একাকিত্ব আমাকে শেখা্য জীবনের চরম সত্য , খাচা বন্ধির আস্ফালন
লিখেছেন লিখেছেন আব্দুল আজিজ এম আল সাইফ ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:০৬:০০ দুপুর
একাকিত্ব সব সময় খারাপ না , আবার সবার কাছেও খারাপ না । আমার মতন অনেকেই কিছু কিছু সময় একা থাকতে ভালোবাসে ! একাকিত্ব শুধু জালা দেয় এটাও ঠিক না , কখনো কখনো আনান্দ দেয় বটে । আমার কাছে একাকিত্ব মানে অনাবিল আনান্দ , অসংখ্য সৃষ্টিশীলতার দরজা খুলে যাওয়া । একাকিত্ব মানে নীল আকাশে , ঝিরিঝিরি বাতাসে মুক্ত বিহঙ্গের ন্যয় বিচারন করা ।যেদিকে মন চাই ঘুরে বেড়ানো , মনের মতন উচ্চতায় উঠা আবার মাঠির সমতলে ফিরে আসা । কখনো মেঘের দেশে , কখনো রোদের দেশে আবার কখনো হিমশীতল বায়ু সেবন করা ! একাকিত্ব দেয় আমাকে চিন্তার স্বাধীনতা বিজ্ঞান থেকে ধর্ম , সাহিত্য থেকে কসরত , এযুগ থেকে সেযুগ , ইহকালিন চিন্তা থেকে পরকালিন চিন্তা । সবকিছু আমার হাতে ইচ্ছা করলেই ঘুরে আসতে পারি পরির দেশ থেকে পাতাল পুরি ! একাকিত্ব আমাকে শেখায় ভালোবাসার মুল্য , আমি অনুভব করি মায়ের ভালোবাসা , বাবার আদর আর বুজতে পারি তোমার ভালোবাসার রহস্য !একাকিত্ব আমাকে শেখা্য জীবনের চরম সত্য , খাচা বন্ধির আস্ফালন । একাকিত্ব জ্বেলে দেয় মানব মনের আলো, আর সেই আলোয় পড়া যাই পৃথীবির সব মানুষের মনের ভাষা ! দেওয়া যাই নতুন ব্যাখা , আলোকিত করে মনের কালো , কয়লা হয় হীরার টুকরা ! একাকিত্ব শব্দহীন , পাতাহীন বাগান আর শুষ্ক মুরুর ভিতর দিয়ে চলা একজন পরিব্রাজক ।
বিষয়: বিবিধ
৩৬১৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন