিমের বংশধরদের মধ্যে হজের প্রচলন হল কিভাবে? কিভাবে জিলহজ মাসে হজ প্রথা চালু হয়?
লিখেছেন লিখেছেন েনেসাঁ ২২ অক্টোবর, ২০১৩, ০২:৫৪:৩২ দুপুর
হজের মৌসুমে অনেকেই এ প্রশ্ন করেন যে, প্রথম হাজি কে এবং তিনি কখনও এই হজ সম্পাদন করেছেন?
উত্তর: মানবজাতির প্রথম হাজি হলেন হযরত আদম (আ.)। হাদিস ও ইসলামী বর্ণনা অনুযায়ী, তওবা কবুল হওয়ার পর (তথা বেহশত-সদৃশ বাগান থেকে পৃথিবীতে আসার পর) তিনি এই হজ পালন করেছিলেন জিলহজ মাসেই।
ইব্রাহিমের বংশধরদের মধ্যে হজের প্রচলন হল কিভাবে?
ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র ইসমাইল (আ.) মহান আল্লাহর নির্দেশে কাবা ঘর পুনর্নির্মাণ করেন এবং জিলহজ মাসে হজ আদায় করেন। এরপর থেকে তাঁদের বংশধররা শত শত বছর ধরে হজ পালন করে আসছিলেন মক্কার কাবা ঘরে। কিন্তু ধীরে ধীরে আরব উপদ্বীপের মানুষ কুফর ও শির্কে অভ্যস্ত হয়ে পড়ে এবং তারা কাবা ঘরে নানা মূর্তি বসিয়ে সেসবের উপাসনা শুরু করে। অবশ্য অহংকার প্রকাশের জন্য হজ অনুষ্ঠানের প্রথাও তারা চালু রেখেছিল বিকৃতভাবে।
কিভাবে জিলহজ মাসে হজ প্রথা চালু হয়?
আরবরা জিলকদ ও জিলহজ মাসকে পবিত্র বা হারাম মাস বলে গণ্য করত। কিন্তু তারা চালাকি করে মহরম মাসকে পবিত্র মাসের তালিকা থেকে বের করে নেয়। অন্যদিকে সফর মাসকে পবিত্র বলে ঘোষণা করে। এভাবে তারা তিনটি মাসকে পবিত্র বলে ঘোষণা করার পাশাপাশি মহররম মাসে যুদ্ধ-বিগ্রহ, বিবাদ ও লুটপাট করাকে নিজেদের জন্য বৈধ বা হালাল করে নেয়।
পবিত্র কুরআনের বর্ণনা অনুযায়ী আরবের কাফিররা একেক বছর একেক মাসকে হালাল ও হারাম বলে ঘোষণা করত। এভাবে তারা হজের মাসে প্রচলিত খোদায়ী প্রথাগুলোকে বিলুপ্ত করে দেয়। কিন্তু ইসলামের নবী (সা.)র আবির্ভাবের ফলে ও তাঁর নেতৃত্বে মক্কা জয়ের সুবাদে আবারও জিলহজ মাসে হজ প্রথা চালু হয় এবং হজ ফিরে পায় তার আসল ও যথাযথ রূপ।
আরবরা অষ্টম হিজরিতে হজ আদায় করেছিল জিলকদ মাসে। কিন্তু তারা নবম ও দশম হিজরিতে জিলহজ মাসেই হজ আদায় করে। বিশ্বনবী (সা.) বিদায় হজ পালন করেছিলেন দশম হিজরির জিলহজ মাসে। সেই থেকে জিলহজ মাসেই হজ আদায় করাকে ওয়াজিব করা হয়।
বিষয়: বিবিধ
১০৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন