রেলমন্ত্রীর বিয়ে নিয়ে ব্যাপক হাসাহাসি-কৌতুক-ধিক্কার দেখে আমার অবজারভেশন .....
লিখেছেন লিখেছেন মু নূরনবী ৩০ অক্টোবর, ২০১৪, ০১:০৮:০২ দুপুর
১. বিয়ে একটি পবিত্র জিনিস। এটা নিয়ে এত হাসাহাসির কিছু নাই। কোন ধর্মগ্রন্থ, আইনে কি বলা আছে এত বছরের পর বিয়ে করা যাবে না?
বরং বিয়ের ক্ষেত্রে উতসাহিত করা উচিত। মানুষের অনেক কিছু আছে যা একান্তই প্রিয় কারো কাছে শেয়ার করতে হয়। বিপদে চায় সাহস-শান্তনা। আর শেষ বয়সে সময়গুলোকে বোরিং না করার জন্য জীবন সঙ্গিনীর প্রয়োজন রয়েছে। উনিতো পারতেন রক্ষীতা বানিয়ে রাখতে, কিন্তু করছেন বিয়ে। সে ক্ষেত্রে রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই দেরীতে হলেও শুভ বুদ্ধির উদয় হওয়ার জন্য।
২. বেশীরভাগ মেয়েই যে টাকা ওয়ালা স্বামী চায়-এই ঘটনায় তা চোখে আঙ্গুল দিয়ে সবাইকে বুঝিয়ে দিলেন রিক্তা ম্যাডাম। এখানে দাম্পত্য চাওয়া, অনুভূতির শেয়ারিং কোন ফ্যাক্টর নয়।
বিয়ের আগেই গাড়ী বাড়ীর মালিক। এমন লোভনীয় অফারের কাছে কাইত হয়ে পড়ে না এমন মেয়ের সংখ্যা হাতে গোনা এই সমাজে।
৩. পরিশেষে চুটিয়ে পরকীয়া। এটা ভবিষ্যতবানী। হয়তো ফ্ল্যাশ হবে নয়তো হবে না। মানুষের চাহিদা দুই ধরণের। দৈহিক ও জৈবিক। কোনটাকে বাদ দিয়ে চলা অসম্ভব।
বিষয়: বিবিধ
৩০৮৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সরি। ভুল বুঝলেন।
ভালো না থাকলে মন্দকে কিভাবে আলাদা করতাম? নিশ্চয়ই ভালো মেয়ে/মহিলা/মানুষ আছে বিধায় সমাজটা এখনো টিকে আছে।
এমনিতেই হরতালে অফিস ফাঁকি মারতাছি...আর হরতাল দিয়েন না...প্লিজ
২. বেশীরভাগ মেয়েই যে টাকা ওয়ালা স্বামী চায়-এই ঘটনায় তা চোখে আঙ্গুল দিয়ে সবাইকে বুঝিয়ে দিলেন রিক্তা ম্যাডাম। এখানে দাম্পত্য চাওয়া, অনুভূতির শেয়ারিং কোন ফ্যাক্টর নয়।এটার সাথেও একমত তবে এটা শুধু মেয়েদের বেলায়ই নয় ছেলেদের বেলায় ও ।
টাকা পয়সা ,বাড়ি, গাড়ি নয় শুধু মাত্র ইউরোপের থাকার পারমিশনের জন্য ৫০/৬০ বছরের মহিলাকে বিয়ে করে ২০/২২ বছরের ছেলেরা এরকম অনেক দেখেছি ।যদিও এবিয়ে গুলো পারমিশনের পর আর থাকে না ।
আমি তাদের নাম বলছি না আমাদের দেশে এরকম অনেক উদাহরন আছে ।
শুধু মাত্র দুনিয়াবী লোভ লালসার জন্য এই অস্বাভাবিক বিয়ে হচ্ছে যার ফলে , পরিশেষে যা বলেছেন তার সাথেও একমত ।
একমত
আর একসেপশন কখনো একজাম্পল হতে পারে না।
কিছু আমাদের সমাজে ইদানিং কালের বিয়ে গুলোর দিকে তাকালে আপনি তাই ই দেখবেন।
আর আপনার পয়েন্টের আরেকটি দিক ও আছে...আমি তো এমন দুই এক পরিবারকে জানি, যাদের টাকার মেশিন হচ্ছে মেয়ে। মানে...মেয়েকে ফাও বিয়ে দেয়, অঅর ইনকাম করে।
ধন্যবাদ।
সব মেয়ে না।
দুই নাম্বার এর ব্যাপারে চুপ থা্কই ভাল। কারন আমার ঘরেও উনি আছেন!!!
ও হ্যাঁ....ভাই খবরদার, ঘরৈ অশান্তি লরাগে এমুন কতা কখুনো মনেও আনবেন না
এর মাধ্যমে কিছু অশ্লীল বার্তাও আমাদের সাধারন সভ্য সমাজে জায়গা নিচ্ছে|
তবে, অশ্লীল অংশ অবশ্যই পরিত্যাজ্য।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন