একটি মাত্র অনুরোধ....
লিখেছেন লিখেছেন সূর্যের পাশে হারিকেন ২৯ এপ্রিল, ২০১৪, ০৩:৪৩:৪৫ দুপুর
..................................................................
ডিয়ার এডমিন / ডিভ্লাপার টীম / ব্লগ কর্তৃপক্ষ,
হ্যারির পক্ষথেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম গ্রহণ করবেন + আরও অসংখ্য ধন্যবাদও এত্ত সুন্দর টক/মিষ্টি/ঝাল মিশ্রিত মনের ভাব প্রকাশ + টানাটানি + খোঁচাখুঁচি করার জন্য একটা আঠালো প্ল্যাটফর্ম তৈরি করে দেয়ার জন্য।
ডিভেলাপার টীমের অতুলনীয় পরিশ্রম + মডু মামা/মামীদের আন্তরিকতা + সুন্দর মনের চারাব্লগার ও অবিজ্ঞ সহৃদয় লেখক/লেখিকাদের আপ্রাণ প্রচেষ্টায় আজ টুডে ব্লগ হাজারো বাধা প্রতিবন্ধকতার কাঁটাযুক্ত দেয়াল বেয়ে/পেরিয়ে/ডিঙ্গিয়ে আবারও মসৃণ পথ ধরে নিজের গন্তব্যের পানে এগিয়ে চলছে আগের চেয়েও বহুগুণ বেশি গতিতে। আল্-হামদুলিল্লাহ। এতে অবশ্যই ব্লগ কর্তৃপক্ষ ও ব্লগার, কারও অবদানই তুচ্ছ করে দেখার মতো নয়।
ব্লগার আমিন ইউসুফ এর ভাষায়ঃ-
ব্লগ যদি হয় চারাগাছ, তাহলে তাতে আলো-বাতাস ও পানির কাজ করে ব্লগারদের লিখাগুলো।
তাই, আল্লাহ'র শোকরিয়া আদায় করছি আপনাদের মাথায় এত্ত সুন্দর একটা বুদ্ধি + এত্ত খরচ বহন করারমতো সামর্থ্য + খরচ অব্যাহত রাখার মতো বড়+উদার মন প্রদান করার জন্য। + অন্তরের অন্তস্থলথেকে ধন্যবাদ জানাচ্ছি ব্লগের সাথে সংশ্লিষ্ট সবাইকে। রাব্বুল আলমীন যেন এই সুমহান কাজটাকে আপনাদের নাজাতের উছিলা বানিয়ে দেন। আমীন
সত্যি বলতে কি - নোংড়ামিভরা এই পঁচা পরিবেশে নিজেকে মানুষের মতো মানুষ (আশরাফুল মাখলুকাত হিসেবে) গড়েতুলে আদর্শ পরিবার ও সুষ্টু সমাজ নির্মানের জন্য টুডে-ব্লগের অবদান কখনও ভুলতে পারবো না আমরা। আল্লাহ্ আমাদের সবাইকে সাহায্য করেন ও সিরাতুল মুস্তাক্বীমের উপরই রাখেন।
যে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিঃ
পোস্ট পড়ে কিংবা কারও মন্তব্য দেখে অনেক সময় ইমোশ্যানালি/নস্টালজিক হয়ে (অথবা দুষ্টুমি করে ব্লগ-বন্ধুদের লেখায়) এমন কিছু মন্তব্য করে বসি, যা কিছুক্ষণ পরে "অপ্রাসঙ্গিক কিংবা অতিরিক্ত আবেগী" মনে হয়। ইচ্ছে করে শ্রদ্ধেয় ভাই/বোন তুল্য ব্লগারদের চোখে পড়ার আগেই ঐ মন্তব্যটা ডিলিট করে আরেকটা নতুন গঠনমুলক মন্তব্য করি, কিন্তু ব্লগারদের হাতে সেই ক্ষমতাটুকু না থাকায় অসহায়ের মতো চেয়ে থাকতে হয় + আফসোস করতে হয় + লজ্জিত হতে হয়।
তাই অনুরোধ করতে চাই সবার পক্ষথেকেঃ
"নিজের করা মন্তব্য / প্রতি-মন্তব্য (যার ব্লগেই হোক না কেন) -- যে কোন সময় -- নিজে ডিলিটা করতে পারার" ক্ষমতাটুকু যদি ব্লগারদের হাতে দেন, আমার মতো ইমোশ্যানাল ও অভিমানী বোকা ব্লগাররাও অস্বস্তি কাটিয়ে খুশি মনে ব্লগিং চালু রাখতে পারবে।
অন্যথায়, নিজের ভুলের/দুষ্টুমির/অসতর্কতার কাফ্ফারা দিতে কখন জানি লজ্জায় ব্লগছেড়ে পালাতে হয় আমি নিজেও ঠিক জানি না।
আশা করি বিবেচনা করে দেখবেন।
এই সুবিধা + ক্ষমতাটুকু না দিতে পারলেও নিরাশ + হতাশ না করে আশার আলো দেখিয়ে টুডেব্লগের কাছাকাছিই রাখবেন এই প্রত্যাশায় ..... কারন আমি আবার জন্মগতভাবে অভিমানী, কেঁদে কেঁদে চোখের জল শেষ করতে হবে। যা আমি সংরক্ষণ করে রাখছি বিশেষ একজনের জন্য
আমাদের + আপনাদের সবার উপর আল্লাহ'র রহমত বর্ষিত হোক, এই কামনায়।
........................................................
আপ্নাদের প্রিয়
(বোকা ব্লগার)
সূর্যের পাশে হারিকেন ওরফে হ্যারি
বিষয়: বিবিধ
২২৫০ বার পঠিত, ৮৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
(বোকা ব্লগার)
সূর্যের পাশে হারিকেন ওরফে হ্যারি
তুমি যে আমাদের প্রিয় এটা তোমাকে কে বলেছে বোকা ব্লগার।
=> যাতে গঠনমূলক মন্তব্য করার যায়
=> যাতে বানান ঠিক করে দেওয়া যায়
=> যাতে ভুল মন্তব্য মুছে অথবা ঠিক করে দেওয়া যায়
=> যাতে বেফাস মন্তব্য করে লজ্জিত হতে না হয়
=> মন্তব্যর সাথে ছবি/ভিডিও/লিংক দেবার থাকলে পরে যুক্ত করে দেওয়া যায়
সুতরাং, প্রিয় ব্লগার একটি গুরুত্বপূর্ন সুবিধা পেতে আবেদন করেছেন। আশা করছি সম্মানিত মডারেটর এই আবেদনটি সুবিবেচনায় পদক্ষেপ নিবেন।
৩য় বার পড়তে চাই না একই বিপদে।
কোথায় তুমি ভুল করছিলা????
ভুলে কি লিখছ???
আবার নিজেকে বোকা বলছো কেন???
মেয়েরা কিন্তু বোকা কে বেশি পছন্দ করে সেই চান্স নিতেছ না তো
স্টিভ জবস বলেছিল "খুধার্ত থেক বোকাসোকা থেক"
[বি:দ্র: কমেন্টস করার পরে আমার ডিলিট করার কোন ক্ষমতা নাই তাই মডুদের কাছে এর জবাবা চাই স্যরি, সমাধান চাই]
মেয়েরা কিন্তু বোকা কে বেশি পছন্দ করে সত্যি নাকি? তাহলেতো আমি দিন দিন বড় সাইজের বোকা বনে যাবো
স্টিভ? ... কূক করাই যার জব? ওর কথাইতো
হাড্ডি সব তোমার কাছে বিকাশ করে পাঠাবো??...
এটা আবার কি বললা "বড় সাইজের বোকা"
স্টিভ জবস হচ্ছে এপল কোম্পানির প্রতিস্ঠাতা। মরে গেছে, কাফেরুন ছিল। তবে তার সেই লেকচারটা থেকে ভালকিছু শেখার আছে তাই দিয়েছিলাম। Click this link
থ্যাংকস।
এখনকারটাই ভালো মনে করি আমি।
পড়ে দেখা গেলো একটা ডিলেট করছো আর ঐ দিনের সব মন্তব্য ডিলেট হয়ে গেছে।
সূর্যের আলোতে যা দেখা যায়না-
তা খুঁজে পেতে
হারিকেনের আলো-ই কার্যকর
প্রস্তাবে সমর্থন ১০০০০০০০০০০০০০০০০০০০০০ বার
আপনার অনুরোধের পক্ষে সমর্থন প্রকাশ করছি। আমারও মনে হয় মন্তব্যে এডিট সিস্টেম থাকলে ভাল হয়
পরিশেষে আমার অনুরোধের পক্ষে সমর্থন দেয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা
হারি, চিন্তা করোনা আরুহী হাতুড়ী নিয়ে আর রাহবার আসছে কামান নিয়ে তোমাকে চাচাতে...
হারি, চিন্তা করোনা আরুহী হাতুড়ী নিয়ে আর রাহবার আসছে কামান নিয়ে তোমাকে চাচাতে...
ভাল করে বুঝ কে তোমার প্রকৃত বন্ধু...
মডু মামা/খালা ... নইলে মডু খালারা মাইর দিতে পারে ....।
আপ্নাদের প্রিয়
(বোকা ব্লগার)
সূর্যের পাশে হারিকেন ওরফে হ্যারি
মাঝে মাঝে প্রশ্ন জাগে সে আমার জন্য ব্যাকুল হয় না? সে আমাকে খুঁজে না?
আরে ধ্যাত... শরমের কি আছে? আমরাতো আর অবৈধ পথে যাচ্ছি না, বিবাহ করার জন্যইতো নীলপরীর সন্ধানে নেমেছি... কি বলেন?
আমি মাঝে মধ্যে কি করি জনেনে? সেই আমার হবু-বউ নীলপরীটা কোথায় বড় হচ্ছে, কোন কষ্টে আছে কি না, পড়ালেখা ঠিক মতো করতেছে কি না ইত্যাদি ভেবে ভেবে খাওয়া দাওয়া বন্ধ করে চিন্তিত হয়ে পড়ি।
আচ্ছা সেওকি আমাকে নিয়ে এভাবে চিন্তা করবে? হয়তো করবে! কি জানি যাইহোক আই মিস ইউ মাই সুউইট নীলপরী
হুম তাই হোক! কিন্তু আমরা কি বউ’র জন্য পাগল হয়ে গেছি? আসেল আরেকটা বিষয় বাংলাদেশে এখন পরীর লাহান মাইয়ার বড় অভাব। মেকআপ, পোষাক আষাকে মনে হয় হয় একেক জন এক একটা অদ্ভুদ ভুতী। সো চলেন/চল আমরা নীলপরী না খুঁজে নীলভূতীদের খুঁজি।
বড় আপুরা, বড় ভাইয়েরা তো এখানে আছে, পিটানো শুরু করলে হবে...
পার্লার এ না নিয়ে গেলে ভুতী হবে না, বুঝেছেন? ঘরোওয়া পরিবেশে যতটুক সাজানো যাবে তাতেই সন্তুষ্ঠ থাকবেন, কেমন? আমি কিন্তু মরে গেলেও বউ কে পার্লারে যেতে দেবো না। সাবধান!.. এখনকার পার্লরগুলোতে আবার গোপনে সিসি-ক্যামরাও বসাই রাখে!
আর আপনি তোঁ একজন খাটি মুসলিম। জাহান্নামের টিকেট লিয়ে ঘুরাফেরা করেন! আমার এক কবিতায় আমারেও দিসিলেন মনে আছে? পরে আমি ডরে কবিতাই মুইছে দিসি! তাই বলতেসি আপনার মত বুজুর্গ মানুষকে কি খৃষ্টান নাম ''হ্যারি'' তে মানায়? একটা সুন্দর আহ্লাদী নাম রেখে নিবেন। ''হুজুর/পীর হারিকেন বাবা'' হইলে ভালো হয়।
আর মন্তব্য ডিলিটের অপশন না থাকলেই হয়। কারণ তাতে আসিফ মহিদ্দিনের মত লোকেরা পাপ মুইছে সাধু বইনে যাবে। তাই আমি এই অপশন চাই না। তবে ফেসবুকের মত এডিট অপশন(যাতে পুরানো হিস্ট্রিও থাকে) ওমন হইলে অসুবিধা নাই। একজন ব্লগার হিসেবে যা মনে হইল কইলাম। আবার ব্যান কইরে দিয়েন না।
--------------
হুম... একটা যে দিছিলাম স্পষ্ট মনে আছে (আমি পরে ঐ কবিতাটা আবার পড়তে গিয়েছিলাম বাট ছিলনা আগের জায়গায় ) কবিতাটি কি সত্যি সত্যিই কি আমার কারনেই মুছে দিছিলেন? আমিতো আরও মনে কর্ছিলাম হার-পরানো প্রবাসী ভাইয়াটা বকে-টকে দিছে তাই ডিলিট মারছিলেন যাই হোক আমি ১০০ বার "সরি" বলছি, দাও ক্ষমা করে এখন মোরে
"খৃষ্টান নাম"? এডা আবার কি? ইন্দেনিশিয়ান/জাপানীজ মুসলিমদের নামগুলো দেখছেন কি রকম? সব নন-এ্যরাবিক নাম, "তুলুতুলুলুতু" মার্কা
নামের অর্থ যদি আল্লাহ/রাসুল বিদ্ধেষী, হারাম/অবৈধ কিংবা ইসলামে নিষিদ্ধ কোন কিছুকে ইন্ডিকেইট না করে সেই নাম ধারন করাতো দোষনীয় নয় (এটা আমার ব্যক্তিগত ধারনা - পীর/বাবার ফতোয়া মনে কইরেন্না আবার হিহিহি )। আর এটাতো আমার নিক নেইম/অরিজিন্যাল নামও নয়, জ্যাস্ট একটা ফানী টাইটেল যা আমার কিছু প্রিয় ব্লগারের পছন্দ করা।
এখন যেটা রাখছে সেটার আক্বিকাও দেইনি, আরেকটা রাখলে বুঝা বেড়ে যাবেগো টুম্পামণি, তাই আপনার নামগুলো পছন্দ হলেও গ্রহণ করার সাধ্য আমার নেই
আপনারে আর ব্যান করবোনা কখনও কারন কয়েকদিন পরে যখন প্রবাসী ভাইয়াটা আসবে আপনি নিজে নিজেইতো "ব্যানীত" হয়ে যাবেন তাই না টুম্পামণি?
@ইকি আপু
নীল পরী
৭+৫=১৪
মন্তব্য করতে লগইন করুন