বর্ষবরণে যৌন হয়রানি: চাপ দাড়িওয়ালা ওরা কারা?

লিখেছেন লিখেছেন ফুয়াদ পাশা ১৯ এপ্রিল, ২০১৫, ০৩:১৪:৫৬ রাত






পহেলা বৈশাখে টিএসসি এলাকার সিসি ক্যামেরার ধারণ করা ছবি বিশ্লেষণ করে একদল ব্যক্তির সন্ধান মিলেছে, যাদের একাধিক ঘটনায় নারীদের ওপর যৌন আক্রমণ চালাতে দেখা গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় ধারণ করা পুলিশের সিসি ক্যামেরার এক ঘণ্টার ফুটেজ বিশ্লেষণ করে শনিবার একাত্তর টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, চাপ দাড়িওয়ালা এক ব্যক্তিসহ তার মতো বেশধারী কয়েকজন ছিলেন আক্রমণের কেন্দ্রে।

তবে ওই ব্যক্তিদের কারও পরিচয় পাওয়া যায়নি। পুলিশের তদন্তেও যৌন নিপীড়কদের শনাক্ত করা যায়নি বলে গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

একাত্তর টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, এক ঘণ্টার ভিডিও ফুটেজ বারবার দেখে ও পুঙ্খনাপুঙ্খ বিশ্লেষণ করে বুকে হালকা কাজ করা পাঞ্জাবি পরা চাপ দাড়িধারী লম্বা-চওড়া এক ব্যক্তির আচরণ নিয়ে সন্দেহ হয়।

পরে এক ঘণ্টার ভিডিওতে প্রায় সব সময়ে সোহরাওয়ার্দী উদ্যানের ফটকের সামনে থাকা ওই ব্যক্তিকে নারীদের ওপর যৌন আক্রমণে দেখা যায়। তার সঙ্গে থাকা একই বেশধারী ১০ থেকে ১২ জনকে চিহ্নিত করার কথাও জানায় একাত্তর টেলিভিশন।

ক্লোজ সার্কিটের এক ঘণ্টার ভিডিওতে প্রথম তাকে দেখা যাওয়ার এক ঘণ্টা পর ৬টা ৩৯ মিনিটে আবার দেখা যায় একই রকমভাবে একই স্থানে দাঁড়িয়ে, যেন তিনি কারও জন্য অপেক্ষা করছেন।

একাত্তরে টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, ৬টা ৪৮ মিনিটে দুজন নারীর ওপর হামলার সময় ওই ব্যক্তিটিকেও হামলাকারীদের দলে দেখা যায়। তার চার পাশে মাথায় পট্টি বাঁধা দাড়িধারী আরও কয়েকজনকে দেখা যায়, যারাও আগে থেকে ওই স্থানে ছিল।

৬টা ৪৯ মিনিটে রিকশা থেকে এক নারীকে টেনে নামানোর সময়ও ওই ব্যক্তিকে দেখা যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

মোট তিনটি ঘটনায় বুকে কারুকাজ করা ওই ব্যক্তিকে শনাক্ত করেছে একাত্তর টেলিভিশন। তার মতো বেশধারী আরও ১০-১২ জনের দলের তৎপরতাও নজরে এসেছে তাদের।

সেদিন হামলার প্রত্যক্ষদর্শী ছাত্র ইউনিয়ন নেতা লিটন নন্দীও সংঘবদ্ধ একটি দলকে যৌন হয়রানি চালাতে দেখার কথা বলেছিলেন। এক নারীর ওপর হামলা ঠেকাতে গিয়ে হাতও ভাঙে তার।

ভিডিও ফুটেজে ধরা পড়া ওই ব্যক্তিদের নাম-পরিচয় জানতে পারেনি একাত্তর টেলিভিশন।

এদিকে ওই প্রতিবেদন প্রকাশের পর প্রতিবেদক ফারজানা রুপাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে টেলিভিশনের খবরে বলা হয়েছে।

বিষয়: বিবিধ

১৮৬১ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315699
১৯ এপ্রিল ২০১৫ রাত ০৩:৩৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সাদাকালো কেন রঙিন ছবি দেখুন হলুদ নিউজের খবর নিয়ে হলুদ ব্লগিং আর কত??





১৯ এপ্রিল ২০১৫ রাত ০৩:৪৪
256707

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : ভিডিও দেখে আতকে উঠলেন নাকি? ওদের লেবাস আপনাদের সাথে মিলে যায় বলে।
১৯ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৯
256742
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সাংবাদিকরা হয়তো আতকে উঠেছেন। এদের বক্তব্য দেখলে আপনার কি মনে হয় দেখি এখানে দেখে আসুন!
১৯ এপ্রিল ২০১৫ সকাল ১১:৩০
256743
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সাংবাদিকরা হয়তো আতকে উঠেছেন। এদের বক্তব্য দেখলে আপনার কি মনে হয় দেখি এখানে দেখে আসুন!
১৯ এপ্রিল ২০১৫ সকাল ১১:৩০
256744
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সাংবাদিকরা হয়তো আতকে উঠেছেন। এদের বক্তব্য দেখলে আপনার কি মনে হয় দেখি এখানে দেখে আসুন!
১৯ এপ্রিল ২০১৫ সকাল ১১:৩২
256745
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : http://www.monitorbd.net/blog/blogdetail/detail/4081/kala/64210
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ১২:২৬
256751
লজিকাল ভাইছা লিখেছেন : এটা ছাত্র ইউনিয়ন সভাপতি লিটন নন্দী, সেদিন তার গায়ে পাঙ্গাবী ছিল মুখে চাপ দাঁড়ি ছিল!! সে হিন্দু হওয়ার পরেও কেন সেদিন পাঞ্জাবী পরল?? কেন তার মুখে দাঁড়ি ?? এটা কি পূর্ব পরিকল্পিত ??
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:২৫
256774

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : ভিডিও ফুটেজের কমেন্টার এনালিষ্ট বলেছেন গোফহীন সুন্নতি দাড়ি। এরপরও সন্দেহ আছে??
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৩৬
256783
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : গোপহীন দাড়ি কি ইংগিত করলেন? লিংক এর বিষয়ে কিছুই বললেন না!!! @লেখক
315715
১৯ এপ্রিল ২০১৫ সকাল ০৭:৪৬
রক্তলাল লিখেছেন : আপনাদের কাজকর্ম এতো হাস্যকর যার কারণে ৫% এর নির্বাচনের তামাশা করে এতিম সরকার নিয়ে থাকতে হয়।

চাপ দাড়ি নাকি বাপের দাড়ি তার হিসাব কড়ায় গন্ডায় হবে।

১৯ এপ্রিল ২০১৫ সকাল ১১:১৫
256737

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : এই এতিম সরকারের বিরুদ্ধে অবরোধ এবং লাগাতর হরতাল আহব্বান করে হটিয়ে দিন। ধন্যবাদ।
315716
১৯ এপ্রিল ২০১৫ সকাল ০৭:৫৫
টাংসু ফকীর লিখেছেন : চাপ দাড়ি ওয়ালাডা অইল তর মায়ের নাং।
315717
১৯ এপ্রিল ২০১৫ সকাল ০৮:১০
আনিসুর রহমান লিখেছেন : হাব ভাব দেখে যেন মনে হয়
ওরা কবি গুরু রবি ঠাকুরের চেলা।
১৯ এপ্রিল ২০১৫ সকাল ১১:১৭
256738

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : ভিডিও ফুটেজে প্রমান হয়ে গেছে এদের শিকর আসলে কোন শিবিরে। ধন্যবাদ।
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ১২:২৫
256749
লজিকাল ভাইছা লিখেছেন : এটা ছাত্র ইউনিয়ন সভাপতি লিটন নন্দী, সেদিন তার গায়ে পাঙ্গাবী ছিল মুখে চাপ দাঁড়ি ছিল!! সে হিন্দু হওয়ার পরেও কেন সেদিন পাঞ্জাবী পরল?? কেন তার মুখে দাঁড়ি ?? এটা কি পূর্ব পরিকল্পিত ??
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৪৭
256827
আনিসুর রহমান লিখেছেন : যে যে কারনে তারা ইসলামপন্থী হতে পারে না
১। তাদের মাথায় সুন্নতি টুপি নাই! অবশ্য আশা করছি প্রথম আলো গ্রপ বা তাদের দোসরা আরেকটি সুন্নতি টুপিসহ ভিডিও ফুটেজ দিয়ে এই ভুল থেকে বের হবে এবং তাদের এই নতুন আবিস্কিত ভিডিও ফুটেজ জন্য অনেকেই প্রথম আলোকে বাহবা দিবে।
২। যে এলাকায় এই ঘটনা ঘতেছে সেটা হল ইসলামপন্থীদের জন্য No Entry Zone. এই বিষয়টি ব্যাখ করতে না পেরে এরা যাদু-টোনা জানে জাতীয় কথা বলে গালিগালাজ করা যেতে পারে। চাপ দাড়িওয়ালা ওরা কারা? হাব ভাব দেখে যেন মনে হয়
ওরা কবি গুরু রবি ঠাকুরের চেলা।কিন্তু এই বিষয়টি কোন ভাবেই বুঝানো যাবে না।
315731
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ১২:২৪
লজিকাল ভাইছা লিখেছেন : শালার গায়ে দেখি পাঞ্জাবী ও আছে !! তাহলে ! দেখতে তো ইমরান এইডস সরকার বলে মনে হচ্ছে । তা নাহলে সিওর ছাত্র ইউনিয়ন সভাপতি লিটন নন্দী, সেদিন তার গায়ে পাঙ্গাবী ছিল মুখে চাপ দাঁড়ি ছিল!! সে হিন্দু হওয়ার পরেও কেন সেদিন পাঞ্জাবী পরল?? কেন তার মুখে দাঁড়ি ?? এটা কি পূর্ব পরিকল্পিত ??
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:২৩
256772

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : ভিডিও ফুটেজের কমেন্টার এনালিষ্ট বলেছেন গোফহীন সুন্নতি দাড়ি। এরপরও সন্দেহ আছে??
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৩৬
256784
লজিকাল ভাইছা লিখেছেন : তাহলে ত এটা মনেহয় অভিষেক বচ্চন ! তাই না । কি বলেন?? নাকি পাকিস্তান ক্রিকেট টিম, এরা তো ঐ সময় ঢাকায় ছিল!!

ভিডিও আনালাইচিস্ট !!!! আম মনেক বড় সাইকলজিস্ট। রসময় মতিরগুপ্তের উপর অনেক বড় পিএসডি করা আছে আমার। এক আবালের ফেসবুক পোষ্ট চুরি করে লিড নিউজ করছে । মানুষ হলে মতি মিয়া গলায় দড়ি দিত, কিন্তূ সে ত আর মানুষের জন্ম না, তার জন্ম বানর থেকে ।
315737
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৪৭
খান জুলহাস লিখেছেন : ডেপুটি স্পিকার ফজলে রাব্বি, আওয়ামী নেতা এবিএম মহিউদ্দিন, পিরোজপুরের এমপি আব্দুল আউয়াল, ঝালকাঠীর এমপি বিএইচ হারুন, মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হক, ফারুকী, ইমরান এইচ সরকার, আব্দুল কাদের সিদ্দিকী, আব্দুল লতিফ সিদ্দিকীসহ আরো অনেক আওয়ামী নেতাদের চাপ দাড়ি।
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:২৪
256773

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : ভিডিও ফুটেজের কমেন্টার এনালিষ্ট বলেছেন গোফহীন সুন্নতি দাড়ি। এরপরও সন্দেহ আছে??
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৪০
256806
খান জুলহাস লিখেছেন : সরকারের চামচাদের বলছি দাড়িওয়ালাদের চলন ছিলো সন্দেহজনক। আর দাড়িহীন গুলো যৌন হয়রানির সাথে যে যুক্ত তা সরাসরি প্রমানিত। সুতরাং খালি খালি অপরাধীদের পক্ষ নিয়ে নিজেকে অপরাধী করছেন কেন?
315750
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:১০
খান জুলহাস লিখেছেন :
315769
১৯ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৩৯
বুসিফেলাস লিখেছেন : মি. ফুয়াদ পাছা...আপনারাই তবে হলুদ গন্ধ ছড়ান ব্লগ পাড়ায় আর আপনার ভাষায় মনে হচ্ছে ধর্মকারীর মত ব্লগ গুলোও আপনারাই চালান থাবা বাবাদের অন্তর্ধানের পর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File