সংগ্রামী ভাইয়েরা। এখন সময় সতর্ক থাকার।
লিখেছেন লিখেছেন আশিক রহমান ২৪ অক্টোবর, ২০১৩, ০৩:১৭:৫৬ রাত
কিছু ব্যাপার অনলাইনে সক্রিয় ভাইবোনেরা খেয়াল করে থাকবেন হয়ত ; অনেকেই রাজনীতির মারপ্যাঁচ না বুঝে অথবা বেখেয়ালে "মূল ইস্যুর" চেয়েও গুরুত্ব দিয়ে বসবেন । প্রতারিত হয়েছেন, কিন্তু বুঝতে সময় শেষ হয়ে গেছে তখন :/ । তাই বলছি
০ শাহবাগীদের হাতে এখন কোন ইস্যু নেই । এমনকি কান্নাকাটি করেও তারা সহানুভূতি অর্জনে ব্যর্থ । তথাপিও কিছু কান্নাকাটির স্টাটাস সহসাই তারা প্রসব করা শুরু করবে,
- টাকার হিসাব নাই.........
- অন্তঃ কোন্দলে জর্জরিত......... হ্যান ত্যান, নানান কেচ্ছা কাহিনী । খুব 'সুস্বাদু/ গুরুত্বপূর্ণ' মনে করলে কপি পেস্ট করে রাখবেন । এখন পড়ে দেখে ছড়িয়ে ছিটিয়ে কাজ নেই ।
- দেখবেন কতিপয় খ্যাতিমানের গল্প- কবিতা-প্রেম- ভালোবাসা-রান্না- আদর-সোহাগময় স্ট্যাটাস/গল্প/ উপন্যাস ; এক কথায় কাহিনী । যেন জগতে কোনই সমস্যা নেই ; সুনশান নীরবতায় সকলে সুখে 'শান্তিতে' বসবাস করছে।
০ আরেকদল থাকবে বিম্পি/জামাত সেজে বিএনপি- জামায়াতের অন্তঃ কলহ হাইলাইট করে করে লিখতে । নাম প্রকাশে অনিচ্ছুক, বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে .........
- এক বাক্যে বলি পাত্তা দেয়ার সময় নেই । কি হবে আর কি হচ্ছে সেটা ভাবার চেষ্টা করুণ । এসব 'গুজব' গজব প্রত্যাশীরা ছড়াতেই থাকবে । পতন যত এগিয়ে আসবে ; এদের অস্থিরতা বহুগুণ বেড়ে যাবে :/
০ অনলাইনে যেহেতু জামায়াত-শিবির সমর্থক ভাইব্রাদারদের সরব উপস্থিতি অতিমাত্রায় লক্ষণীয় । তাই কতিপয় 'মীমাংসিত' ইস্যু নিয়ে কোন কোন দুষ্কৃতিকারী টার্গেট করে করে আপনাদের উত্যক্ত করতে চেষ্টা করবে ।
- জামায়াত কোন ইসলামী দলই না ।
- গণতন্ত্র ।
- নারী নেতৃত্ব ।
- হাবিজাবি আরও বেশ কিছু ব্যাপার । সাথে থাকবে নেতানেত্রীদের টার্গেট ভিত্তিক চরিত্র হননের চেষ্টা :/
কারণ একটাই, আপনারা সংগঠনকে খুব ভালোবাসেন । আপনার দুর্বলতা/ভালোবাসার এই পয়েন্টে অপবাদ দিয়ে, মিথ্যা বলে, উত্যক্ত করা তুলনা মূলক সহজ । আর এই অপকর্মের জবাব দিতে গিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট হবে । অর্থাৎ অকাজে আপনাকে ব্যস্ত রাখাই তাদের উদ্দেশ্য ; আপনার থেকে জানা অথবা জানানো তাদের উদ্দেশ্য নয় । সুতরাং যথাসম্ভব 'উটকো' ঝামেলা ইগনোর করে চলুন । নিজে সুস্থ থাকুন ; ফেসবুকের পরিবেশ আন্দোলন মুখী এবং গতিময় রাখুন । কোন পক্ষের প্ররোচনা মূলক ফাঁদে পা দিয়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট করবেন না ।।
নিজে সচেতন হোন ; অন্যকে সচেতন করুণ ।। নন-ইস্যু যেন ইস্যুকে ছাপিয়ে না যায় ।। শেখ হাসিনা সরকারের দ্রুত পতনই এই মুহূর্তের প্রধান ইস্যু । ২৫শে অক্টোবরকে সামনে রেখে গড়ে তোলা প্লাটফর্মকেই সে দাবী আদায় করে ঘরে ফিরতে হবে । দেশের শান্তি, শৃঙ্খলা এবং স্থিতিশীলতার জন্য চাই দ্রুত সময়ের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ।।
ইনশাআল্লাহ্ আপনার আমার গতিময় অংশগ্রহণই নিশ্চিত করবে বাতিল শক্তির মূলোৎপাটন ।। ধন্যবাদ সকলকে ।
বিষয়: বিবিধ
১৩৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন