...একটা নাজায়েজ কাজ কে সমাজ বেমালুম জায়েজ করে দিয়েছে!
লিখেছেন লিখেছেন আব্দুল আজিজ এম আল সাইফ ২০ নভেম্বর, ২০১৩, ০৩:৫৭:৪৫ রাত
চেম্বার শেষ করে বসে আছি । রাত ৮ টা কিংবা সাড়ে ৮ টা হবে ।ভাবছি বাসায় যাবো । অ্যাসিস্টেন্ট কে ডেকে বল্লাম, কিরে আর কি কোনো রোগি আছে নাকি ?
-জ্বি না সার ।
-কিছু বলবি ?
- জি সার ।
কিছু দিন ধরে দেখছি ছেলেটা কিছু বলবে মনে হচ্ছে কিন্তু কিছুই বলে না । কি বলবি ? বল , লজ্জা পাচ্ছিস নাকি ?
-না সার আপনি তো নামাজ পড়েন , কুরান হাদিস জানেন ।
-তা আল্লাহ রহমতে কিছুটা জানি । তো কি হয়েছে ?
ছেলেটা এখনো বিয়ে করেনি ।দেখতে , শুনতে , কাজ কর্মে যথেষ্ট পটু ।
- সার আমার গার্ল ফ্রেন্ড যদি খারাপ কাজ করতে বলে তাহলে কি যায়েজ হবে ।
-তোর আবার গার্লফ্রেন্ড আছে ?জি সার ।
- তোর প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, তার আগে তুই আমাকে বল , প্রেম করা কি যায়েজ ?
- কেন সার ? অবশ্যই যায়েজ ।
-তোরে একথা কে বল্ল যে প্রেম জায়েজ ?
- কেন সার প্রেম জায়েজ না ? যেন ও আকাশ থেকে পড়ল ।
-তাহলে সার শিরিন ফরাহাদ , লাইলি মজনু , ইউসুফ জুলেখা এরা যে প্রেম করেছে ।
-ওরে গাধা এগুলাতো সাহিত্য । এগুলা তো সত্যি ঘটনা নয় ।
- তাহলে ইউসুফ জুলেখা ?
-এগুলা কিছু গাধার কাজ যারা আল্লাহর নবীকে হেয় করার জন্য একাজ করেছে এবং সমাজে প্রচার করছে। -কি বলেন সার ?
-তুই এক কাজ কর , আজ সোজা চলে যাবি কোনো ভালো মাওলানার কাছ, গিয়ে জেনে আসবি প্রেম করা জায়েজ কিনা ।তারপর তোর পরের প্রশ্নের উত্তর দিবো ।
ছেলেটি মনটা খারাপ করে চলে গেলো আর আমি ভাবছি সমাজটা কোথায় গেছে ? একটা নাজায়েজ কাজ কে সমাজ বেমালুম জায়েজ করে দিয়েছে? এ দায় কার আমাদের না আমাদের সমাজ ব্যাবস্থার , নাকি তথাকথিত প্রগতিশীল সংস্কৃতির । আজ চ্যানেল গুলা যেভাবে প্রেম নামের অবৈধ সম্পক্যকে আমাদের ঘরের কোনায় পৌছে দিয়েছে, যে বুঝার কোনো উপায় নাই কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ ?
--স্বপ্নচারী বাঙ্গালী
বিষয়: বিবিধ
২৩৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন