সমস্যা অনেক, সমাধান একটাই গণেশ মুর্তি ও তাবিজ!
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১০ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৫৪:০৪ দুপুর
দয়াকরে পুরো লেখাটি পড়ে অবশ্যই মন্তব্য করবেন।
গত কয়েকদিন যাবত ইন্ডিয়ান একটি টিভি চ্যানেলে এ্যাড দেখলাম, মা ধনলক্ষ্যী গনেষ মুর্তি সাথে ২৪ ক্যােরট খাটি সোনা যা গলায় বা হাতে রাখলে সকল সমস্যা নাকি নিমিষেই সমাধান হয়ে যাবে, যেমন,
১.যার বিয়ে হয় না তার বিয়ে হবে।
২. সকল প্রকার অভাব দুর হবে।
৩. সকল প্রকার রোগ থেকে মুক্ত হবে।
৪. যার চাকুরি নাই তার চাকুরী হবে।
৫. স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে।
৬. মামলায় জয়ি হবে।
৭. ক্ষেতের ফসল বৃদ্ধি হবে।
৮. খাওয়ার রুচি বাড়বে।
৯. যাদের বিয়ে হয় না তাদের বিয়ে হবে।
১০. মনের মানুষকে বশ করা যাবে।
১১. যাদের সন্তান হয়না তাদের সন্তান হবে।
১২. পড়া লেখা না করলেও পাশ করা যাবে।
১৩. ঘরে বসে থাকলেও টাকা আসবে।
১৪. স্বামীকে তালাক দেওয়া যাবে।
১৫. রাতে ভাল ঘুম হবে।
১৬. চোর ধরা যাবে।এবার আসি আসল কথায়:
ইদানিং বাংলাদেশী চ্যানেলে একই রকম এ্যাড দেখা যাচ্ছে...শুধু পরিবর্তন হচ্ছে গনেশ মুর্তির পরিবর্তে লা-ইলাহা ইল্লাহ এবং মা ধনলক্ষীর পরিবর্তে আল্লাহ্।
এখন তাবিজ ব্যবসায়ীদের কাছে আমার প্রশ্ন? যদি এসব করলে সব সমস্যার সমাধান পাওয়া যেত তাহলে সারা বিশ্বের মানুষের নিরাপত্তার জন্য পুলিশের কি দরকার?
মানুষের রোগের জন্য ডাক্তার কি দরকার?
টাকার জন্য এত কলকারখানার কি দরকার?
বিচারের জন্য বিচারকের কি দরকার?
যদি পড়া লেখা না করেও পাস করা যায় স্কুল কলেজে যাওয়ার কি দরকার?
সবশেষে একটি কথা বলতে চাই মুসলমানের পরিচয় কি ঘরে বসে আল্লাহ জিকির করা আর তাবিজ বিক্রি করা, যদি এটিই হয়ে থাকে তাহলে কোরআন হাদিসের রেফারেন্সসহ জবাব দিবেন।
ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ হাফেজ
বিষয়: বিবিধ
১৪০২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুবই বিভ্রান্তিকর এবং ধর্মব্যবসায়ীদের এক ধরণের চমকপ্রদ কৌশল। আর হিন্দু-মুসলিম ভেদাভেদ নেই এই ভন্ডদের। এরা এক জাত।
আমাদেরকে এদের থেকে সতর্ক থাকতে হবে; ঈমান আমলকে যেন সহীহ ভাবে রাখতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন-আমীন।
সুন্দর পোষ্টটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
মন্তব্য করতে লগইন করুন