অনেক দিনের অপেক্ষার শেষে পেয়েগেলাম
লিখেছেন লিখেছেন সূর্যের পাশে হারিকেন ১৯ অক্টোবর, ২০১৩, ০৮:০৪:৫৩ রাত
(বিসমিল্লাহির রাহমানির রাহীম)
আস্-সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকতুহু
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন, ওয়াস্সালাতু আলা রাসুলিহিল কারীম
প্রিয় ভাইয়া / আপুরা......... আশাকরি সবাই ভাল আছেন। আজকে অনেক খুশি লাগতেছে আমার, কেন জানেন?
আমি বিডিটুমোরোতে আইডি খুলছিলাম সাবিহাপু (আলোর আভা), রোজাপু, আরোহী আপু, ইশরাতাপু , পাতাপু, ইক্লিপ্স-টুম্পাপু, তাসনীমাপু, জামাল ভাই, রেহনুমাপু, ভিশু সহ আরো কিছু আমার অতি প্রিয় ব্লগারদের মজার এবং শিক্ষনীয় ব্লগগুলোতে মন্তব্য করার জন্য ( যদিও মন্তব্য করার মতো সময়টুকুও পাওয়া খুব টাফ আমারমতো একজন ব্যস্ত পাবলিকের জন্য)।
কিন্তু দুখেঃর বিষয় হচ্ছে যে অনেক দিন হয়ে গেলেও, মন্তব্য করার মতো সামান্য ক্ষমতাও আমার ছিল না।
আজকে হঠাৎ ব্লগে ঢুকেদেখি যে আমাকে মন্তব্য করার ক্ষমতা দেয়া হয়েছে। ক্ষমতা টুকু পেয়ে কিযে খুশি লাগতেছে..... আকাশে বাতাসে দেখেন... আমার সাথে ওরা ও কী আনন্দে দুলতেছে... আজকে বুঝতে পারলাম... ক্ষমতার স্বাদ কত গভীরে.... তাইতো ক্ষমতার জন্য এত .... এজন্যই তো ক্ষমতা ছাড়তে চায় না।
আরো একটা সার্প্রাইজ:-
যখন মেইল চেক করলাম... দেখি মডু মামার মেইল, যেখানে লেখা:
প্রিয় ব্লগার,
টুডে ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ।
এখন থেকে আপনার লেখা সরাসরি প্রথম পাতায় প্রকাশিত হবে।
...........
শুভ ব্লগীং,
টুডে ব্লগ টিম
প্রিয় মডুমামাদের কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এই মহৎ কাজটার জন্য। আপনাদের হয়তো একটা বিয়ের কাজ সম্পন্ন করার মতো সাওয়াব হবে !
মনে মনে ভাবতেছি, নিশ্চয় মডুমামা স্বপ্নে কিছু একটা দেখছে, তাই আমার মতো একজন নগণ্য পাবলিকের কপাল খুলে গেল বিনা পোস্টে !!!
কিন্তু এখন বসে বসে ভাবতেছি... কী লিখবো আমি? আমারতো লেখার কোন যোগ্যতাও নেই, অভ্যাসও নেই। কোনদিন কিছু লিখি নাই। এখন কি করবো? আর কিছু যদি না-ই লিখি... তয় ... মডু মামাদের বেইজ্জতী করার মতো হয়ে যাবে না তো?
আপনারা সবাই আমার জন্য দুআ করবেন, প্লীজ
বিনিময়ে আমিও আপনাদের জন্য দুআ করবো, ইনশা-আল্লাহ।
বিষয়: বিবিধ
২১৩৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে স্বাগতম আপনার নাম কি??? কবে জয়েন করলেন আমাদের এখানে
মন্তব্য করতে লগইন করুন