কবে হবে অবস্থার উন্নতি??? :/ :/
লিখেছেন লিখেছেন আশিক রহমান ০৯ অক্টোবর, ২০১৩, ১০:৪৫:৫০ রাত
অর্ধ যুগের কথা যখনো কিনা সাড়ে ৪, পাঁচ ঘণ্টায় ঢাকা থেকে অনায়াসে চট্টগ্রাম পৌঁছেছি । আর এখন ডিজিটাল উন্নতির এমনই ছোঁয়া লাগছে যে, পৌনে ৫ ঘণ্টা দাঁড়িয়ে থেকেছি শুধু গাড়ির প্রতীক্ষায় :/। রাত সাড়ে ১০টার গাড়ি, এসেছে রাত সোয়া ৩টায় ! আল্লাহ্র কৃপা খুব একটা বৃষ্টি ছিল না । বাস কাউন্টার ছোট থাকলেও কাছের দোকানের সামনে ভালোই দাঁড়িয়ে বসে কাঁটাতে পেরেছি । তবে বিড়ি খোরদের অনবরত ধোঁয়া উৎপীড়নের কারণ হলেও কিচ্ছু করার ছিল না :/ । গাড়ির দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘাড় ব্যাথা হয়ে গেছে, কিন্তু গাড়ির দেখা নেই ।।
তাবৎ দুর্গতি কাটিয়ে আলহামদুলিল্লাহ্ সহি সালামতে ঢাকার যাত্রাবাড়ী পৌঁছেছি সকাল ১০টায় । পরবর্তী ঝক্কি ঝামেলা মিটিয়ে সাড়ে ১২টায় আপুর বাসায় ।। অতপর...... ঘুম । আহা কি শান্তি ।
কথা হচ্ছে ড্রাইভার পাঙ্খার গতিতে গাড়ি টানতে চেষ্টা করেছে, কিন্তু রাস্তা তো ফাঁকা নেই । গাড়ি আর গাড়ি......... অধিকাংশই মালবাহী । এই যদি হয় ঈদের দিন ৫ আগের কথা, হাট বসা শুরু করলে কি হবে ?
বিষয়: বিবিধ
১০০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন