বাকশালকে তাড়ানোর দিস ইজ দ্য পিক আওয়ার....

লিখেছেন লিখেছেন মু নূরনবী ২৪ অক্টোবর, ২০১৩, ১১:৩৯:২৬ রাত



গত পাঁচ বছরে আওয়ামীলীগ যত অপকর্ম করেছে, সে কারণে তাদের মধ্যে জনরোশের ভয় কাজ করছে। বিরোধীমতকে দলনে হীন কাজ নেই যা আওয়ামীলীগ করেনি। শিক্ষকতার মত পবিত্র পদকেও কলংকিত করেছে ছাত্রলীগ-যুবলীগ নামক হায়েনারা। তাদের থেকেই সৃষ্টি হয়েছে পরিমল-পান্নারা।

পদ্মা সেতুর টাকা খোরকে উপাধি দিয়েছে দেশপ্রেমিক। আর দেশপ্রেমিক বিডিআর অফিসারদের হত্যা করা হয়েছে দাদাদের এজেন্ডা বাস্তবায়ন করতে।

জনরোশের ভয় থেকেই শেখ হাসিনা তত্বাবধায়ক সরকার বাতিল করে ক্ষমতাকে পাকাপোক্ত করেছে।

গত দুদিনের পাল্টা প্রস্তাব, চিঠি চালাচালি, সংসদে যোগদান এর পর বিরোধীদলের কি এখনো বুঝতে বাকি যে আওয়ামীলীগকে সোজা পথে আনা যাবে না?

আওয়ামালীগের রুট থেকে শীর্ষ পর্যন্ত কাঁপন ধরে গেছে। যে কাঁপন আর একবার ধরেছিল হেফাজতের ঢাকা ঘেরাও কর্মসূচীর দিন। সে দিন বিএনপির ভেতর ঘাপটি মারা কিছু হিন্দুস্তানের দালালের জন্য আন্দোলনের ফসল তোলা সম্ভব হয়নি। বরং মার খেয়ে চলে যেতে হয়েছিল।

আজ আবার সময় এসেছে। এসব চিঠি চালাচালি দিয়ে কোন কাজ হবে না।

রাস্তাই একমাত্র সমাধান।

সবাই প্রস্তুত হোন। দেশের উপর যে দৈত্য চেপে বসেছে এই দৈত্যকে ইন্ডিয়া পার না করতে পারলে এই দেশটাই বাঁচানো দুষ্কর হয়ে যাবে।

আপনার আশে পাশের লোককে সচেতন করুন। প্রিয় নেতাদের বলুন যেন আন্দোলন থেকে পিছু না হটে। দেশের শান্তিপ্রিয় জনগণ আর এই সরকারকে চায় না।

দেশনেত্রী খালেদা জিয়া আজ যে দৃঢ় সংকল্প করেছেন, তাকে স্যালুট জানাই। প্রত্যেকটি নাগরিকের উচিত তার হাতকে শক্তিশারী করা।

দেশপ্রেমিক নিউজ এজেন্সিগুলোর উপর চোখ রাখুন, হায়েনারা ভীত হয়ে পড়েছে ইতিমধ্যে। এই খেলাই শেষ খেলা। এই সুযোগ আর পাওয়া যাবে না-বাকশালকে বিদায় করার।

দিস ইজ দ্য পিক আওয়ার.....গত পাঁচ বছরে আওয়ামীলীগ যত অপকর্ম করেছে, সে কারণে তাদের মধ্যে জনরোশের ভয় কাজ করছে। বিরোধীমতকে দলনে হীন কাজ নেই যা আওয়ামীলীগ করেনি। শিক্ষকতার মত পবিত্র পদকেও কলংকিত করেছে ছাত্রলীগ-যুবলীগ নামক হায়েনারা। তাদের থেকেই সৃষ্টি হয়েছে পরিমল-পান্নারা।

পদ্মা সেতুর টাকা খোরকে উপাধি দিয়েছে দেশপ্রেমিক। আর দেশপ্রেমিক বিডিআর অফিসারদের হত্যা করা হয়েছে দাদাদের এজেন্ডা বাস্তবায়ন করতে।

জনরোশের ভয় থেকেই শেখ হাসিনা তত্বাবধায়ক সরকার বাতিল করে ক্ষমতাকে পাকাপোক্ত করেছে।

গত দুদিনের পাল্টা প্রস্তাব, চিঠি চালাচালি, সংসদে যোগদান এর পর বিরোধীদলের কি এখনো বুঝতে বাকি যে আওয়ামীলীগকে সোজা পথে আনা যাবে না?

আওয়ামালীগের রুট থেকে শীর্ষ পর্যন্ত কাঁপন ধরে গেছে। যে কাঁপন আর একবার ধরেছিল হেফাজতের ঢাকা ঘেরাও কর্মসূচীর দিন। সে দিন বিএনপির ভেতর ঘাপটি মারা কিছু হিন্দুস্তানের দালালের জন্য আন্দোলনের ফসল তোলা সম্ভব হয়নি। বরং মার খেয়ে চলে যেতে হয়েছিল।

আজ আবার সময় এসেছে। এসব চিঠি চালাচালি দিয়ে কোন কাজ হবে না।

রাস্তাই একমাত্র সমাধান।

সবাই প্রস্তুত হোন। দেশের উপর যে দৈত্য চেপে বসেছে এই দৈত্যকে ইন্ডিয়া পার না করতে পারলে এই দেশটাই বাঁচানো দুষ্কর হয়ে যাবে।

আপনার আশে পাশের লোককে সচেতন করুন। প্রিয় নেতাদের বলুন যেন আন্দোলন থেকে পিছু না হটে। দেশের শান্তিপ্রিয় জনগণ আর এই সরকারকে চায় না।

দেশনেত্রী খালেদা জিয়া আজ যে দৃঢ় সংকল্প করেছেন, তাকে স্যালুট জানাই। প্রত্যেকটি নাগরিকের উচিত তার হাতকে শক্তিশারী করা।

দেশপ্রেমিক নিউজ এজেন্সিগুলোর উপর চোখ রাখুন, হায়েনারা ভীত হয়ে পড়েছে ইতিমধ্যে। এই খেলাই শেষ খেলা। এই সুযোগ আর পাওয়া যাবে না-বাকশালকে বিদায় করার।

দিস ইজ দ্য পিক আওয়ার.....

বিষয়: বিবিধ

১৭৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File