আমিও কি চলে যাবো?
লিখেছেন লিখেছেন সূর্যের পাশে হারিকেন ০১ নভেম্বর, ২০১৩, ১২:১০:৩৭ রাত
যাদের দেখে ব্লগে আসা, তারা যখন যাচ্ছে চলে
করবো আমি কী, একা একা ব্লগে ঘোরে?
#
ইকি রোজা শুকনোপাতা, ইশরাত আলোর-আভা
হারিয়েগেছে নূর আয়েশা, মজুমদার ও ভিশুদা
#
আশা ছিল বুকে, শিখবো লিখে লিখে
লিখতে বসে অনেকবার যে কলম গেছে বেঁকে
#
ইকি আপুর লেখা, যখনই পাই দেখা
অফিসের ফাইল না দেখে, দেখি শুধু রেখা
#
দেখা নেই কথা নেই, ] নেই সম্পর্ক রক্তের
আনন্দে খুশি, কষ্টে ব্যাথিত হয় টানে অন্তরের
#
আল্লাহর কাছে ফরিয়াদ, করি সবাই মোনাযাত
এই বন্ধন যেন হয়, উসিলায়ে নাযাত
#
আল্লাহর জন্যই সম্পর্ক, তাঁরই জন্যই ত্যাগ
রাসুল বলেছেনঃ তাদের জন্য রয়েছে আরশের নিচের ভাগ
আপনাদের কষ্ট দেয়ার জন্য ক্ষমাপ্রার্থী। আমি আসলে লিখতে পারিনা, যোগ্যতা কিংবা প্রতিভা কোনটাই নেই আমার। তারপরও ভিশুদার বিরহে কয়েকটা লাইন লেখার চেষ্টা করলাম।
এটা আমার জীবনের ২য় কবিতা (!?)। কবিতা হয়ছে নাকি অন্য কিছু আমি ঠিক বলতে পারি না
প্রিয় ভিশু ভাইয়া, আপনি যেখানে আছেন সুস্থ থাকবেন। যত দ্রুত সম্ভব আমাদের মাঝে ফিরে আসুন
বিষয়: বিবিধ
২২৮৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন