বল তো মাঠেই নেই, বিএনপি খেলবেটা কী?

লিখেছেন লিখেছেন আশিক রহমান ১৯ অক্টোবর, ২০১৩, ১০:৫৯:৫৪ রাত

আমার জানাছিল না যে, ঢাকা মহানগরীতে বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র বহন সিদ্ধ ছিল এতদিন OHappy । না, মানে আজকের নিষেধাজ্ঞা জারির যে বিবৃতি প্রকাশ পেল সেটা থেকেই জানলাম............ 'সিদ্ধ' ব্যবস্থার উপরই তো নিষেধাজ্ঞা জারি করা হয়, নাকি ? ব্যাপারটা যদি হয় বৈধ অস্ত্রধারীরা অস্ত্র বহন করতে পারেবন না, তাহলে কথা ছিল । অস্ত্র জমা দানের কোন নির্দেশ তো শুনলাম না Winking

প্রধানমন্ত্রীর কথিত সমোঝতার প্রস্তাবনা নিয়ে আওয়ামীলীগের পক্ষে বলার/ চামচামি করার তাও যা দুচারটা সুযোগ ছিল চুষীল রূপী কথিত সুশীলদের, সেখানেও পেরেক ঠুকে দিল আজকের সিদ্ধান্ত । কারণ ডিএমপির ঘোষণা আর প্রধানমন্ত্রীর প্রস্তাবনা 'একই' সূত্রে গাঁথা ।।

আওয়ামীলীগ সরকার এখন এতই 'নার্ভাস' যে, বল ছুঁড়ে সেটা ফেরত আসা পর্যন্ত আর অপেক্ষায় থাকার হিম্মৎ পর্যন্ত তাদের নেই । তারা ওয়াইডে বাউন্ডারি পার করে দিয়ে ক্রেডিট নিতে চায় । প্রতিপক্ষ রক্ষণাত্মক খেলে রান শূন্য থাকবে নাকি দুই এক নিয়ে সমানে সমান এগুবে নাকি ভুল খেলে আউট হবে সে ধৈর্য তাদের নেই ! খেলা শুরুর আগেই স্কোর বোর্ডে অতিরিক্ত ৫ রান যুক্ত করে দিল Winking

বল তো মাঠেই নেই, বিএনপি খেলবেটা কি ?

বিষয়: বিবিধ

১২৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File