ফিরোজা বেগম আর নাই! হেই কথাডা এই ব্লগের কেউ হুনছেন নি?

লিখেছেন লিখেছেন বেআক্কেল ১০ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৩৯:৪৪ দুপুর



ফিরোজা বেগম বাংলাদেশের এক কিংবদন্তি। নজরুল সংগীতের এক বিরাট দিকপাল। তাঁর মত সঙ্গীত শিল্পী বাংলা ভাষায় আর একটি জন্ম হবে কিনা সন্দেহ। বর্তমানে সেরা শিল্পী মানে 'হট টি টি' মার্কা গান গাওয়া। যে শিল্পী যত্ত বড়, তার গানে মিউজিক আরো বড়। যাত্তে করি স্রোতারা শিল্পীর বেসুরা গলার দুর্বলতা বুইজতে না পারে।

বর্তমানের ডিজিটাল কালে, সূর যেমন, গায়ক তেমন, স্রোতারও তেমন।

আলকাতরার খালি ড্রামে জোতার বাড়ি দিলেও বর্তমান যুগের শিল্পীদের গানের মিউজিক বাইজা যায়।

আবার শিল্পীরাও গলায় হাড়, হাতে ছাগল বাধার পচা দড়ি, হাতে গিটার লইয়া কুত্তার মত ভেউ........উ.........উ......ঊ....ঔ করিলেও দারুন সুর উইঠা যায়।

স্রোতারাও খুজলি বেরামের রোগীর মত লাফাইয়া লাফাইয়া উয়াও.......ইয়াহু.......বইলা লাফাঙ্গা মাইয়াদের নাদুশ নুধুস শরীরের উপর পইড়া যায়।

ফিরোজা বেগম হেই ধরনের গান গায় নাই, তিনি গাইয়াছেন নজরুলের গান, ছহি ও শুদ্ধ করিয়া নজরুলের গান গাওনের জন্য তার জুড়ি নাই। রবীন্দ্র শিল্পী মরিলে তো আজ দেশে গজব নামিয়া পড়িত।

আমায় নহে গো

ভালোবাস শুধু, ভালোবাস মোর গান


---------------------------

আমার গানের মালা

আমি করব কারে দান। মালার ফুলে জড়িয়ে আছে, করুণ অভিমান।।


--------------------------------

আমি যার নূপুরের ছন্দ, বেণুকার সুর, কে সেই সুন্দর, কে? আমি যার বিলাস যমুনা, বিরহ বিধুর, কে সেই সুন্দর, কে?

-------------------------------------

শুকনো পাতার নূপুর পায়ে, নাচিছে ঘুর্ণিবায়, জল তরঙ্গে ঝিল্‌মিল্‌ ঝিল্‌মিল্‌, ঢেউ তুলে সে যায়।।

------------------------------------

নুরজাহান নুরজাহান

সিন্ধু নদীতে ভেসে, এলে মেঘলামতির দেশে, ইরানি গুলিস্তান ।।


-----------------------------------

শাওনও রাতে যদি,স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে,নয়নে বারি ঝরে।।

বিষয়: বিবিধ

১৩০৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

263581
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৩
কাহাফ লিখেছেন : গত কাইলকাই তো জানলাম রাইত ৯ডার সময়........
263586
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫১
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আলকাতরার খালি ড্রামে জোতার বাড়ি দিলেও বর্তমান যুগের শিল্পীদের গানের মিউজিক বাইজা যায়।

আবার শিল্পীরাও গলায় হাড়, হাতে ছাগল বাধার পচা দড়ি, হাতে গিটার লইয়া কুত্তার মত ভেউ........ উ......... উ...... ঊ.... ঔ করিলেও দারুন সুর উইঠা যায়।

স্রোতারাও খুজলি বেরামের রোগীর মত লাফাইয়া লাফাইয়া উয়াও.......ইয়াহু.......বইলা লাফাঙ্গা মাইয়াদের নাদুশ নুধুস শরীরের উপর পইড়া যায়।

আপনার এই মন্তব্যটি তির্যক হইলেও অবাস্তব নয়। অনেক ধন্যবাদ
263594
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০৪
মোস্তাফিজুর রহমান লিখেছেন : যখন গান শুনতাম তখন তারগানগুলো শুনতাম। কিন্তু ভাবতাম হয়তো কলিকাতার কোন শিল্পী।
263599
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২২
প্রেসিডেন্ট লিখেছেন : ফিরোজারে নহে গো ভালবাসি
শুধু ভালবাসি তার গান।
263600
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২৫
মামুন লিখেছেন : হ্যা, ওনার মৃত্যু সংবাদ শুনেছি।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
আপনার কথাগুলো সত্য। যে গানগুলোর উল্লেখ করেছেন (লেখার সর্ব শেষে) , আজও সেগুলো একা একা গুনগুন করে গাই। খুবই নস্টালজিক; ছেলেবেলায় রেডিওতে শোনার মুহুর্তগুলোকে কেন জানি টেনে নিয়ে আসে।
তবে এই শিল্পীর দুই ছেলে মায়ের ঘরানার গানকে ধারণ না করে পাশ্চাত্যের সুর এবং ঢঙকে আয়ত্ব করেছে। মাইলস নামের ব্যান্ড যা আমাদের দেশের ব্যান্ড সঙ্গীতের ক্ষেত্রে এক অন্যতম দিকপাল।
ধন্যবাদ আপনাকে।
অনেক শুভেচ্ছা। Rose Rose Rose Good Luck
263603
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩০
ঘাড় তেড়া লিখেছেন : কমল দাশ গুপ্তের স্ত্রী নাকি ?
বেচারী অনেক হায়াত পাইছে ।
ভাল গান গাইত ।

263604
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩১
সজল আহমেদ লিখেছেন : অহ নো দুক্কু ফেলুম !
263607
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪৫
আফরা লিখেছেন : আমি আপনার কাছ থেকেই শুনলাম ।

মানুষ মরলশীল । মরার পর মানুষের কীর্তি গুলো থেকে যায় ।

আল্লাহ উনার খারাপ আমলগুলো ক্ষমা করে ভাল আমলগুলো কবুল করে উনার কবর আজাব মাফ করুন । আমীন।
263608
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪৭
আবু জান্নাত লিখেছেন : আবার শিল্পীরাও গলায় হাড়, হাতে ছাগল বাধার পচা দড়ি, হাতে গিটার লইয়া কুত্তার মত ভেউ ........উ .........উ ......ঊ ....ঔ করিলেও দারুন সুর উইঠা যায়।
মজা পেলুম, অনেক ধন্যবাদ
১০
263614
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৩
সুশীল লিখেছেন : কাহাফ লিখেছেন : গত কাইলকাই তো জানলাম রাইত ৯ডার সময়........
১১
263620
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০২
ইমরান ভাই লিখেছেন : আফরা লিখেছেন : আমি আপনার কাছ থেকেই শুনলাম ।

মানুষ মরলশীল । মরার পর মানুষের কীর্তি গুলো থেকে যায় ।

আল্লাহ উনার খারাপ আমলগুলো ক্ষমা করে ভাল আমলগুলো কবুল করে উনার কবর আজাব মাফ করুন । আমীন।
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২২
207236
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হেইদিন আন্নে হগল থেইক্যা বিদায় নিলেন জান্নাতে দেখা করার ওয়াদা দিয়া। আবার আইলেন কখন?
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৫
207240
ইমরান ভাই লিখেছেন : আবার ফিরছি গ্যাঞ্জাম লাগমু তাই Tongue
তয় সবাই আমার কথাটারে এতো গ্যাঞ্জাম করছে যা আমি হতবাক হয়ে গেছিলুম।

আমি বলছিলুম "ইনশাআল্লাহ দেখা হবে জান্নাতে" কিন্তু অনেকেই আমার ইনশাআল্লাহ কথাটাকে মনেহয় চোখেই দেখে নি Sad অনেকের চোখ নষ্ট মনেহয়।

যাক তবে একটা বিষয় দেখছি কিভাবে কথাকে আউট অফ কনটেক্স করলে তার অর্থ কিভাবে পাল্টায় যায়।

আল্লাহ আপনার মঙ্গল করুন আমীন।
১২
263640
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মরনের আগে হেতিনি বহুত ভালা ভালা গান হুনাই আছিল গোটা জাতিরে। হেতিনির তাবৎ গুনাহ হতরা মাপ কইরা কবরে জবাবদিহিতার মাত্রাডা সহজ কইরা দেয় হেই দুয়া কইরবার চাই।
১৩
263708
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১২
আবু নাইম লিখেছেন : আল্লাহ তার নেক আমলগুলো কবুল করুন এবং খারাপ কাজগুলো মাফ করে দিন এবং তাকে জান্নাত দান করুন। আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File