ড্রাইভিং নলেজ টেস্টে ১০০% নম্বর পেলাম
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১০ সেপ্টেম্বর, ২০১৪, ১২:২৬:৫৫ দুপুর
ঢাকাতে প্রায় এক দশকের মত গাড়ি ড্রাইভ করেছি কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্স ছিলনা। পুলিশ কখনই আটকায়নি। আর আটকালে কিছু পয়সা দিয়ে ছাড়া পাওয়া যায় অথবা একটু তদবীর, তাই লাইসেন্সের ঝামেলায় যায়নি। ট্রাফিক আইন কানুনও তেমন জানতাম না। তাতে সমস্যা কিছুই হয়নি্ । কিন্তু এখানে কাহিনী ভিন্ন।
গত কয়েকদিন ড্রাইভিং নিয়ে বেশ পড়াশুনা করছিলাম। শত শত আইন-কানুন আর নিয়ম নীতিতে ভরা বিষয়গুলো পড়ে বেশ আয়ত্ব করলাম বলা যায়। আজ সকালে ভয়ে ভয়ে ডি.এম.ভিতে গেলাম এবং নির্দিষ্ট ফি জমা দিয়ে কম্পিউটারে পরিক্ষা দিলাম। ১০০% নাম্বার পেয়ে উত্তির্ণ হলাম। আমাকে ড্রাইভ করার বা শেখার অনুমতি দিয়ে একটি পারমিট কার্ড দিল,তবে শর্ত হল ২১ বছর বা তার বেশী বয়ষ্ক এবং কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞ একজন ড্রাইভার পাশে বসে থাকতে হবে।
পরের ধাপ হল ড্রাইভিং টেস্ট। এখানে গাড়ি থাকুক না থাকুক ড্রাইবিং লাইসেন্স থাকলেই তাকে ইন্সুরেন্সের টাকা পরিশোধ করতে হবে প্রতি মাসে। আরও বহুত জ্বালা আছে, কিন্তু ড্রাইভিং লাইসেন্স ব্যপক জরুরী জিনিেসের একটি। অতএব এটি দরকার।
রাতে দুটো ভাল স্বপ্ন দেখেছিলাম কিন্তু প্রথমটার একটু খানি মনে আছে। সকালেও মনে ছিল কিন্তু এই মাঝ রাতে এসে সবটা মনে করতে পারছি না। দেখলাম----আমি,মাওলানা দেলোওয়ার হোসেন সাঈদী এবং আরও কিছু মানুষ নতুন একটি এলাকায় এসেছি। এই এলাকাটি ভিন্ন রকম এবং অত্যন্ত বরকতপূর্ণ যা পৃথিবীর কোনো মানুষ জানেনা। এখানকার মাটিও দামী,এর নীচেও আছে অমূল্য সম্পদ। সাঈদী সাহেব কুরআন তিলাওয়াত করতে শুরু করলেন এবং নিজের হাতে মূল্যবান মাটি মুঠো করে ধরলেন এবং তা নেড়েচেড়ে দেখতে লাগলেন। সে মাটির রং অনেকটা সোনালী। .....আর মনে নেই....
গত কয়েকদিন ব্যপক খাচ্ছি। সুপার ভুনা খিচুড়ী রান্না করেছিলাম,সাথে গরুর মাংস।...আজ সবজী নুডুলস বানালাম্ ।আলুভর্তা ,ডাল,ভাতও আছে। পাম,খেজুর,আঙ্গুর,আপেল এসবও ভরপুর্ ।....তেতুল খেতে খেতে লেখাটা লিখছি.....কয়েক ঘন্টা আগেও স্বপ্নটার আরও কিছু অংশ মনে ছিল...নাহ মনে করতে পারছি না....
বিষয়: বিবিধ
২২০৮ বার পঠিত, ৫০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এভাবে চলতে থাকলে তো বছর দুয়েকের মধ্যে ওবামার এগেইন্স্টে আপনাকে দেখা যাবে ।
জাজাকাল্লাহু খাইর।
আপনি জীবনে আরো সাফল্য লাভ করুন এই কামনা রইল ।
ভুরি যারে আল্লাহ দেন নাই সে কখনও ভুরি বানাতে পারবে না।
আর ছেলেদের ভুরি মেয়েদের জন্য সমস্যাই বটে।এখনকার দিনে মেয়েরা ভুরিটাও মেনে নিতে চায় না্, কি যে সমস্যা মেয়েদের নিয়ে!!!!
দেশে ড্রাইভিং লাইসেন্স বৈধ পথে নিতে গেলেই যত প্রবলেম!! অবৈধ পথে অনেক সহজ।
আর গত দুইদিন কিছু থাই নাই ভাই....,
যা যা খেতে ইচ্ছে করবে স্বপ্নে খাবেন ট্যাক্স ফ্রি। ড্রাইভ করার সময় আবার স্বপ্ন দেইখেন না,খাদে পড়তে পারেন
স্বপ্নে খাওয়ার লোক আমি না, আমি বাস্তবে খাই
ভাই আপনার এখন বয়স কত জানতে ইচ্ছে করছে---
সাফল্যের জন্য অভিবন্দন---
মন্তব্য করতে লগইন করুন