......মহিলারে কসে দুইটা থাপ্পর দিতে পারতাম !

লিখেছেন লিখেছেন আব্দুল আজিজ এম আল সাইফ ১৮ জানুয়ারি, ২০১৪, ১১:৩৪:২১ রাত

যথারীতি ঘুমকে বিসর্জন দিতে হলো। হাজার হলেও কসাই, ঘুমকি আমাদের থাকতে আছে? রাত তিনটা বাজে, দরজায় কড়া নেড়ে সিস্টার বলে গেলো স্যার ইমারজেনসি রোগী আছে, একটু দ্রুত আসেন। এই শীতের মধ্যে এক লাফে উঠে প্যান্ট শার্ট পরে কোন রকমে একটা শীত বস্ত্র গায়ে জড়িয়ে রওনা দিলাম নিচের দিকে। যাহোক নিচে গিয়ে দেখলাম একজন মহিলা প্রসাব যন্ত্রনায় কাতর। পরীক্ষার মাধ্যমে এটা বুঝলাম মহিলা অতিশীঘ্র সন্তান প্রসব করবে। কিন্তু সমস্যা অন্য জায়গায় মহিলার স্বামী বলছে স্যার পেটে বাচ্চা এসেছে সাত মাস হয়েছে, বাচ্চা বাচবে তো? আমি বললাম দোয়া করতে থাকেন সাত মাসেও বাচ্চা বাচতে পারে। যদিও সাত মাস বলতে গ্রামের মানুষ কয় মাস বোঝায় তা ডাক্তার মাত্র সবায় জানে। সিস্টারকে বললাম বাচ্চার অবস্থা বোঝার জন্য একটা আল্টা করান। যথাধারনা বাচ্চা ফুলটার্মে। আমি মহিলাকে বললাম আপনি সত্য বলছেন, আপনার সন্তান পেটে সাত মাস?? পাশের থেকে মহিলার স্বামী বলল, অবশ্যই ঠিক বলছে আমি বিয়ে করেছি সাড়ে সাত মাস হলো মাত্র!! আমি মনে মনে বললাম লেহালুয়া রাত তিনটার সময় কার অবৈধ সন্তান ডেলিভারি করতে উঠেছি তা আল্লাহই ভালো জানে?? কিন্তু সন্তানটাতো ঠিকই জৈনিক ভদ্রলোকের বলে পরিচিতি পাবে। মনে মনে ভাবছিলাম মহিলারে কসে দুইটা থাপ্পর দিতে পারতাম।

বিষয়: বিবিধ

১৫৫৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

164166
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০২:২২
নাবীল লিখেছেন : চেতনায় সমস্যা নাইতো,খেদমত না কসাই।
164189
১৯ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:১৭
শিকারিমন লিখেছেন : কসে থাপ্পর মারেন না কেরে !!!
164220
১৯ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:১৩
আবরণ লিখেছেন : কসে থাপড় মারা ডাক্তারের কাজ না। ডাক্তার রোগীকে রোগী হিসাবে দেখলেই ভাল। যত্ত সব..........
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৮
118800
আব্দুল আজিজ এম আল সাইফ লিখেছেন : রোগি হিসাবে না দেখলে তো থাপ্পরটা কসেই দিতাম । আমি শুধু সমাজের অবক্ষয়টাকে বোঝাতে চেয়েছি।
164252
১৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৩
হতভাগা লিখেছেন : '' যথাধারনা বাচ্চা ফুলটার্মে। ''

''পাশের থেকে মহিলার স্বামী বলল, অবশ্যই ঠিক বলছে আমি বিয়ে করেছি সাড়ে সাত মাস হলো মাত্র!! ''

০ সাধারনত ৯ মাস ১০ দিনে ডেলিভারী হয় , ৭ দিন আগে পিছেও হতে পারে ।

মানে বিয়ের ২ মাস আগে গর্ভ ধারণ হয়েছে !

এটা যদি মেয়েটার ২য় বিয়েও হয় তাহলে তালাকের ৩ মাস পরে ২য় বিয়েতে যেতে পারবে শরিয়ত মোতাবেক ।

যদি ৬ মাসও বলতো বিয়ে হয়েছে মেয়েটির সাথে এক্সিসটিং স্বামীর তাহলেও না হয় বোঝা যেত যে এই সন্তান আগের স্বামীর ।

এক্ষেত্রেও তো ইদ্দতকাল গর্ভ খালাস পর্যন্ত হবার কথা ।

ডাক্তার হিসেবে আপনি যেটা করেছেন ঠিক আছে ।

বিয়ের সাত মাসে সন্তান হওয়া নিয়ে যদি কৌতুহল থাকে তাহলে D.N.A. test তো আছেই ।

১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৯
118801
আব্দুল আজিজ এম আল সাইফ লিখেছেন : মহিলা প্রথম বিবাহিত ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File