এই যুগের ইসলামিক ফ্যান্টাসি।

লিখেছেন লিখেছেন ফুয়াদ পাশা ০৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:৪৭:২১ সকাল



আমাদের মুসলিমরা আর কিছু না পারলেও সন্তান জন্ম দিতে অত্যন্ত সফল। ফুলেফেপে মুসলমানের সংখ্যা এখন আল্লায় দিলে ১৫০ কোটি ছাড়িয়ে গেছে। বালা যায় প্রতি পাঁচ জনে একজন মুসলমান। কিন্তু তাতে কি, মুসলিমরা ভিষন পিছিয়ে পরা পরনির্ভরশিল একটি জাতি। একবিংশ শতাব্দীতে গৌরব করার মত তাদের কিছু নেই। যে কারনে মুসলিমরা ইনফিউরিটি কমপ্লেক্সের যন্ত্রনায় ভুগছে। নিচে মুসলিমদের একটি অদ্ভুত কমপ্লেক্সের নমুনা দেখা যেতে পারে।

মুসলমানরা ইংরেজদের ভারত উপনিবেশের ঘোর বিরোধী। তবে এটা দোষের কিছু না, উপনিবেশিক শাসন কারো কাছেই কাম্য নয়। এযুগে তো নয়ই। কিন্তু এই মুসলমানরা আবার পল্টি দিয়ে মুসলিমদের স্পেন, পর্তুগাল, গ্রীস, ভারত উপনিবেশ ফিরে পেতে বুক চাপড়ায়, হায় হুতাস করে। খোরাসান থেকে, আরব মুল্লুক থেকে, ইরাণ থেকে দিকবিদিক মুসললিম সেনাপতিরা ঘোড়া চালিয়ে আবার স্পেন, পর্তুগাল, গ্রীস, ভারত দখল করে ইসলামের পতাকা উড়িয়ে দিবে সেই দিবাস্বপ্নে মগ্ন অন্ততঃ আজকের দিনের ৮০% মুসলিম। বিশ্বাস করুন, একটুকুও মিথ্যা বলিনি ভাই।

বিষয়: বিবিধ

১৩৭১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303089
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:১৫
শেখের পোলা লিখেছেন : হাতী ঘোড়া গেল তল মশা বলে কতজল?
এক দিন সমগ্র পৃথিবীই ইসলামের পায়ে মাথা কুটবে৷৷
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৪৭
245136

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : ইসলামের পায়ে মাথা কুটবে কেন?
303092
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:১৮
রক্তলাল লিখেছেন : ভুয়াদ পাছা ভাইয়ের কি মনোযন্ত্রণা।

আল্লাহ মুসলমানদের উৎপাদন ক্ষমতা উর্বর করে দিছে, এতে বেচারার কি দুকষ। আহাঃ!

মুসলমানরা তো আরো আরো বেশী বিস্তৃত যতটুকু আপনি বলেছেন তার চেয়েও।

গুগল করে দেখে নিন ASU tempe mosque
টা কোথায়। নিউ ইয়র্কের 97th Street mosque কোথায় এবং কেমন। মিশিগান, টেক্সাস এসব জায়গায় ইসলাম, মুসলমানদের বিস্তৃতি! ফিলিপাইনের মিনদানাও, চায়নার স্বায়ত্বশাসিত যিনজিয়াং, মধ্য এশিয়া, মধ্য প্রাচ্য, উত্তর ও পশ্চিম আফ্রিকা, আলবেনিয়া, বসনিয়া এ'সব মুসলিম অধ্যুষিত অন্চল দাদা!

ভাদামি করে যতই বুক চাপড়ান যন্ত্রণা আরো বাড়তেই থাকবে।
এসব নালা নর্দমার মানসিকতা আর হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সভ্য সমাজে পরমত মেনে একটু মানুষ হবার চেষ্টা করেন।

মনেও শান্তি পাবেন, লোকজনও নালা নর্দমার অসভ্য প্রানী মনে করবেনা!
০৬ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:৩৫
245243

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : নিউ ইয়র্ক, টেক্সাস, মিসিগানে মসজিদগুল আমেরিকার মহান স্বাধিনতা, গনতন্ত্র এবং সুশাসনের প্রতিক। এখানে ইসলামের কোন কৃতিত্ব নেই। আমেরিকানরা ইচ্ছা করলে খলিফা ওমরের মডেলে মুসলিমদের ঘরে হলুদ পতাকা উড়িয়ে মসজিদগুলো গুড়িয়ে দিতে পারে। কিন্তু আমেরিকারা সেটা করে না। সুতরাং পরমত ষহিষ্ণুতার কথা সুযোগ সন্ধানী মুসলমানদের মুখে মানায় না। ধন্যবাদ।
303114
০৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৫০
এমডাডুল হক পারভেজ লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File