সামিউলের আগেও মুজাহিদ-বিশ্বজিত-জনিদের এভাবে খুঁচিয়ে হত্যা করা হয়েছে...আপনার এত আহ্বলাদ কোথায় ছিল???

লিখেছেন লিখেছেন মু নূরনবী ১৩ জুলাই, ২০১৫, ১২:০০:০৩ দুপুর

কিশোর সামিউলকে পিটিয়ে মারা হলো কেন? এ নিয়ে সাইবার ওয়ার্ল্ডে ঝড় বয়ে যাচ্ছে। কি মাতম!!!

বিশ্বাস করুন। এ ভিডিওটা দেখার মত সাহস আমার হয় নি। এখন পর্যন্ত একবারও দেখিনি!



প্রথম বার কে যেন ট্যাগ দিয়েছিল, তখন নিউজটা পড়েই হাইড করে দিয়েছি।

এ আর নতুন কি!... একজন সামিউলের জন্য এত মাতম আপনাদের?...

মনে আছে মুজাহিদের কথা? বাবা মায়ের একমাত্র ছেলে। বিশ্ববিদ্যালয়ের বিবিএ পড়ুয়া টগবগে তরুণ! কি সুন্দর হাসি মাখা মুখ।



২০০৬ সালের ২৮ শে অক্টোবর তাকে বৈঠা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে প্রক্যাশ দিবালোকে হত্যা করে তার লাশের উপর নিত্য করেছে আওয়ামী পিশাচেরা...



আমার তো মনে পড়ে যায় বিশ্বজিতের কথা! সামান্য একজন গতর খেটে খাওয়া টেইলার, যাকে জগন্নাথ বিশ্বদ্যিালয়ের ছাত্রলীগের সোনার (!) ছেলেরা বিনা কারণে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে নৃসংশভাবে হত্যা করেছে। দেখেছেন, সেই ভিডিও টা...? বাঁচার কি আঁকৃতি! দৌড়ে গিয়ে একটি ক্লিনিকে ঢুকেছিল, টেনে হিছড়ে বের করে এনে মৃত্যু নিশ্চিত করে চলে যায় বাহাদূর রা!



সাম্প্রতিককালে সরকারী পোশাকধারী কিলারদের কথা আর বলার দরকার কি!

মনে পড়ে ছাত্রদল নেতা জনির কথা?...



আঠারোটা গুলি করেছে মাত্র! এ রকম হাজারো নাম না জানা কিশোর-তরুণেরা আজ পঙ্গু.....

সুতরা আহ্বলাদ দেখাবেন না। বরং কারো কারো অতিরিক্ত আহ্বলাদ দেখে বিরক্ত হচ্ছি।

বলবেন, আপনার মনে দয়া মায়া নাই। ভাইরে পাব্লিক দেখানো আর সস্তা তালিয়া পাওয়ার জন্য জীবনে কিছু করি নাই। এখনো করি না।

আপনি বুকে হাত দিয়ে বলেন তো, ব্যক্তি জীবনে আপনি কতটুকু পছন্দ-অপছন্দ কিংবা হিংসার বশ:বর্তী না হয়ে থাকতে পেরেছেন?...

এই দরুন! মুজাহিদ শিবির করতো, সুতরাং শিবির মরলে আপনার কি! কিংবা বিশ্বজিত হিন্দু সুতারং গোল্লায় যাক! জনি সরকার বিরোধী মিছিলের করতো ক্যান? ব্লা..ব্লা..ব্লা..

তখন যদি আমরা এগুলো নিয়ে জোরালো প্রতিবাদ জানাতাম...তাহলে জালিমেরা সাহস পেত না!

এবার বলুন তো...বাসার কাজের মেয়েটির গায়ে হাত না তোলা, কিংবা চা দোকানের বয়টাকে ঝাড়ি না মারা কিংবা হিরো সাজতে গিয়ে দু টাকার জন্য বাসের চাউল্ড লেবার ছেলেটাকে চড় না মারা...থেকে নিজেকে সংবরণ করতে পেরেছেন কি?

আহ্বলাদ ছাড়ুন, প্লিজ। নিজেকে আয়নার সামনে দাঁড় করান।

বিষয়: বিবিধ

৩১১২ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329766
১৩ জুলাই ২০১৫ দুপুর ১২:১৫
সত্যলিখন লিখেছেন : 2006 সালের ২৮ অক্টোবর বর্বরতার জন্ম দিন । আর ২০১৫ সালে বর্বরতা কিশোর এইজ পার করছে কিশোর রাজনের উপর দিয়ে । এখন পাষন্ড বর্বরতা যুবক বৃদ্ধ এইজ পার করবে । তাই আরো অনেক বর্বরতা দেখার বাকি আছে বাংলার জনগনের ।
১৪ জুলাই ২০১৫ সকাল ১১:৫৯
272190
মু নূরনবী লিখেছেন : তখন যদি এর প্রতিকার হতো তাহলে আজ রাজনদের এভঅবে ঝরে পড়তে হতো না।

ধন্যবাদ আপু।
329781
১৩ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৯
প্রবাসী যাযাবর লিখেছেন : জিতেছে
মানবতার হত্যাকারী সন্ত্রাসী খুনি চক্র
আর হেরেছে
রাজনের মত নাবালক মজলুম সন্তানেরা।
১৪ জুলাই ২০১৫ দুপুর ১২:০০
272191
মু নূরনবী লিখেছেন : আমাদের বিবেক কবে জাগ্রত হবে?..
329785
১৩ জুলাই ২০১৫ বিকাল ০৪:৩৪
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ধন্যবাদ
১৪ জুলাই ২০১৫ দুপুর ১২:০০
272192
মু নূরনবী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
329788
১৩ জুলাই ২০১৫ বিকাল ০৫:০০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


জাযাকাল্লাহ...

আমিও আপনার মতই, ঐ ভিডিওটা একবারও দেখিনি, ব্যাপারটা আমার কাছে তেমন বড় কিছু মনে হয়নি ঐসব কারণে- যা আপনি খুব স্পষ্ট করেই বলেছেন।

এমনি আরো কতশত মারা হচ্ছে অহরহ তার খবর কে রাখে??

মানবতাই মানবধর্ম। যার ভেতরে মানবতা আছে সে ধার্মিক অর্থাৎ মানুষ, আর যার ভেতরে মানবতা নেই সে অধার্মিক অর্থাৎ পশু।
এখানে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই।

ইতালীর কবি দান্তে বোধহয় এ কারণেই বলেছিলেন যে,
The hottest place in hell are reserved for those who, in time of moral crisis maintain their neutrality.
অর্থাৎ জাহান্নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট স্থান লাভ করবে ওই সকল ব্যক্তি যারা নৈতিক সঙ্কট উপস্থিত হলে নিরপেক্ষতা বজায় রেখে চলে

http://www.shodalap.org/asadali/29550/
১৪ জুলাই ২০১৫ দুপুর ১২:০১
272193
মু নূরনবী লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।

আমরা কতদিন মনে রাখি?..

সঠিক সময়ে যদি লঠি বৈঠা হত্যার বিচার হতো..তাহলে কি কেউ সাহস পেত এভাবে দিনে দুপুরে মানুষ হত্যা করার?
329852
১৪ জুলাই ২০১৫ রাত ০২:০৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : দেশে ন্যায়-বিচার না থাকায় থুনীরা যাচ্ছেতাই করছে..আরো কিছু পোস্ট দিলাম ২৮ শে অক্টোবরের পৈশাচিকতার..

১৪ জুলাই ২০১৫ দুপুর ১২:০১
272194
মু নূরনবী লিখেছেন : ধন্যবাদ..

এরা আমাদের অগ্রসৈনিক...
329854
১৪ জুলাই ২০১৫ রাত ০২:০৫
বৃত্তের বাইরে লিখেছেন : প্রতিবাদ যেন শুধু মিডিয়ায় বা লেখালেখির মাধ্যমে দুঃখ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থাকে । দেশে এবং প্রবাসে সবার প্রতি অনুরোধ রইলো সোশাল মিডিয়ায় প্রতিবাদের মাধ্যমে তারা যেন দায়ীদের দ্রুত বিচার কাজ সম্পন্ন করার জন্য সহযোগীতা করেন। অন্তত কোনো নেতা, রাজনীতিবিদরা যেন এ নিয়ে নোংরা রাজনীতি করার সুযোগ না পায়। ধন্যবাদ আপনাকে
১৪ জুলাই ২০১৫ দুপুর ১২:০২
272195
মু নূরনবী লিখেছেন : হেন কান্ড নাই যেখানে আওয়মীরা রাজনীতি ঢুকায়নি।

প্রত্যেকটি হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচার দাবি করছি।
329910
১৪ জুলাই ২০১৫ সকাল ০৯:৫১
কোমকোম লিখেছেন : একদম ঠিক বলেছেন, অনেক ধন্যবাদ
১৪ জুলাই ২০১৫ দুপুর ১২:০২
272196
মু নূরনবী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
330481
১৮ জুলাই ২০১৫ সকাল ১০:১৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২১ জুলাই ২০১৫ দুপুর ০২:৩৩
273187
মু নূরনবী লিখেছেন : ধন্যবাদ
332302
২৮ জুলাই ২০১৫ রাত ০৮:৩৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মুজাহিদ ভাইয়ের লাশের উপর নৃত্যকারী বাপ্পাদিপ্ত বসু এখন টকশো তে বড় বড় কথা বলে, আসলেই আমরা নির্লজ্জ জাতী। ক্ষমা করো, মুজাহিদ ভাই।
১০
333138
০২ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৩
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : এখন আর মানবতা নেই-
আছে মানবতার মোড়ক,
মোড়কের ভেতরে চলে-
মানবতার বেচাকেনা,
মানবতা আজ উপহাঁস।

মানবতাবাদীরা বেতন ভোক্ত কর্মচারী,
মনিবের ইচ্ছার আধুনিক রোবট,
সরাবের জলসায়-সর্বহারার দুয়ারে,
মানবতার সমান পদ চারন।

সবই সার্থের টানে উলুধ্বনি!
ফলাফল-লোক দেখানো আহাজারি!
সত্যের পূজারি নিথর নিরব!
দানবের চরনে লুটোপুটি খায়!
মানবতা ব্যস্ত -
মনিব তুষ্টির বন্ধনায়।

পাপির মরনে মানবতা কাঁদে,
মজলুমের বেলায়-প্রভুর ফাঁদে!
মানবতা এখন-
মুনাফাকর ট্রেড ব্যাবসা!
যেখানে মানুষ বাহারি পণ্য,
মানবতা-মানব অধিকার,
আজ শুধু কথার কথা।
******************
নূর নবী ভাই কেমন আছেন...সোনারবাংলাব্লগেরমজাপাচ্ছিনা.... ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ পিলাচ পিলাচ
০২ আগস্ট ২০১৫ দুপুর ০২:২৮
275328
মু নূরনবী লিখেছেন : ধন্যবাদ।

সোনার বাংলার মত মজা না পাই অনেককে যে পেয়েছি ফিরৈ সেটাই বা কম কিসে...
১১
361468
০৫ মার্চ ২০১৬ রাত ০৮:৩১
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগে নিয়মিত হওয়ার অনুরোধ রইল
১০ এপ্রিল ২০১৬ সকাল ১০:৪৫
302985
মু নূরনবী লিখেছেন : ইনশাআল্লাহ

ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File