ইসলাম কোন পথে?
লিখেছেন লিখেছেন ফুয়াদ পাশা ০১ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:৩৪:২১ সকাল
ইসলামী হালচাল পর্ব ১, যৌনজিহাদ :
যৌন জেহাদের ধারণাটি প্রকাশ্যে আলোচিত হয় ২০১৪'র শুরুর দিকে সিরিয়ায় আগত তিউনিসিয়া, মালেশিয়া এবং যুক্তরাজ্যের হেজাবী নারীদের কেন্দ্র করে। সিরিয়ার গৃহযুদ্ধে ‘যৌন জিহাদ’ এখন বেশ আলোচিত বিষয়। প্রেসিডেন্ট বাশার আল আসাদ শাসনের পতনের জন্য যে বিদ্রোহীরা যুদ্ধে লিপ্ত হয়েছে তাদের বলা হচ্ছে মুজাহিদিন অর্থাৎ ধর্ম রক্ষায় যোদ্ধা। আর যুদ্ধক্ষেত্রে তাদের মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা রাখতে যে নারীরা সাময়িকভাবে স্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে তাদের বলা হচ্ছে ‘যৌন জিহাদি’। আর ইসলাম রক্ষার্থে যুদ্ধে লিপ্ত বিদ্রোহীদের যৌনসঙ্গ প্রদানের এ ঘটনাকে বলা হচ্ছে যৌন জিহাদ। ইসলাম ধর্মের মৌলিক গ্রন্থ কোরাণ এবং হাদিস থেকে ‘যৌন জিহাদ’ ধারণাটি এসেছে।
কিন্তু জানা যায় পাকিস্তান ও আফগানিস্তান ভিত্তিক কয়েকটি ইসলামী সংগঠনের জিহাদীরা এটি আরও আগে শুরু করেছিলেন। তবে তা ছিল গোপনীয় ও অপ্রকাশ্য। বাংলাদেশে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ছাত্রী সংস্থা এবং পাকিস্তান জামায়াতের ওমেন উইং মূলত যৌন জেহাদের প্রাতিষ্ঠানি রুপ দেয়। উল্লেখ্য, জামাতের প্রতিষ্ঠাতা মওদুদী তার বিভিন্ন গ্রন্থে দাসীর সাথে যৌন সম্পর্ককে উৎসাহিত করেছেন। বাংলাদেশে ইসলামী ছাত্রী সংস্থা নারীদের কাউকে টাকার লোভ দেখিয়ে, কাউকে ইসলাম প্রচারের নামে, কাউকে জোরপূর্বক আবার কাউকে প্রতারণার মাধ্যমে সদস্য তালিকার অন্তভুক্ত করে। অতপর এই এরাই জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের ভোগের বস্তু হিসেবেই তারা ব্যবহৃত হয়। বিনিময়ে মাসিক টাকা দেয়া হয় এবং মৃত্যুর পর জান্নাতের লোভ দেখানো হয়।
মানবজমিন ডেস্ক | ২৯ আগস্ট ২০১৪, শুক্রবার, ২:৪৮মলা
ইসলামী হালচাল পর্ব ২, মসজিদে হামলা :
মানবজমিন ডেস্ক ২৯ আগস্ট ২০১৪, শুক্রবার : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ৬৫০ কিলোমিটার দূরে অবস্থিত আওয়ারান জেলার জিকরি সম্প্রদায়ের একটি মসজিদে হামলা চালানো হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমানদের ওপর পরিচালিত এ হামলায় ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ওই অঞ্চলের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা আকবর হারিফাল জানিয়েছেন, দুটি মোটরবাইকে চড়ে ৩ বন্দুকধারী নামাজ আদায়ের জন্য মসজিদে থাকা মুসল্লিদের ওপর গুলি চালায়। হামলা চালিয়ে তারা সেখান থেকে দ্রুত চলে যায়। এদিকে হামলার পর ওই মসজিদের কাছে আগুন জ্বলতে দেখা যায়।
বিষয়: বিবিধ
১৪৪৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : গ্রামের পথে পথে লিখেছেন : এই বর্বরদের কাছে কেউ নিরাপদ না, মুসলিম অমুসলিম। যত জবাই, তত নেকি। তার উপর জান্নতের ৭২ বেশ্যা তো আছেই।এই ধরনের আজগুবি তথ্য বাস্তবিক জীবণে শুনেছেন কোনদিন,আজ পর্যন্ত কোন একজন নারীও কি এই অভিযোগ করেছে? হাস্যকর সব নিউজের উদয় যে কোথা থেকে হয় ! আর ইসলামে বিবাহ বহির্ভূত কোন যৌনতার সুযোগ নেই!
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : সাকিব ভাই, যৌনজিহাদের বিষয়টি মোটেও আজগুবি না। জামাত গুরু মৌদুদীর বই পড়লেই এর সত্যতা মিলে যায়।আর ইসলাম ধর্মে ক্রীতদাসীদের সাথে বিয়ে বহির্ভূত যৌনতার বিষয়ে আপনি কি বলবেন?
মন্তব্য করতে লগইন করুন