আচ্ছা... আপনাদেরও কী এমন হতো?

লিখেছেন লিখেছেন সূর্যের পাশে হারিকেন ২৯ নভেম্বর, ২০১৩, ০৬:১০:৪২ সন্ধ্যা



সবার ভিতরে লেখার প্রতিভা থাকতে হবে এমন কোন কথা নেই। আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলাও সবাইকে একই বিষয়ে পারদর্শী করে সৃষ্টি করেন নি। তাই আমি বিষয়টা নিয়ে মোটেও চিন্তিত নয়। কিন্তু ইচ্ছে টা প্রবল আমার মনের ভিতর, যে আমি লিখবো, অক্ষরে অক্ষরে ফুটিয়ে তুলবো; আমার চিন্তা চেতনা, ভবিষ্যত পরিকল্পনা, নৈতিক বাসনা, জ্যান্ত স্বপ্নের বর্ণনা। Chatterbox

কিন্তু প্রকাশ করার যোগ্যতা যে আমার নাই, তাই মনের স্বপ্ন মনেই থেমে যাই। নিত্যনতুন চিন্তায় ঢেকে যায়, চাপা পড়ে যায়, হৃদয়ের গহীন কোণায়। আমি এখনো চেষ্টা চালিয়ে যায়, আল্লাহ তা'আলা, আমাকে কোন গুণটা দিয়ে পাঠিয়েছে দুনিয়ায়। কিন্তু হায়, আমি আসলে অসহায়, সীমিত জ্ঞানের কোটায় এখনো ধরা পড়ে নাই। Day Dreaming

হঠাত চিন্তা করে দেখলাম, আমিও তিনটা পোস্ট দিয়েছি ব্লগে। যদিও মানের দিকথেকে শুণ্যের দিকে। তবুও মন্তব্য পড়েছে, সাহস যুগিয়েছে, দুষ্টুমির আড্ডা বসিয়ে আনন্দ দিয়েছে। কিন্তু এগুলো প্রকাশ করতে, কী কষ্ট যে হয়েছে, তার খবর কে রাখে। Chatterbox

যখন কিছু একটা লিখতে চায়, পিসির সামনে বসে যায়। হার্টবীটের কম্পন তাই সাথে সাথে বেড়ে যায়। সাধা কাগজের নোটগুলোর সাহায্যে শুরু করি টাইপ করা। ভাবনার ঘোরে হয়ে যায় আত্বহারা। গন্তব্য হারিয়ে হয়েপড়ি দিশেহারা। অবশেষে মনভরা কষ্ট নিয়ে ড্রাফ্ট বাটনে ক্লিক দিয়ে, চাপা একটা ক্ষোভ নিয়ে, অলসতা কে ধিক্কার দিয়ে, নিজের মন কে বকুনি দিয়ে, ঘুমিয়ে পড়ি আবার লেখার শপথ নিয়ে। Loser

@

এটা ছিলো পোস্ট পাবলিশ করার আগের স্টেজের বর্ণনা, পরের টা তো আরো মারাত্বক, শুনতে ইচ্ছে করছে কি না, তাতো আমি জানি না। ভাল না লাগলে চলে যেতে নেই মানা।

@

কিছু অক্ষর, কিছু ইমোটাইকনের চিহ্ন, লেখাটা হয়েছে ধন্য। যদিও আপনাদের কাছে নগণ্য, আমার কাছে অতি মূল্যবান পণ্য। যেহেতু কষ্ট করেছি, সময় দিয়েছি, জ্বীবনের কিছু অংশতো খরচ করেছি। উদ্দেশ্য ছিলো একটা, শুরু করবো মনের ভাব প্রকাশ করার রাস্তা। বিলিয়ে দেবো নিজের অগোছালো কথামালা, শুধরিয়ে নিবো নিজের ভুল ভ্রান্তি, দূর করেদিবে নিজের অসহায়ত্বের ক্লান্তি। Give Up

এখন রিভিউ দেবার পালা, শুরু হলো উপর থেকে দুচোখ বুলা। শেষে এসে দেখি কি এক দুর্দশা, "ব্লগ প্রকাশ করুন" বাটনটা দেখে অনুভব করলাম হাত কাঁপা। কি যে করি এখন, ভেবে কূল পায় না যখন, চেয়ার ছেড়ে উঠে তখন পায়চারি করি কিছুক্ষণ।

বুকে হাত চলে যায়, নিজের অজানায়। ধরা পড়ে মৃধু কম্পন, ঠিক যেন মোবাইলের ভাইব্রেশন। মনে মনে ভাবি, এত ভয়ঙ্কর কেনু এই বাটন? বাম হাতে বুকে রাখি, থেমে রাখার চেষ্টা করি বুকের ধড়ফড়ী, সাহস করে চেপে ধরি যখনই ক্লিক করি, প্রকাশ পেয়েই হাঁপ ছাড়ি। Give Up

আচ্ছা............

কিছু লিখতে চাইলে কেনু এমন হয় আমার?

এতো কষ্টকরে ব্লগ লিখার, আছে কি কোন দরকার?

অপেক্ষায় রইলুম আপনাদের অবিজ্ঞতা শুনার Waiting

বিষয়: বিবিধ

১৯৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File