ফিরোজা বেগম আর নাই! হেই কথাডা এই ব্লগের কেউ হুনছেন নি?
লিখেছেন লিখেছেন বেআক্কেল ১০ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৩৯:৪৪ দুপুর
ফিরোজা বেগম বাংলাদেশের এক কিংবদন্তি। নজরুল সংগীতের এক বিরাট দিকপাল। তাঁর মত সঙ্গীত শিল্পী বাংলা ভাষায় আর একটি জন্ম হবে কিনা সন্দেহ। বর্তমানে সেরা শিল্পী মানে 'হট টি টি' মার্কা গান গাওয়া। যে শিল্পী যত্ত বড়, তার গানে মিউজিক আরো বড়। যাত্তে করি স্রোতারা শিল্পীর বেসুরা গলার দুর্বলতা বুইজতে না পারে।
বর্তমানের ডিজিটাল কালে, সূর যেমন, গায়ক তেমন, স্রোতারও তেমন।
আলকাতরার খালি ড্রামে জোতার বাড়ি দিলেও বর্তমান যুগের শিল্পীদের গানের মিউজিক বাইজা যায়।
আবার শিল্পীরাও গলায় হাড়, হাতে ছাগল বাধার পচা দড়ি, হাতে গিটার লইয়া কুত্তার মত ভেউ........উ.........উ......ঊ....ঔ করিলেও দারুন সুর উইঠা যায়।
স্রোতারাও খুজলি বেরামের রোগীর মত লাফাইয়া লাফাইয়া উয়াও.......ইয়াহু.......বইলা লাফাঙ্গা মাইয়াদের নাদুশ নুধুস শরীরের উপর পইড়া যায়।
ফিরোজা বেগম হেই ধরনের গান গায় নাই, তিনি গাইয়াছেন নজরুলের গান, ছহি ও শুদ্ধ করিয়া নজরুলের গান গাওনের জন্য তার জুড়ি নাই। রবীন্দ্র শিল্পী মরিলে তো আজ দেশে গজব নামিয়া পড়িত।
আমায় নহে গো
ভালোবাস শুধু, ভালোবাস মোর গান
---------------------------
আমার গানের মালা
আমি করব কারে দান। মালার ফুলে জড়িয়ে আছে, করুণ অভিমান।।
--------------------------------
আমি যার নূপুরের ছন্দ, বেণুকার সুর, কে সেই সুন্দর, কে? আমি যার বিলাস যমুনা, বিরহ বিধুর, কে সেই সুন্দর, কে?
-------------------------------------
শুকনো পাতার নূপুর পায়ে, নাচিছে ঘুর্ণিবায়, জল তরঙ্গে ঝিল্মিল্ ঝিল্মিল্, ঢেউ তুলে সে যায়।।
------------------------------------
নুরজাহান নুরজাহান
সিন্ধু নদীতে ভেসে, এলে মেঘলামতির দেশে, ইরানি গুলিস্তান ।।
-----------------------------------
শাওনও রাতে যদি,স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে,নয়নে বারি ঝরে।।
।
বিষয়: বিবিধ
১৩০৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আবার শিল্পীরাও গলায় হাড়, হাতে ছাগল বাধার পচা দড়ি, হাতে গিটার লইয়া কুত্তার মত ভেউ........ উ......... উ...... ঊ.... ঔ করিলেও দারুন সুর উইঠা যায়।
স্রোতারাও খুজলি বেরামের রোগীর মত লাফাইয়া লাফাইয়া উয়াও.......ইয়াহু.......বইলা লাফাঙ্গা মাইয়াদের নাদুশ নুধুস শরীরের উপর পইড়া যায়।
আপনার এই মন্তব্যটি তির্যক হইলেও অবাস্তব নয়। অনেক ধন্যবাদ
শুধু ভালবাসি তার গান।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
আপনার কথাগুলো সত্য। যে গানগুলোর উল্লেখ করেছেন (লেখার সর্ব শেষে) , আজও সেগুলো একা একা গুনগুন করে গাই। খুবই নস্টালজিক; ছেলেবেলায় রেডিওতে শোনার মুহুর্তগুলোকে কেন জানি টেনে নিয়ে আসে।
তবে এই শিল্পীর দুই ছেলে মায়ের ঘরানার গানকে ধারণ না করে পাশ্চাত্যের সুর এবং ঢঙকে আয়ত্ব করেছে। মাইলস নামের ব্যান্ড যা আমাদের দেশের ব্যান্ড সঙ্গীতের ক্ষেত্রে এক অন্যতম দিকপাল।
ধন্যবাদ আপনাকে।
অনেক শুভেচ্ছা।
বেচারী অনেক হায়াত পাইছে ।
ভাল গান গাইত ।
মানুষ মরলশীল । মরার পর মানুষের কীর্তি গুলো থেকে যায় ।
আল্লাহ উনার খারাপ আমলগুলো ক্ষমা করে ভাল আমলগুলো কবুল করে উনার কবর আজাব মাফ করুন । আমীন।
মজা পেলুম, অনেক ধন্যবাদ
মানুষ মরলশীল । মরার পর মানুষের কীর্তি গুলো থেকে যায় ।
আল্লাহ উনার খারাপ আমলগুলো ক্ষমা করে ভাল আমলগুলো কবুল করে উনার কবর আজাব মাফ করুন । আমীন।
তয় সবাই আমার কথাটারে এতো গ্যাঞ্জাম করছে যা আমি হতবাক হয়ে গেছিলুম।
আমি বলছিলুম "ইনশাআল্লাহ দেখা হবে জান্নাতে" কিন্তু অনেকেই আমার ইনশাআল্লাহ কথাটাকে মনেহয় চোখেই দেখে নি অনেকের চোখ নষ্ট মনেহয়।
যাক তবে একটা বিষয় দেখছি কিভাবে কথাকে আউট অফ কনটেক্স করলে তার অর্থ কিভাবে পাল্টায় যায়।
আল্লাহ আপনার মঙ্গল করুন আমীন।
মন্তব্য করতে লগইন করুন