রেলমন্ত্রীর বিয়ে নিয়ে ব্যাপক হাসাহাসি-কৌতুক-ধিক্কার দেখে আমার অবজারভেশন .....

লিখেছেন লিখেছেন মু নূরনবী ৩০ অক্টোবর, ২০১৪, ০১:০৮:০২ দুপুর



১. বিয়ে একটি পবিত্র জিনিস। এটা নিয়ে এত হাসাহাসির কিছু নাই। কোন ধর্মগ্রন্থ, আইনে কি বলা আছে এত বছরের পর বিয়ে করা যাবে না?

বরং বিয়ের ক্ষেত্রে উতসাহিত করা উচিত। মানুষের অনেক কিছু আছে যা একান্তই প্রিয় কারো কাছে শেয়ার করতে হয়। বিপদে চায় সাহস-শান্তনা। আর শেষ বয়সে সময়গুলোকে বোরিং না করার জন্য জীবন সঙ্গিনীর প্রয়োজন রয়েছে। উনিতো পারতেন রক্ষীতা বানিয়ে রাখতে, কিন্তু করছেন বিয়ে। সে ক্ষেত্রে রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই দেরীতে হলেও শুভ বুদ্ধির উদয় হওয়ার জন্য।

২. বেশীরভাগ মেয়েই যে টাকা ওয়ালা স্বামী চায়-এই ঘটনায় তা চোখে আঙ্গুল দিয়ে সবাইকে বুঝিয়ে দিলেন রিক্তা ম্যাডাম। এখানে দাম্পত্য চাওয়া, অনুভূতির শেয়ারিং কোন ফ্যাক্টর নয়।

বিয়ের আগেই গাড়ী বাড়ীর মালিক। এমন লোভনীয় অফারের কাছে কাইত হয়ে পড়ে না এমন মেয়ের সংখ্যা হাতে গোনা এই সমাজে।

৩. পরিশেষে চুটিয়ে পরকীয়া। এটা ভবিষ্যতবানী। হয়তো ফ্ল্যাশ হবে নয়তো হবে না। মানুষের চাহিদা দুই ধরণের। দৈহিক ও জৈবিক। কোনটাকে বাদ দিয়ে চলা অসম্ভব।

বিষয়: বিবিধ

৩০৮৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279623
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১৭
আজব মানুষ লিখেছেন : ৩ নম্বরের জন্য কিছু সংখ্যক অবিবাহিত প্রয়োজন। আগ্রহী নরুণদের আবেদন করার জন্য অনুরোধ করা যাইতিছে Big Grin
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৩৯
223402
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নানা রেডি আছে!!!
৩১ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৬
223576
মু নূরনবী লিখেছেন : আপনে কি কমিঠির চেয়ারম্যান নাকি?Tongue
279626
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০১:২২
তৃতীয় চোখ লিখেছেন : ২ নং এ আপিন কিন্তু মেয়ে জাতির অপমান করলেন এ নিয়ে হরতাল হতে পারে
৩১ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৯
223577
মু নূরনবী লিখেছেন : মেয়ে জাতি তো মায়ের জাতি। মায়ের জাতির কেউ অপমান করে...?

সরি। ভুল বুঝলেন।

ভালো না থাকলে মন্দকে কিভাবে আলাদা করতাম? নিশ্চয়ই ভালো মেয়ে/মহিলা/মানুষ আছে বিধায় সমাজটা এখনো টিকে আছে।

এমনিতেই হরতালে অফিস ফাঁকি মারতাছি...আর হরতাল দিয়েন না...প্লিজHappy
279629
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৮
ফখরুল লিখেছেন :
৩১ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৯
223578
মু নূরনবী লিখেছেন : হায়রে...জোকার!

279681
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৮
আফরা লিখেছেন : ১. বিয়ে একটি পবিত্র জিনিস। এটা নিয়ে এত হাসাহাসির কিছু নাই। কোন ধর্মগ্রন্থ, আইনে কি বলা আছে এত বছরের পর বিয়ে করা যাবে না।১০০% একমত ।

২. বেশীরভাগ মেয়েই যে টাকা ওয়ালা স্বামী চায়-এই ঘটনায় তা চোখে আঙ্গুল দিয়ে সবাইকে বুঝিয়ে দিলেন রিক্তা ম্যাডাম। এখানে দাম্পত্য চাওয়া, অনুভূতির শেয়ারিং কোন ফ্যাক্টর নয়।এটার সাথেও একমত তবে এটা শুধু মেয়েদের বেলায়ই নয় ছেলেদের বেলায় ও ।

টাকা পয়সা ,বাড়ি, গাড়ি নয় শুধু মাত্র ইউরোপের থাকার পারমিশনের জন্য ৫০/৬০ বছরের মহিলাকে বিয়ে করে ২০/২২ বছরের ছেলেরা এরকম অনেক দেখেছি ।যদিও এবিয়ে গুলো পারমিশনের পর আর থাকে না ।

আমি তাদের নাম বলছি না আমাদের দেশে এরকম অনেক উদাহরন আছে ।

শুধু মাত্র দুনিয়াবী লোভ লালসার জন্য এই অস্বাভাবিক বিয়ে হচ্ছে যার ফলে , পরিশেষে যা বলেছেন তার সাথেও একমত ।

৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৩
223421
নোমান২৯ লিখেছেন : Applause Applause১নং সহমত|
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৩
223441
নিরবে লিখেছেন : ১০০% সত্য।
একমত
৩১ অক্টোবর ২০১৪ সকাল ১১:০২
223579
মু নূরনবী লিখেছেন : দ্বিতীয় পয়েন্ট নিয়ে আপনার আর্গুমেন্ট একেবারে ফেল না নয়। তবে, সেটা একসেপশনাল।

আর একসেপশন কখনো একজাম্পল হতে পারে না।

কিছু আমাদের সমাজে ইদানিং কালের বিয়ে গুলোর দিকে তাকালে আপনি তাই ই দেখবেন।

আর আপনার পয়েন্টের আরেকটি দিক ও আছে...আমি তো এমন দুই এক পরিবারকে জানি, যাদের টাকার মেশিন হচ্ছে মেয়ে। মানে...মেয়েকে ফাও বিয়ে দেয়, অঅর ইনকাম করে।Frustrated

ধন্যবাদ।
279688
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৩৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এইগুলা মেয়েদের স্বভাব। টাকা থাকলেই হলো। বেটা বুইড়া তাতে কি কামকাজ সারবে আরেক পুরুষের সাথে। Tongue Tongue Tongue
৩১ অক্টোবর ২০১৪ সকাল ১১:০২
223580
মু নূরনবী লিখেছেন : না...

সব মেয়ে না।
279699
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এর আগে বেশি বয়সে মরহুম আবদুস সামাদ আযাদ সাহেব ও বিয়ে করেছিলেন। তাকে নিয়ে হাসাহাসি হলেও কিন্তু তার বিয়ে করাকে সবাইই অভিনন্দন জানিয়ে ছিল। কারন তার প্রথম স্ত্রি ইন্তেকালের পর তিনি এই বিয়ে করেছিলেন এবং তার প্রায় সমবয়সি একজন কেই। তিনি ওলিমার দাওয়াত খাওয়ানো ছাড়া অন্য কোন অনুষ্ঠান করে নিজেকে হাস্যকর করে তুলেননাই।
দুই নাম্বার এর ব্যাপারে চুপ থা্কই ভাল। কারন আমার ঘরেও উনি আছেন!!!
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৬
223425
নোমান২৯ লিখেছেন : Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone চুপ ই থাকেন!Tongue Tongue
৩১ অক্টোবর ২০১৪ সকাল ১১:০৪
223581
মু নূরনবী লিখেছেন : ঠিক বলেছেন। ভিমরতি হয়েছে বলে মনে হয়...এমন ঝাঁকঝমক করতে গিয়ে ভাঁড় বনে গেছে।

ও হ্যাঁ....ভাই খবরদার, ঘরৈ অশান্তি লরাগে এমুন কতা কখুনো মনেও আনবেন নাCrying Tongue
279725
৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৫
নোমান২৯ লিখেছেন : দরকার কি ভাই|?এত প্রডিক্টশান করে?|লাভ আছে|?
এর মাধ্যমে কিছু অশ্লীল বার্তাও আমাদের সাধারন সভ্য সমাজে জায়গা নিচ্ছে|

৩০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৪
223443
নিরবে লিখেছেন : ঠিক বলেছেন।একমত
৩১ অক্টোবর ২০১৪ সকাল ১১:০৫
223582
মু নূরনবী লিখেছেন : ভাই আপনি আর আমি আলাদা দুটি মানুষ। আপনার মত করে তো আর আমি চিন্তা করতে পা্রব না।

তবে, অশ্লীল অংশ অবশ্যই পরিত্যাজ্য।

279779
৩০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
খান জুলহাস লিখেছেন : কথা সত্য। কিন্তু সত্য কথা তিক্ত।
৩১ অক্টোবর ২০১৪ সকাল ১১:০৬
223583
মু নূরনবী লিখেছেন : সত্য সব সময় তিতা রে ভাইCrying
279786
৩০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
ঘারতেরা লিখেছেন : হলুদ যিনি মাখাচ্ছেন অবস্থা যেন তার মতো না হয়।
৩১ অক্টোবর ২০১৪ সকাল ১১:০৬
223584
মু নূরনবী লিখেছেন : জায়গা মত হাত দিয়া দিছেনTongue
১০
295789
১৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : বৃক্ষলতা বার বার তার যৌবন পিরে পায়, কিন্তু মানুষের যৌবন শুধু একবার।
২০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
239436
মু নূরনবী লিখেছেন : হাহাহা...

ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File