সমস্যা অনেক, সমাধান একটাই গণেশ মুর্তি ও তাবিজ!

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১০ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৫৪:০৪ দুপুর



দয়াকরে পুরো লেখাটি পড়ে অবশ্যই মন্তব্য করবেন।

গত কয়েকদিন যাবত ইন্ডিয়ান একটি টিভি চ্যানেলে এ্যাড দেখলাম, মা ধনলক্ষ্যী গনেষ মুর্তি সাথে ২৪ ক্যােরট খাটি সোনা যা গলায় বা হাতে রাখলে সকল সমস্যা নাকি নিমিষেই সমাধান হয়ে যাবে, যেমন,

১.যার বিয়ে হয় না তার বিয়ে হবে।

২. সকল প্রকার অভাব দুর হবে।

৩. সকল প্রকার রোগ থেকে মুক্ত হবে।

৪. যার চাকুরি নাই তার চাকুরী হবে।

৫. স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে।

৬. মামলায় জয়ি হবে।

৭. ক্ষেতের ফসল বৃদ্ধি হবে।

৮. খাওয়ার রুচি বাড়বে।

৯. যাদের বিয়ে হয় না তাদের বিয়ে হবে।

১০. মনের মানুষকে বশ করা যাবে।

১১. যাদের সন্তান হয়না তাদের সন্তান হবে।

১২. পড়া লেখা না করলেও পাশ করা যাবে।

১৩. ঘরে বসে থাকলেও টাকা আসবে।

১৪. স্বামীকে তালাক দেওয়া যাবে।

১৫. রাতে ভাল ঘুম হবে।

১৬. চোর ধরা যাবে।

এবার আসি আসল কথায়:


ইদানিং বাংলাদেশী চ্যানেলে একই রকম এ্যাড দেখা যাচ্ছে...শুধু পরিবর্তন হচ্ছে গনেশ মুর্তির পরিবর্তে লা-ইলাহা ইল্লাহ এবং মা ধনলক্ষীর পরিবর্তে আল্লাহ্।

এখন তাবিজ ব্যবসায়ীদের কাছে আমার প্রশ্ন? যদি এসব করলে সব সমস্যার সমাধান পাওয়া যেত তাহলে সারা বিশ্বের মানুষের নিরাপত্তার জন্য পুলিশের কি দরকার?

মানুষের রোগের জন্য ডাক্তার কি দরকার?

টাকার জন্য এত কলকারখানার কি দরকার?

বিচারের জন্য বিচারকের কি দরকার?

যদি পড়া লেখা না করেও পাস করা যায় স্কুল কলেজে যাওয়ার কি দরকার?

সবশেষে একটি কথা বলতে চাই মুসলমানের পরিচয় কি ঘরে বসে আল্লাহ জিকির করা আর তাবিজ বিক্রি করা, যদি এটিই হয়ে থাকে তাহলে কোরআন হাদিসের রেফারেন্সসহ জবাব দিবেন।

ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আল্লাহ হাফেজ

বিষয়: বিবিধ

১৪০২ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

263593
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০৩
কাহাফ লিখেছেন : ঘরে বসে আল্লাহ আল্লাহ জিকির আর তাবিজ বিক্রি/ব্যবহার করাই মুসলমানের পরিচয় নয়, গুটি কয়েক ভন্ড/ধর্মব্যবসায়ীদের দেখে মুসলিম সমাজের পুরোটার উপর এমন ধারণা করা বোকামী। ধর্ম তথা ইসলাম সম্পর্কে কম জানা লোকেরাই এ সবের পিছনে পড়ে থাকে। তাই আগে ইসলাম বিষয়ে জানতে হবে।
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৯
207199
প্রেসিডেন্ট লিখেছেন : সম্পূর্ণ পোস্ট না পড়েই মন্তব্য করলেন।
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৭
207205
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাইয়া আগে পুরা লেখাটি ভালভাবে পড়ুন, তার পর জবাব দিন।
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৯
207206
কাহাফ লিখেছেন : আমার মন্তব্যের প্রথম কথাগুলো আপনার পোস্টের শেষাংশ থেকে নেয়া।মুখস্ত প্রতি মন্তব্য .......
263598
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২০
প্রেসিডেন্ট লিখেছেন : এ বিজ্ঞাপনটি আমিও দেখেছি। অজ্ঞ মুসলমানরা এসব দেখে পৌত্তলিক ধর্মের সাথে ইসলামকে মিলিয়ে ফেলছে।
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০০
207207
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধনবাদ, ভাইয়া মুল্যবান মন্তব্যের জন্য।
263617
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাইয়া আগে পুরা লেখাটি ভালভাবে পড়ুন, তার পর জবাব দিন।
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৩১
207219
কাহাফ লিখেছেন : আপনার লেখার সুচনা আর পরিসমাপ্তি নিজে আগে ভালো করে দেখে,তারপর আমার মন্তব্য দেখুন ভাই........
263619
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০০
ইমরান ভাই লিখেছেন : সুন্দর একটা বিষয় নিয়ে আসেন। বিষয়টি সত্যি ভাবার মতো। আমাদের দেশের মল্বিগুলো যে কবে ঠিক হবে আল্লাহ সাহয্য করো ।
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৫৫
207228
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাইয়া মুল্যবান মন্তব্যের জন্য।
263683
১০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৬
মামুন লিখেছেন : হ্যা, এই অ্যাাডটি আমিও দেখেছি।
খুবই বিভ্রান্তিকর এবং ধর্মব্যবসায়ীদের এক ধরণের চমকপ্রদ কৌশল। আর হিন্দু-মুসলিম ভেদাভেদ নেই এই ভন্ডদের। এরা এক জাত।
আমাদেরকে এদের থেকে সতর্ক থাকতে হবে; ঈমান আমলকে যেন সহীহ ভাবে রাখতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন-আমীন।
সুন্দর পোষ্টটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। Rose Rose Rose Good Luck
১০ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৮
207253
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমাদেরকে এদের থেকে সতর্ক থাকতে হবে; ঈমান আমলকে যেন সহীহ ভাবে রাখতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন-আমীন।
265054
১৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৭
egypt12 লিখেছেন : শিক্ষিতদের মধ্যে যারা এসব বিশ্বাস করে তাদের শিক্ষা নিয়ে আমার সন্দেহ হয় তবে অশিক্ষিতদের দোষ দেয়া যায় না Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File