সাবাস বাংলাদেশ- শিবিরের ৩ পেট্রল বোমাবাজ ঘায়েল।
লিখেছেন লিখেছেন ফুয়াদ পাশা ০৭ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:২৩:৪৯ সকাল
মায়ের কোলে দগ্ধ শিশু/ এ রাজনীতি নয় অন্য কিছু। পাকিস্তানী, আফগানিস্থানী, আইসিস জঙ্গি'দের মত পুড়িয়ে মানুষ হত্যায় মেতেছে জামাত-শিবির-বিএনপি। -
গতকাল দেশের বিভিন্ন স্থানে যাত্রিবাহি বাসে চোরাগুপ্তা পেট্রল বোমা মেরে পালিয়ে যাওয়ার সময় জামাত-শিবিরের ৩ জঙ্গি পুলিশের গুলিতে নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে রাজশাহী, কুমিল্লা ও সাতক্ষীরায় পুলিশের গুলিতে জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মী নিহত ও ছাত্রদলের এক নেতা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় শিবিরের আরো দুই কর্মীরা গুলিতে গুরুতর আহত হয়েছেন।
নিহতের তালিকায় রয়েছে- শিবির ক্যাডার শাহাবুদ্দিন, সাহাব পাটওয়ারী ও জামায়াত কর্মী শহিদুল ইসলাম। আর আহত হয়েছেন ছাত্রদল নেতা আব্দুল মজিদ, শিবিরের বিনোদপুর আবাসিক (মেস) শাখার সভাপতি মফিজুর রহমান ও শহীদ হবিবুর রহমান হলের সভাপতি।
চিত্রে- জামাত-শিবির গন ধোলাই অভিযান।
বিষয়: বিবিধ
১২৬০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরো একখান কথা ,এগো লগে ছাত্রলীগ ,যুবলীগের পেট্রোলবোমা বাজগো ধইরাও পুটু মারা দেওয়া হউক ।
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক
মন্তব্য করতে লগইন করুন